Patch Pocket

Patch Pocket

Patch pocket (প্যাচ পকেট) পোশাকের পৃষ্ঠে (surface) এক টুকরা কাপড় সেলাই করে সংযুক্ত করে যে পকেট তৈরি করা হয় তাকে প্যাচ পকেট বলে। Pad stitching (প্যাড স্টিচিং): সাধারণত লেপেল বা কলারের মধ্যে পাশাপাশি একাধিক লাইনে সেলাই করে কাঙ্ক্ষিত আকৃতি (Shape) দেওয়ার প্রক্রিয়াকে প্যাড স্টিচিং বলে । Pad (প্যাড): দেহের কোন নির্দিষ্ট স্থানের আকৃতি অথবা ভাঁজ অনুযায়ী পোশাকের উক্ত স্থান বরাবর যে অতিরিক্ত মেটিরিয়েল পোশাকের কাপড়ের নিচের দিকে ব্যবহার করে পোশাকের উক্ত স্থান অথবা অংশকে সুন্দরভাবে তৈরি করা হয় তাকে প্যাড বলে। Pattern (প্যাটার্ন): পোশাকের কোন অংশের রেপলিকা, আকৃতি বা টেমপ্লেটকে (template) প্যাটার্ন বলে।

Packing

পোশাকের ভাঁজকে ঠিক রাখা। বিনষ্টের হাত হতে রক্ষা 1 রের সুবিধা এবং ক্রেতার নিকট আকর্ষনীয় করার জন্য কোন কভার বা আধারের মধ্যে রাখাকে পোশাক প্যাকিং বা মোডকীকরণ বলে। Package dyeing প্যাকেজ ডাইং হলো একসাথে অনেক কোনকে রং করা।

Pack life

(প্যাক লাইফ): যে সময় পর্যন্ত একটি pack assembly ব্যবহার করা হয় এমন একটি সময়কালকে প্যাক লাইফ বলে । Packages (প্যাকেজেস): সুতা উইন্ডিং এবং আনউইন্ডিং করার জন্য একটি প্রক্রিয়াকে বোঝায় উইন্ডিং করার সময় । Pack (প্যাক): পলিমার নির্গত হয় ফিল্টার ও স্পিনারেট এর সম্পূর্ণ যন্ত্রাংশের মধ্য দিয়ে তাকে প্যাক বলে । অবলম্বন ব্যবহার করা হয় যাকে প্যাকেজেস বলে।

Package build

(প্যাকেজ বিল্ড): এটি দ্বারা সুতার প্যাকেজের আকারের একটি Packaging 1 ফোল্ডিং করা শেষ করে প্রতিটি গার্মেন্টসকে সাইজ অনুযায়ী বা পিস অনুযায়ী কখনও কখনও ডজন অনুযায়ী ছোট প্যাকেট ও সবশেষে কার্টুনে সাজিয়ে রাখা হয়। প্রতিট কার্টুনের পৃষ্ঠে গার্মেন্টস এর স্পেসিফিকেশন লিখে রাখা হয়।

Pad-steam dyeing

(প্যাড-স্টিম ডাইং): A process of continuous dyeing in which the fabric in open width is padded with dyestuff. প্যাড-স্টিম ডাইং একটি অবিরাম রঞ্জন ক্রিয়া যার সাহায্যে ডাইং করা হয়। Padding (প্যাডিং): টেক্সটাইল সামগ্রীতে প্যাডের সাহায্যে তরল বা পেস্ট নোয় প্রক্রিয়াকে প্যাডিং বলে।

Parachute Fabric

(প্যারাসুট ফেব্রিক): প্যারাস্ট ফেব্রিক হলো তাঁতে বোনা হালকা কাপড়। Paralleling: (প্যারালালিং); আঁশকে সমান্তরাণ করা হয় এমন একটি প্রক্রিয়া ।

Pattern design : কাগজে ডিজাইনার কর্তৃক ডিজাইনের ছবি আকার পর উক্ত ডিজাইন থেকে নমুনা তৈরির উদ্দেশ্যে নমুনা প্যাটার্ন তৈরী করা হয়।

যা বিভিন্ন প্যাটার্ন আকারে কাগজে প্রতিফলিত করা হয় এবং বিভিন্ন অ্যালাউন্স ধরে মোটা কাগজ দ্বারা প্যাটার্ন শীট তৈরি করা হয়। সেলাইয়ের অংশ, ভাঁজ, বিশেষ ডিজাইন ইত্যাদি সহ যে প্যাটার্ন তৈরি করা হয় তাকে Working pattern বলে।

Production pattern

নমুনা পোশাক ও উহার মূল্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত হওয়ার পর প্রোডাকশন প্যাটার্ন তৈরি করা হয়। নমুনা পোশাক সাধারণতঃ ১টি সাইজের জন্য করা হয় কিন্তু, অধিক সংখ্যক উৎপাদনের জন্য বিভিন্ন সাইজের প্রোডাকশান প্যাটার্ন তৈরি করা হয়। প্রোডাকশন প্যাটার্ন নমুনা প্যাটার্নের সাহায্যে নিয়েই তৈরি করা হয়

Pattern Master

পোষাকের অংশ বিশেষ মাপকে স্থায়ীভাবে রাখার জন্য অংশের ঐ রূপ নক্শা করাকে প্যাটার্ন বলে। প্যাটার্ন ম্যান সব সময় বায়ারের দেওয়া মেজারমেন্ট অনুযায়ী প্রতিটি অংশ প্যাটার্ন করে বার বার প্যাটার্নগুলি মেজারমেন্ট সঠিক হয়েছে কি না যাচাই করে।

কাজের সুবিধার জন্য কত প্রকার প্যাটার্ন করা যায় তাহার সম্বন্ধে বিশেষ জ্ঞান থাকা দরকার। সব সময় নিখুঁতভাবে প্যাটার্ন করা উচিত।

Pattern Wheel (প্যাটার্ন হইল): In circular-knitting machine, a ‘slotted device for controlling individual needles. এটি হলো বৃত্তাকার নিটিং মেশিন-এর খাজ কাটা গোলাকার যন্ত্রাংশ। Pece (পিস): Post-chlorinated vinyl chloride polymer. পিস হলো এটি এক ধরনের পলিমার।

Performance Fabric

(পারফরমেন্স ফেব্রিক): Fabrics made for variety of end use application. যে সকল কাপড়ে বিশেষ কিছু গুণ বিদ্যমান থাকে তাকে পারফরমেন্স ফেব্রিক বলে। Perspiration resistant (পারস্পেরারেশন রেসিসটেন্ট): কাপড়ের র প্রতিরোধ করে এমন একটি প্রক্রিয়া যাকে পারস্পেয়ারেশন রেসিসটেন্ট বলে।

Permittivity

(পারমিটিভিটি): The state of quality of bein penetrable by gases. গ্যাসের মধ্য দিয়ে চলাচল করতে পারে এমন একটি গুণ যাকে পারমিটিভিটি বলে । PLEATING (প্লিটিং) প্রিটিং হলো ভাঁজের সাহায্যে পোশাককের অংশগুলোকে একত্রিত করা। pH: Value indicating the acidity or alkalinity of a material. কোন বস্তুর অম্লত্ব বা ক্ষারত্ব প্রকাশ করে যে মান ।

Permanent Finish

(পারমানেন্ট ফিনিশ): মেকানিক্যাল পদ্ধতিতে প্রয়োগ করছে বিভিন্ন গুণাগুণ কাপড়ে অর্জিত হয়। কাপড়ে প্রয়োগকৃত বিভিন্ন প্রকার ফিনিশিং প্রক্রিয় যাকে পারমানেন্ট ফিনিশ বলে। Phase-separation Spinning (ফেজ সিপারেশন স্পিনিং): Extrusion of এটি হলো স্পিনিং করার প্রক্রিয়া যা উচ্চ তাপমাত্রার পলিমার এবং সলভেন্ট কে নি polymer. জোন-এর মধ্য দিয়ে নিগর্মন করে।

Photochromism

(ফটোকরোমিজম): A qualitative designation for reversible change in color of any kind. specimen কে আলো থেেেক সরিয়ে নেওয়ার সাথে সাথে দেখা যায় এমন কেন specimen এর রংয়ের গুণগত পরিবর্তন হতে পারে hue অথবা chroni পরিবর্তন তাকে ফটোকরোনিজম বলে।

Phosphoric Acid

(ফসফরিক এসিড): An inorganic acid having the formula. Phosphorescence (ফসফরাস এন্স): উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যমান আলোর দ্যুতি থাকে ফসফরাস এন্স বলে। Phenyl (ফিনাইল): ফিনাইল এক ধরনের রাসায়নিক মূলক। Phthatic Acid (প্যাথেধিক এসিড): An organic acid. প্যাথেথিক এসিড এক প্রকার জৈব অম্ল।

Pick-and-pick-fabric (পিক-এন্ড-পিক-ফেব্রিক): A woven fabric in which the alternate picks are of different colors. alternate picks বিভিন্ন রংয়ের বা সুতার হয় যেসব woven কাপড়ে থাকে পিক- এন্ড-পিক-ফেব্রিক বলে । Picker (পিকার) : পিকারের কাজ হলো মাকুকে এক বক্স হতে অন্য বক্সে নিক্ষেপ করা।

Picking

(মাকুমারা) : ডিজাইন অনুযায়ী টানা সুতার সাহায্যে শেড তৈরী হওয়ার পর মাকু বা অন্য কিছুর সাহায্যে শেড এর মধ্য দিয়ে ওয়েফট ইয়ার্ন বা পড়েন সুতা ফিরে যাওয়ার পদ্ধতিকে মাকু মারা বা পিকিং বলে।

Pigment

(পিগমেন্ট) : পিগমেন্ট হলো এক প্রকার রঞ্জক পদার্থ যা দ্বারা কাপড় রং ও প্রিন্টিং করা হয়। Pinking (পিংকিং): কাপড়ের কর্তিত প্রান্ত হতে যাতে সহজে সুতা বের হয়ে যেতে না পারে সেজন্য কর্তিত প্রাপ্ত বরাবর কাপড় কেটে ছোট ছোট কোণা তৈরি করা হয় যাকে পিংকিং বলে। কাপড়ের কর্তিত প্রান্তের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেও এটি করা হয়ে থাকে।

Pitch

(পিচ): পোশাকের মধ্যে স্লিভ জোড়া লাগানো রসময় স্কাই লাইন বরাবর ভারসাম্য (Balance) চিহ্ন অনুযায়ী ভারসাম্য বজায় রেখে স্লিভ জোড়া লাগানোকে পিচ বলে।

Pile

(পাইল): কাপড় বুননের সময় কাপড়ের পৃষ্ঠে যে আঁশ আঁশ বিশিষ্ট করা হয় ঐ আঁশগুলোকে পাইল বলে। যেমন- ভেলবেট, টাওয়েল ইত্যাদি।

Piping (পাইপিং) : বায়াস (bias) ভাবে কাটা একটি কাপড়ের টুকরা যা পোশাকের কোন অংশের প্রান্তে ভাঁজ করে ফিলিংসহ অথবা ফিলিং ছাড়া জোড়া লাগানো হয়, তাকে পাইপিং বলে।

পোশাকের কোন প্রান্তের ভাঁজ করা চিকন অংশের ভিতর দিয়ে দড়ি বা ফিতা লাগানোর যে ব্যবস্থা করা হয় তাকেও পাইপিং বলে।

Pick

A single thread carried by one trip of the wef insertion device across the loom. পিক হলো একটি পড়েন সুতা বা ওয়েফঠ ই Picker sticks (পিকার স্টিকস): The two sticks that throw the shuttles from box to box at each end of the raceplate of the loom মাকুকে তাঁতের এক বক্স থেকে অন্য বক্সে পাঠায় দুটি লাঠি যাকে পিকার স্টিকস বলে।

Picker lap (পিকার ল্যাপ): পিকার যে lap উৎপন্ন করে তাকে পিকার ল্যাপ বলে। Piece dyeing (পিস ডাইং): যে রঙ করার প্রক্রিয়ায় টুকরো কাপড় রঙ করা হয় তাকে পিস ডাইং বলে ।

Piece (পিস): যেমন-৪০,৬০,২০০ গজ নির্দিষ্ট দৈর্ঘ্যের কাপড় তাকে পিস বলে। Pile wire (পাইল অয়ার): A metal rod which yarn is woven D generate a pile fabric. yarn woven হয়ে পাইল বা লুপ তৈরি হয় যে ধাতব দন্ডের উপর দিয়ে তাকে পাইল অয়ার বলে ।

Pilot

(পাইলট): A woolen cloth generally made in navy blue and used for seamen’s coat. এটি নাবিকদের পোশাক যেটি উল-এর তৈরি নেভী রঙের ।

Pilling

(পিলিং): আঁশগুলো কাপড়ের পৃষ্ঠে এসে বল আকৃতির পিল তৈরি করে কাপড়ের পৃষ্ঠে লেগে থাকে যে প্রবণতার কারণে তাকে পিলিং বলে । Pick Counter (পিক কাউন্টার): A mechanical device. পড়েন সুতা গণনা করা হয় মেকানিকেল যন্ত্রাংশ দ্বারা তাকে পিক কাউন্টার বলে।

Pick Count

(পিক কাউন্ট): পিক কাউন্ট তাকে বলে প্রতি ইঞ্চি/ সে.মি.-এ যে সংখ্যক পড়েন সুতা থাকে । Pitch (পিচ): মেঝে আবৃতকরনপাইল কাপড়-এর পড়েন বরাবর প্রতি ইঞ্চিতে গড়ে পাইল-এর সংখ্যাকে Pitch বুঝায়।

Picot

(পাইকট): A small loom oven on the edge of ribbon. ফিতার প্রান্তে তাকে এমন একটি ছোট loop তাকে পাইকট বলে । Pigmented yarn (পিগমেন্টেড ইয়ার্ন): A dull or colored yam spun from solution. Pigment ডাইস রং করা সুতা দ্বারা পিগমেন্টেড ইয়ার্ন বলে ।

Pile-weave

(পাইল উইভ): টানা, পড়েন ছাড়া আরও এক সেট সুতা ব্যবহার করেও লুপ বা পাইল সম্বলিত কাপড় বানানো হয় এমন একটি weaving প্রক্রিয়া ।

Pill

(পিল): fabric -এর উপরে আঁশের জমাটবাধা ছোট কুন্ডলী বিশেষকে পিল বলে। Pile : কাপড় বুননের সময় কাপড়ের পৃষ্ঠ যে আঁশ বিশিষ্ট পৃষ্ঠের সৃষ্টি করা হয় ঐ আঁশগুলিকে পাইল বলে, যেমন ভেলভেট টাওয়েল ইত্যাদি। Pleating): The process of making one or more desirable folds in a cloth by doubling the material over on itself.

যে পদ্ধতিতে একই কাপড়ের মধ্যে এক বা একাধিক ভাঁজ দেয়া হয় তাকে প্লিটিং বলে। Plied yarn (ইয়া): A yarn formed by twisting together two or more singles yarns in one operation. দুই বা ততোধিক একক সুতা পাকানোর মাধ্যমে এক সুতার আকার ধারন করে এমন এক ধরনের সুতা যাকে প্লাইড ইয়ার্ন বলে।

P.M

পি. এম অর্থ উৎপাদনকারী ব্যবস্থাপক। পোষাক তৈরী করবার জন্য সকল প্রকার জ্ঞান থাকতে হবে। মেশিন এবং মেশিনে যাবতীয় কাজ পোষাকের মান নিয়ন্ত্রণ করে রপ্তানীযোগ্য পণ্যে পরিণত করা।

কখন কোন জিনিসের প্রয়োজন এবং কি পরিমাণ উৎপাদন হয় তার চূড়ান্ত হিসাবে রাখা এমনকি প্রতিটি সেকশনের কাজ সম্বন্ধে সমস্ত জ্ঞান থাকা আবশ্যক। প্রত্যেকটি সেকশনের কর্মচারীর কাজের প্রতি সর্বদা নজর রাখা প্রয়োজন।

Production Manager হচ্ছেন গার্মেন্টসের সকল কাজের দক্ষ ব্যক্তি। বায়ারের নির্দেশ অনুযায়ী পোষাক তৈরী করা এবং ঐ স্টাইল এর কাজ কত দিন লাগবে।

এবং কত তারিখ Shipment দেওয়া যায় তার একটা অগ্রিম হিসাব সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। Pocket (patch) (পকেট -পাচ): A pocket attached to the outside of the garment. পকেট পাচ হলো গার্মেন্টের বাইরের দিকে বিদ্যমান পকেট। Post bed (পোস্ট বেড)।

সেলাই মেশিনের টেবিল পৃষ্ঠ হতে আরো কিছুটা উপরে একটি পোস্ট এর সহায়তায় নিডিল দ্বারা সেলাই করার সুবিধা সম্পন্ন ব্যবস্থাকে পোস্ট বেড বলে। এরূপ পোস্ট বেড প্রধানত জুতা তৈরির শিল্পে বেশি ব্যবহৃত হয়।

Pointed Drafting (পয়েন্টেড ড্রাফটিং): এই ধরনের ড্রাফটিং ডায়ামন্ড ডিজাইন এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। Power loom (পাওয়ার লুম): যে সমস্ত তাত বিদ্যুতের সাহায্যে চালনা করা হয় সেই সমস্ত তাঁতকে পাওয়ার লুম বলে।

Polyester

(পলিয়েস্টার)। পলিয়েটার একটি কৃত্রিম ফাইবার। এটি একটি পলিমারিক এটার ফাইবার। Population (পপুলেশন) : যে সমস্ত পণ্যের পরীক্ষা করে তার গুণাবলী নির্ণয় করতে হয়, সে পণ্যের সম্পূর্ণ পরিমাণকে পপুলেশন বা ইউনিভার্স বলে। Point (পয়েন্ট) : নিডিলের ছিদ্র হতে নিডিলের টিপ পর্যন্ত অংশকে পয়েন্ট বলে। কাপড়ের ক্ষতি রোধ করার জন্য এ পয়েন্ট কাজ করে।

A Pocket facing (পকেট ফেসিং): A piece of shell material super imposed on the top of the pocket material at its opening to conceal the lining. এক টুকরো মূল এটি পকেটের উপর বিদ্যমান যাকে পকেট ফেসিং বলে। Pocket (sewing) (পকেট -সিউইং): অন্য একটি পকেটে লাগানো থাকে যা পকেট ছোট তাকে পকেট সিউইং বলে।

Pocket (stitched / topstitched): (পকেট -স্টিচড টপস্টিচড ) : The same as stitch and turn pocket, except with an added row of stitching along the folded edges.. এই সেলাই করা হয় এক ধরনের পকেটের ভাঁজ করা প্রান্তে তাকে পকেট- স্টিচড/টপস্টিচড বলে । Pocket (stitch & turn) (পকেট -স্টিচ এন্ড টার্ন): দুই টুকরা কাপড় জোড়া লাগিয়ে বানানো হয় যে পকেট তাকে পকেট-স্টিচ এন্ড টান বলে

Poor cover

(পুস্তর কভার): A faulty fabric. পুওর কভার ত্রুটিপূর্ণ কাপড় । Poplin (পানি): A fabric made using a rib variation of the pla পপলিন হলো পাতার শিরার মত রেখা বিদ্যমান প্লেইন ওভেন কাপড়কে বুঝায়। weave. Porosity (পরোসিটি): পরোসিটি হলো কোন পদার্থের পূর্ণ আয়তনের সাপেক্ষে বিদ্যমান ফাঁকা আয়তন।

Post spinning

(পোস্ট স্পিনিং): A method formerly used for making viscose rayon. এক ধরনের পদ্ধতি viscose rayon তৈরির জন্য।

Post-care (পোস্ট কেয়ার): A type of durable press finish in which the finish is applied to the fabric by the mill. উচ্চ তাপ দ্বারা করা হয় এমন এক ধরনের টেকসই ফিনিশিং ।

Patch Pocket

Potash

(পটাশ); A common name for potassium. পটাশ হলো পটাসিয়াম। Powder-bonded Nonwoven (পাউডার-বন্ডেড manufactured product in which a carded web is produced treated with a thermoplastic powder. পাউডার-বন্ডেড ননওভেন হলো এক ধরনের পণ্য যা তৈরি করা হয় carded wed এবং thermo plastic powder এক ধরনের দ্বারা।

Pocket (serged) (পকেট সার্জন): A pocket formed by joining te pieces of fabric. দুই টুকরা কাপড় জোড়া লাগিয়ে বানানো হয় এবং প্রান্তদ্বয় নিরাপদভাবে সেলাই জোড়া লাগানো হয় যে পকেটে তাকে পকেট – সার্জড বলে ।

Polybenzinmidazole fiber

(পলিবেনজিনমিডাজল পলিবেনজিনমিডাজল ফাইবার এক ধরনের শিল্পজাত স্তম্ভ। ফাইবার): Polyarylate (পলিআরাইলেট): High-temperature resistant aromatic polyesters from bisphenols. পলিআরাইলেট হলো উচ্চ তাপ প্রতিরোধক এরোমেটিক পলিস্টার।

Polyamide

(পলিআমাইড): A synthetic polymer. পলিআমাইড হলো এক ধরনের সংশ্লেষণ দ্বারা উৎপন্ন পলিমার। Polyehlal Fiber (পলিহলাল ফাইবার): Amanufactured, bicomponent fiber of polyvinyl chloride.. পলিহলাল ফাইবার হলো এক ধরনের দ্বৈত উপাদান বিশিষ্ট আঁশ।

Polyester fiber

পলিয়েস্টার এক প্রকার উৎপাদিত ফাইবার যার ফাইবার তৈরির উপাদানগুলো হল রং চেইন সিনথেটিক পলিমার (Long Chain Synthetic Polymer) এবং এটি কমপক্ষে ৮৫% সাবস্টিটিউটেড অ্যারোমেটিক কার্বক্সিলিক এসিডের সমন্বয়ে গঠিত।

আমেরিকার ফেডারেল ট্রেড কমিশন কর্তৃক এ ফাইবারের সংজ্ঞা হল- পলিয়েস্টার ফাইবার রাসায়নিকভাবে গঠিত কমপক্ষে শতকরা ৮৫ ভাগ এ্যারোমেটিক কার্বক্সিলিক এসিডের এস্টার থেকে

(Polyester fibres are chemically composed of at least 85 percent by weight of an ester of a substituted aromatic carboxylic acid, including but not restricted to substituted terephthalate units and para substituted hydroxybenzoate units)।

এ ধরনের ফাইবার উৎপাদনের মূল উপাদান হচ্ছে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন বা পলিমারাইজেশনের মাধ্যমে ফাইবার তৈরি হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *