What is degree of esterification

What is degree of esterification

What is degree of esterification Degree of esterification(ডিগ্রি অফ ইসটেরিফিকেশন) …. পলিয়েষ্টার পলিমার উৎপাদনের ক্ষেত্রে ডাইঅল এর সাথে টেরাপথেলিক এসিড বা অন্য এসিডের এসিড গ্রুপের বিক্রিয়ার মাত্রা।

এক নজরে সব

Degradation (ডিগ্রেডেশন)

ভৌত/রাসায়নিক প্রক্রিয়ার ফলে বস্ত্রের উপাদানের কাঙ্খিত ভৌত বৈশিষ্ট্য খর্ব হওয়া।

Deformation (ডিফরমেশন)

বস্তুর আকৃতিগত পরিবর্তন, যেমন বস্তুর উপর প্রসারন বল প্রয়োগ করলে তার ফলস্বরুপ তার দের্ঘ্য বৃদ্ধি পায়।

Defects (ডিফেক্টস)

বস্ত্রাদির কিছু ত্রুটি যা তার কাপড়ের কার্যকারিতা বা বাহ্যিক বৈশিষ্ট্যকে খর্ব করে এমন বুঝাতে ব্যবহৃত একটি সাধারন শব্দ।

Delustrant (ডিস্ট্রোন্ট)

A substance that can be used to dull the luster of a manufactured fiber. Often a pigment such as titanium dioxide.

কৃত্রিমভাবে উৎপাদিক তন্তুর উজ্জ্বলতা প্রশনের জন্য ব্যবহৃত উপাদান। এ কাজে প্রায়শই টাইটেনিয়াম ডাই অক্সাইড ব্যবহৃত হয় ।

Delustering (ডিলাস্টারিং)

Subduing or dulling the natural luster of a textile material by chemical or physical means. The term often refers to the use of titanium dioxide or other white pigments as delustrants in textile materials. ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ার বস্ত্রাদির স্বাভাবিক উজ্জ্বলতাকে প্রশমন বা নিষ্প্রভ করা।

Yard denier (ইয়ার্ড ডিনায়ার)

The denier of a filament yarn. It is the product of the denier per filament and the number of filaments in the yarn. একটি ফিলামেন্টের ডেনিয়ার। ইহা প্রতিটি ফিলামেন্টের ডেনিয়ার এবং সুতার মধ্যে ফিলামেন্টের সংখ্যার গুনফলকে বুঝায়।

Denier variaton (ডেনিয়ার ভেরিয়েশন)

একটি ফিলামেন্টের বা একগুচ্ছ ফিলামেন্ট এর দৈর্ঘ্য বরাবর ব্যাস এর ভিন্নতা বা অন্যান্য পার্শ্বীয় মাত্রার ভিন্নতা।

Decorticating

রেমী ও হেম্প থেকে কাষ্ঠ জাতীয় বস্তুকে পৃথক করার একটি যান্ত্রিক প্রক্রিয়া। A mechanical process for separating the woody matter from the bast fiber of such plants as ramie and hemp.

Decitex

যেখানে ১০,০০০ মিটার সুতার ওজনকে গ্রামে পরিমাপ করা হয়। টেক্স এর এক দশমাংশ একটি রৈখিক ঘনত্ব পরিমাপের পদ্ধতি । A measure of linear density the weight in grams of 10000 metres of yarn. One tenth of a tex.

Decatizing

যেখানে কাপড়কে একটি ছিদ্রযুক্ত রোলারে শক্ত করে জড়ানো হয়, যার মধ্যে গরম পানি প্রবাহিত করা হয় অথবা বাষ্প প্রবাহিত করা হয় এটি একটি ফিনিশিং প্রক্রিয়া । A finishing process in which fabric, wound tightly on a perforated roller, either has not water circulated through it, or has steam blown through it.

Decating mark

একটি ভাঁজের দাগ কাপড়ের বা শুরু বা শেষ অংশের কাছাকাছি পড়েন-এর দিকে । A crease mark or impression extending fillingwise across the fabric near the beginning or end of the piece.

Detergent (ডিটারজেন্ট)

A synthetic cleaning agent containing surfactants that do not precipitate in hard water and have the ability to emulsify oil suspend dirt.

একটি কৃত্রিমভাবে তৈরীকৃত; পরিষ্কার করার উপাদান যা সারফেকটেনস বহন করে এবং খর পানিতে অধঃক্ষেপ তৈরি করে না এবং এটি তেলকে ময়লা দূর করতে পারে।

What is degree of esterification

Detergency:

স্যাপনিফিকশন এর মাধ্যমে স্যাপনিফাইয়্যাবল তেল এবং ইমালসিফাইং এর মাধ্যমে আনস্যাপনিয়েবল মোম, গ্রীজ ও খনিজ তেল দূর করার পরও সুতা বা কাপড়ের মধ্যে সাইজিং দ্রব্যাদি হিসেবে চায়না কে এবং ডাস্ট ও ডার্ট (dust and dirt) থাকে। এ সকল অপদ্রব্য দুর করার জন্য স্কাওয়ারিং পদ্ধতিতে ডিটারজেন্ট ব্যবহার করা হয়।

সোডিয়াম সিলিকেট, সোডা, সাবান গার্ডিনল ( Gardinol), সিনথেটিক ডিটারজেন্ট (Synthetic detergent) ইত্যাদি এ ক্ষেত্রে ডিটারজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। আর দ্রুত সিক্ত হওয়ার জন্য এখানে ওয়েটিং বা সারফেকটিং এজেন্ট (যেমন- লিসাপল খ, লিসাপল উ, কেলসোনিক ওয়েল ইত্যাদি) ব্যবহার করা হয়।

Delta (D or Å) : উপাদান ডেল্টা ই হলো কালার ভেলু নির্দেশক।

A symbol used to indicate deviation or difference.

Desulfurizing(ডিসালফারাইজিং)

An aftertreatment to removal sulfur from newly spun viscose rayon by passing the yarn through a sodium sulfide solution. একেবারে সদ্য উৎপন্ন ভিসকস রেয়ন কে সোডিয়াম সালফাইড দ্রবনের দিয়ে অতিক্রম করিয়ে সালফার দূর করার একটি পদ্ধতি।

Dewpoint (ডিওপয়েন্ট)

The temperature at which a gas begins to condense as a liquid at given pressure. Thus in air, it is the temperature at which the air becomes saturated when cooled with no further addition of moisture or change in pressure. যে তাপমাত্রায় একটি প্রদত্ত চাপে কোন গ্যাস ভরলে ঘনীভূত হতে শুরু করে।

Dazed or dead fiber (মরা পাট) :

অতিরিক্ত পচানো অথবা ভিজা অবস্থায় গুদামজাত করলে এ ত্রুটি হয়ে থাকে। এ ত্রুটিযুক্ত আঁশ বিবর্ণ, দুর্বল ও অনুজ্জ্বল হয় । অন্য আঁশের সাথে মিশ্রিত করে নিন্মমানের সুতার জন্য ব্যবহার করা যায়।

Developing (ভেলপিং)

A stage in dyeing or primary which leuce compounds, dyes, or dye intermediate are converted to the final, stable state or shade. ডাইং বা প্রিন্টিংয়ের একটি পর্যায়; যেখানে লিউকো উপাদান(দ্রবনীয়), রঞ্জক বা তার মধ্যেবর্তী কোন বন্ধ একটি পূর্ন স্থায়ী অবস্থা বা বর্নে রুপান্তরিত হয়।

Developed Dyes (ডেভলপড ডাইস)

যে রং একটি ডেভলপার এর দ্বারা গঠিত হয়। টেক্সটাইল বস্তুকে প্রথমে একটি দ্রবনে রংহীন একটি ডাই বেজ এর সাহায্যে রং করা হয় ।

Disposable garments (ডিসপোজেবল গার্মেন্টস)

যেসব পোশাক শুধুমাত্র একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় ঐসব পোশাককে ডিসপোজেবল গার্মেন্টস বলে।

Dimensional stability (ডায়মেনশনাল স্টেবিলিটি)

কাপড়ের বা পোশাকের আয়তন, সেপ অথবা সাইজ ধারণ করে রাখার গুণাগুণকে ডায়মেনশনাল স্টেবিলিটি বলে।

Divided Threadline Extrusion (ডিভাইডেড প্রেডলাইন এন্ট্রাশন)

Spinning of two separate threadlines from one spinneret. একটি স্পিনারেট থেকে দুটি ভিন্ন গ্রেডলাইনের এর স্পিনিং।

Dial

In a circular-knitting machine, circular steel plate with radially arranged slots for needles. A knitting machine equipped with both a dial and cylinder (q.v.)n can produce double-knit fabrics. বৃত্তাকার নিটিং মেশিনে ব্যবহৃত একটি বৃত্তাকার ইস্পাত প্লেট যাতে নিডলবা সুই রাখার জন্য খাঁজ কাটা থাকে।

Diagonal (45°c) flame tests (ডায়াগনাল ফ্রেম টেস্ট)

এই পদ্ধতিতে নমুনা দ্রব্যটি ৪৫ ডিগ্রি কোণে বসানো হয় এবং একটি অনুভূমিক ধারকে আটকানো হয় এবং সরাসরি আগুনের উপর একটি নির্দিষ্ট সময়ের জন্য ধরা হয় যাতে পুড়ে যাওয়ার হার এবং পোড়া অংশের ব্যাস পরিমাপ করা যায়।

Dielectric constant (ডায়লেট্রিক কনস্ট্যান্ট)

Measure of the ability of a dielectric material to store electrical potential energy under the influence of an electric field. বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে একটি ডাই ইলেক্ট্রিক্যাল বৈদ্যুতিক বিভব শক্তি সংরক্ষন করার ক্ষমতার পরিমাপকে বুঝায় ।

Diamine (ডায়মাইন)

A compound with two amino groups.hexamethylendiamine, or one of the intermediates in the manufacture of nylon 6.6 salt, is an example of this chemical type. একটি যৌগ যার দুটি এমিনো মূলক থাকে। নাইলন ৬.৬ এর একটি মধ্যবর্তী উপাদান হেক্সামিথাইল ডাই এমিন এক ধরনের মূলকের একটি উদাহরন।

Dielectrie Strength(ডায়লেট্রিক স্ট্রেনথ)

The average voltage gradient at which electrical failure or breakdown occurs. Expressed in volts per mil. গড় ভোল্টেজ গ্রাডিয়েন্ট যেখানে বৈদ্যুতিক বিচ্যুতি ঘটে। এটি ভোল্ট এ প্রকাশ করা হয়।

Dielectic breakdown voltage (ডায়লেট্রিক ব্রেক ডাওন ভোল্টেজ)

In an electrical insulating material, the voltage at which electrical breakdown occurs, i.e., the voltage’ at which current will flow and/or the material melts. একটি বৈদ্যুতিক অপরিবাহী পদার্থের ক্ষেত্রে যে ভোল্টেজে ইলেক্ট্রিক ব্রেক ডাউন অর্থাৎ যে ভোল্টেজে বিদ্যুৎ প্রবাহিত হয় অথবা পদার্থটি গলে যায়।

Differential Thermial Analysis (ডিফারেনসিয়াল থারমাল এনালাইসিস)

A method of determining the temperature at which thermal events occur in a material undergoing continuous heating. একটি বস্তুকে নিরবিচ্ছিন্ন তাপ দিলে যে তাপমাত্রায় তাপীয় ঘটনা সমূহ ঘটে তা নির্ণয় করার পদ্ধতি।

Dimensional Restorability (ডাইমোনসনাল রিস্টোরেবিলিটি)

The ability of fabric to be returned to its original dimension after laundering or dry cleaning, expressed in percent. কোন কাপড় ধোলাই বা ড্রাই ক্লিনিং করার পর কাপড়ের প্রকৃত ডাইমেশনে ফিরে যাবার বুঝায় যা শতকরায় প্রকাশ করা হয়।

Dimensional change (ডাইমোসনাল

A generic term for variation in length or width of a garment or fabric specimen subjected to specified conditions. The change dimension is usually expressed as a percentage of the initial dimension of the specimen. কোন নির্দিষ্ট অবস্থার অধীনে একটি পোষাক বা কাপড়ের দৈর্ঘ্য বা প্রস্থের বিচ্যুতির সাধারন নাম।

Diffusion (ডিশন)

A more or less gradual movement of molecules or iron s through a solution or fiber as result of the existence of a concentration gradient or repulsive or attractive forces. ঘনত্বের পার্থক্য, বিকর্ষন বা আকর্ষন বলের উপস্থিতির ফলে কোন দ্রবন বা তন্ত্র মধ্যে পরমাণু বা আয়ন এর কম বেশি চলাচলকে বুঝায়।

Dimity (ডিমিটি)

এক ধরনের পাতলা ও স্বচ্ছ কাপড় যা প্রায়শই কর্ড বা স্ট্রাইপ বুননের হয়ে থাকে। এটি এপ্রোন, হাতাবিহীন পোষাক এবং আরও অনেক ধরনের পোষাকে ব্যবহৃত হয়।

Dimensional stability (ডায়মেনসনাল স্টেবিলিটি)

The ability of textile material to maintain or return to its original geometric configuration. একটি টেক্সটাইল বস্তুর তার প্রকৃত জ্যামিতিক আকার ধরে রাখার বা তাতে ফিরে আসার ক্ষমতাকে বুঝায় ।

Dimensional restoration (ডায়মেনসনাল রিস্টোরেশান)

A return toward a former or original length or width dimension. পূর্বের বা প্রকৃত দৈর্ঘ্য বা প্রস্থ ফিরে আসা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *