twisting meaning in bengali

twisting meaning in bengali

Twisting meaning in Bengali Downtwisting (ডাওন টুইন্টিং)সুতার মধ্যে টুইস্ট দেয়ার একটি প্রক্রিয়া যেখানে উৎস প্যাকেজ থেকে সুতা নিচের দিকে ঘূর্নায়মান স্পিন্ডল এর দিক অতিক্রম করে, এক বা একাধিক যে প্যাকেজের সুতাকে পাকানো হবে তাকে প্রথম ক্রিল এ স্থাপন করে তার প্রান্তগুলোকে নিচের দিকে আলাদা আলাদা গাইড অতিক্রম করা হয়।

Downgrade (ডাওন গ্রেড)

In quality control, the lowering of the grade and/or value of a product due to the presence of defects. কোন ত্রুটির উপস্থিতির কারনে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন পন্যের মূল্য বা গুনাগুন নিম্নগামী হওয়া ।

Downtherm 

কেমিক্যাল কোম্পানী কর্তৃক প্রদত্ত তাপ পরিবহন মাধ্যমের ট্রেড মার্ক, গলিত পলিমার প্রক্রিয়ার লাইনের চারদিকে ডাউন থার্ম জ্যাকেড গুলো ব্যবহৃত হয়।

Double Faced (ডাবল ফেসড)

ওয়ার্প সুতা কাপড়ের উভয় পাশে একই অবস্থায় থাকা। Cloth with both ends similar and also both side could alaced as face side either way.

Doubled yarn

দুই বা ততোধিক সুতাকে একত্রে পাক দিয়ে যে সুতা হয় তা হল ডাবলড ইয়ার্ন।

Yams composed of two or more singles yarns which are twisted (folded) together.

Drafting :

ফিনিশার ড্রয়িং থেকে প্রাপ্ত ক্রিস্পড (Crimped) স্লাইভার ড্রাফটিং এর মাধ্যমে একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে সুতা প্রস্তুত করা হয়। ড্রাফট প্রদারে জন্য বিভিন্ন ধরনের ড্রাফটিং মাধ পদ্ধতি রয়েছে । ড্রাফট প্রদানের উপর ভিত্তি করে এদের বিভিন্ন নামকরণ করা হয়েছে।

Draft Ratio (ড্রাফট রেশিও)

The ratio between the weight or length of fiber fed into various machine and tat delivered from the machine in spun yarn manufacture.

স্পান সুতা উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন সরবরাহকৃত এবং উৎপাদিত তন্তুর ওজন বা দৈর্ঘ্যও অনুপাত। এটি স্টক এর ওজন কতটুকু পরিমান হ্রাস পেল তা নির্দেশ করে যা স্ট্যাপেল তন্তু থেকে সুতা উৎপাদনের একটি নিয়ামক।

Drape (ড্রেপ) :

কোন প্রান্ত হতে কাপড়কে ঝুলিয়ে ( Hung) দিলে কাপড়ের ঝুলন্ত প্রান্তের অবস্থান কিরূপ হবে ঐ গুণাগুণকে ড্রেপ বলে। কাপড়ের গঠন, আঁশের প্রকারভেদ ও কাপড়ের ফিনিশিং এর উপর কাপড়ের ড্রেপিং কোয়ালিটি নির্ভর করে।

Draft (ড্রাফট) দেহের অথবা পোশাকের মাপ অনুযায়ী একটি পোশাকের বিভিন্ন অংশ সমতল পৃষ্ঠে বা কাগজে খসড়া করাকে বা অংকন করাকে ড্রাফট বলে।

Drawing-in (ড্রইং ইন) : Drawing in or draftings সুতাকে হিল্ড আই-এর মধ্য দিয়ে ড্রইং হুক দ্বারা টেনে নিয়ে যাবার পদ্ধতিকে ড্রইং-ইন বলে। ড্রইং-ইন বা ড্রাফটিং The process of drawing (threading) the warp ends through the eyes of the Healds and the dents of the reed.

Down Draft Meter (ডাওন ড্রাফট মিটার)

A dry-spinning machine in which the airflow within the drying cabinet is in the same direction as the yarn path (downward). একধরনের ড্রাই স্পিনিং যন্ত্র যার প্রক্ষায়ন প্রকোষ্ঠ থেকে বায়ু প্রবাহ সুতার নিচের দিকের নামার সাথে একই পথে প্রবাহিত হয়।

Drawing

(f) The process of attenuating or increasing the length per unit weight of laps, slivers, slubbings, or rovings. লেপস, স্লাইভার, প্লাবিংস অথবা রোডিং এর প্রতি একক ওজনের দৈর্ঘ্য বাড়ানোর প্রক্রিয়া। তপ্ত বা শীতল অবস্থায় এর অবিচ্ছিন্ন ফিলামেন্ট সুতা বা টো কে টেনে বাড়ানোর প্রক্রিয়া যাতে এর ক্রিস্টাল লাইন কাঠামো অনুগুলো সজ্জিত হয়ে উন্নত টেনসিল বৈশিষ্ট প্রদর্শন করে।

Draw frame:

সুতা তৈরীর ধারাবাহিকতায় ব্রো-রুম এবং কার্ডিং এর পর ড্র-ফ্রেম এর অবস্থান। এই মেশিনের দুইটি গুরুত্বপূর্ণ কাজ (function) হল ডাবলিং (doubling) এবং ড্রাফটিং (drafting)। উল্লেখিত কাজের ফলশ্রুতিতে কার্ডেড স্লাইডারের মধ্যে অবস্থিত এলোমেলো, বাঁকা ও কোঁকড়ানো আঁশ সমূহ সোজা ও সমান্তরাল হয়; স্লাইভারে অবস্থিত মোটা ও চিকন অংশ কমে অধিক সুষম একটি স্লাইডার তৈরী হয়।

Draw Frame blends (ড্র ফ্রেম ব্রেন্ডস )

Blends of fibers made at the draw frame by feeding in ends of appropriate card sliver. This method is used when blend uniformity is not a critical factor. ড্র ফ্রেম এর ফিডিং এ বিভিন্ন ধরনের তন্ত্র ও কার্ড স্লাইভার দিয়ে ফাইবারের যে সংমিশ্রন করা হয়। মিশ্রনের সমসত্ত্বতা যদি খুব বেশী মাত্রায় নিয়ামক না হয় সে ক্ষেত্রে এই পদ্ধতিতে তন্তু মিশ্রন করা হয়।

Draw down (ড্র ডাউন) The amount by which manufactured filaments are stretched following extrusion..

কৃত্রিমভাবে তন্তু উৎপাদনের ক্ষেত্রে যে মাত্রায় এটিকে টানা হয়।

Draw back ( বেক)

একটি জড়িয়ে যাওয়া টানা সুতা। ওয়ার্নিং এর ক্ষেত্রে সুতা ছিড়ে গেলে তা ঠিক

Drape configurations. হলে সেটি পার্শ্ববর্তী সুতার সাথে জড়িে A term to describe the way a fabric to form graceful একটি কাপড়কে ঝুলিয়ে রাখলে তা যেভাবে পতিত হয় তা নির্দেশ করে।

Draw-sizing (ড্র সাইজিং)

A system linking drawwarping and sizing in a continuous process. অবিচ্ছিন্ন প্রক্রিয়ায় ড্র ওয়ার্নিং এবং সাইজিং এর সাথে সম্পর্কযুক্ত পদ্ধতি। একটি আদর্শ পদ্ধতি নিম্নোক্ত উপাদান দ্বারা গঠিত।

Draw Ratio (ড্র রেটিও)

The ratio of final to original length per unit weight of yarn, laps, slivers, slubbings, roings, etc., resulting from drawing. সুতা, লেপস, স্লাইভার, প্লাবিংস, রোভিং ইত্যাদির প্রতি একক ওজনের ড্রয়িং এর পরবর্তী এবং পূর্ববর্তী দৈর্ঘ্যের অনুপাতকে বুঝায়।

Drawing-in (fire) In weaving, the process of threading warp ends through the eyes of the healds and the dents of the reed. কাপড় বোনার সময় যে প্রক্রিয়ায় টানা সুতাকে হেন্ড এর ছিদ্র এবং রিড এর ডেন্ট দিতে অতিক্রম করানো হয়।

Draw Texturing (ড্র টেক্সারিং)

থার্মোপ্লাষ্টিক তন্তু উৎপাদনের ক্ষেত্রে যুগপৎ টানার একটি প্রক্রিয়া যাতে তার আনবিক সজ্জা বৃদ্ধি পায় এবং ক্রিম্প এর পরিমান বৃদ্ধি পায়।

Drawn tow (ড্রন টো)

A zero-twist bundle of continuous filaments that has been stretched to achieve molecular orientation. পাকবিহীন একগুচ্ছ অবিচ্ছিন্ন ফিলামেন্টকে টানা হয়।

Draw-warping ( ওয়াপিং)

এটি এমন একটি প্রক্রিয়া যেখানে প্রায় ফেড স্টক এ বহু সংখ্যক সুতা সচরাচর ৮০০- ২০০০ প্রাপ্ত একই যান্ত্রিক ও তাপীয় অবস্থায় সাজানো থাকে। এক্ষেত্রে পরিবর্তনশীল গতি রোলস এর সাহায্যে সুতাকে টেনে বৃদ্ধি করা হয় এবং পরে তা সরাসরি বীমে জড়ানো হয়।

Draw twisting (ইসি)

অবিচ্ছিন্ন ফিলামেন্টকে টেনে বৃদ্ধি করার একটি পদ্ধতি যাতে এর আনবিক ও ক্রিষ্টাল লাইন কাঠামো সুবিন্যস্ত হয়। এ ক্ষেত্রে একটি রিং ও ট্রাভেলার এর সাহায্যে ফিলামেন্ট সুতায় অতি অল্প পরিমানে পাক দেওয়া হয়।

Draw-winding (ড্র উইন্ডিং)

The operation of stretching continuous filament yarn to align order molecular and crystalline structure. অবিচ্ছিন্ন ফিলামেন্ট সুতাকে টানার একটি প্রক্রিয়া যাতে তার আনবিক ক্রম এবং ক্রিস্টাল লাইন কাঠামোগুলো সজ্জিত হয়।

Dressing (Warp)

ড্রেসিং হলো বুননের জন্য ওয়ার্ল্ড ইয়ার্নকে বীমে জড়ানো।

Drilling (ড্রিলিং) : পোশাকের কোন কোন অংশের মধ্যে নির্ধারিত স্থান বা বিন্দু চিহ্নিত করার জন্য বিশেষ করে পকেট লাগানোর সুবিধার্তে কাপড়ের যে অবস্থায় মেশিনের সাহায্যে কাপড়ের উপরের পরতা হতে নিচের পরতা পর্যন্ত ছিদ্র করে চিহ্নিত করাকে ড্রিলিং বলে।

Drill (ড্রিল)

A strong denim like material with a diagonal 2Xal weave running toward the selvage. Drill is often called khaki when it is dyed that color.

ডেনিম সদৃশ শক্ত এক ধরনের কাপড় যার বাম পাড় ২X১ কৌনিক বুনন থাকে। ড্রিলকে থাকি রং করা হলে এটিকে প্রায়শই থাকি নামে অবিহিত করা হয়।

Drop loop (ড্রপ লুপ)

ও ট্রাউজারের ওয়েস্ট ব্যান্ড এর উপরের প্রাপ্ত হতে কিছুটা নিচে (সাধারণত ১-২ সে.মি.) বেল্ট লুপ স্থান করার পদ্ধতিকে ড্রপ লুপ বলে। ড্রপ লুপ করা হলে ওয়েস্ট ব্যান্ড হতে উপরের দিকে বেল্ট উঠে যাওয়ার কোন সম্ভাবনা থাকে না।

Drop wires (ড্রপ ওয়ারস) A stop motion device utilizing metal wires suspended form warp or creeled yarns. When a yarn breaks, the wire drops, activation the switch that stops the machine. ধাতব তার ব্যবহার করে তৈরী একধরনের গতি রোধক ব্যবস্থা যার ফলে ওয়ার্ল্ড এবং ক্রিল এর সুতা সামনে এগিয়ে যাওয়া থেকে বিরত থাকে।

Drop Stitch (ড্রপড স্ট্রিচ) An open design made in knitting by removing some of the needles at set intervals. A defect in knit fabric. পূর্ব নির্ধারিত বিরতিতে কিছু নিডলকে সরিয়ে রেখে নিটিং এ উৎপাদিত একধরনের নকশা । নিট কাপড়ের এক ধরনের ত্রুটি।

Drop wire (pin) ড্রপ ওয়্যার হলো উইভিং মেশিনের একটি অংশ। যখন কোন সুতা ছিড়ে যায় তখন তা নির্দেশ করে । Dropped Stitches.

(ড্রপড স্ট্রিচেস) A defect in knit cloth characterized by recurrent cuts in one or more wales of a length of cloth. নিট কাপড়ের একটি ত্রুটি যেখানে এর দৈর্ঘ্য বরাবর এক বা একাধিক ওয়ালস ত্রুটি পৌনঃগুনিক কাটা দাগ থাকে।

Dry farming (ছাই ফরমিং) The production of fiber webs by methods that do not use water or other liquids, air laying, or carding.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *