Nano technology Nap

Nano technology Nap

Nap (ন্যাপ)  কাপড়ের উপরিভাগে বা পৃষ্ঠে আশ আশ বিশিষ্ট বিশেষ এক ধরনের কাপড় যাকে ন্যাপ বলে। Nano Technology (ন্যানো টেকনোলজি): Complex technology that involves nano-size materials. ন্যানো টেকনোলজি হলো ন্যানো আকৃতির পদার্থ দিয়ে তৈরি । Nano-fiber (ন্যানো ফাইবার): ১ মিটারের ১ বিলিয়ন ভাগের এক ভাগকে ন্যানো ফাইবার বলে । Nainsook (ন্যাইনসুক): A fine, lightweight cotton. ন্যাইনসুক হলো এক ধরনের হালকা বুননে তৈরি কাপড়। Napping (ন্যাপিং): A finishing process. ন্যাপিং হলো যে প্রক্রিয়ায় কাপড়ের পৃষ্ঠকে লোমশ করা হয়। Naphthalene (ন্যাপথালিন): A solid aromatic hydrocarbon derived from coal tar. ন্যাপথালিন হলো কয়লা থেকে প্রাপ্ত কঠিন এরোমেটিক হাইড্রোকার্বণ।

Natural fiber

(ন্যাচারাল ফাইবার): A class name for various genera of fibers of animal, mineral etc. ন্যাচারাল ফাইবার হলো এক ধরনের প্রাকৃতিক আঁশ।

Narrow fabric

(ন্যারো ফেব্রিক): Any no elastic woven fabric. ন্যারো ফেব্রিক হলো এক ধরনের অস্থিতিস্থাপক কাপড়।। Neatening (নিটেনিং) ঃ কাপড়ের কর্তিত প্রাপ্ত হতে যাতে কাপড়ের সুতা বের হয়ে না আসতে পারে তার জন্য কর্তিত প্রাপ্ত বরাবর যে ব্যস্থা নেওয়া হয় তাকেই নিটেনিং বলে।

Needle gauge

(নিডিল গেজ): যে সেলাই মেশিনে একাধিক নিডিল ব্যবহার করা হয় ঐরূপ মেশিনের মধ্যস্থ নিডিলসমূহের পাশাপাশি দূরত্বকে নিভিল গেজ বলে।

Needle slot (নিডল স্লট): A groove. নিডলগুলো বসানো থাকে যে খাজের ভেতরে তাকে নিডল স্লট বলে। Needle Feed (নিভিল)। নিডিল ফিডের কারনে নিডিল নিজেই সম্মুখে ও পিছন দিকে গতিপ্রাপ্ত হয়।

Needle punching

(নিডল পানচিং): নিডল লুমের সাহায্যে খোরা ফাইবারের গাঁটকে পাঞ্চিং করে কাপড় তৈরি করা হয় এবং এটি একটি ননওভেন কাপড় তৈরির Needle loop : লুপের উপরের চাপ বা বক্র অংশ ‘e’ এবং দু’পাশে এর মোট যোগফলকে নিজের লুপ বলে।

Necking

The sudden reduction in the diameter of an undrawn manufactured filament when it is stretched. নেকিং হলো ওয়ার্প বা টানার ফলে কোন কাপড়ের প্রস্থ কমে যাওয়া

Nep (নেপ): যখন অনেকগুলো ফাইবার একসাথে জড়িয়ে গিট তৈরি করে তখন তাকে

নেপ বলে।

Net rate (নেট রেট): In a fiber production process the total

throughput less waste.

খারাপ পদার্থ মোট পদার্থ থেকে বাদ দিলে যা থাকে ফাইবার উৎপাদনের সময় তাকে নেট রেট বলে । Needle loop (নিড লুপ): A loop of yarn drawn through a loop

made previously. নিডল লুপ হলো পূর্বের লুপ থেকে আসা সুতা দিয়ে তৈরি নিডল দ্বারা তৈরি একটি লুপ ।

Needle bed (run ): Flat metal plate.

যে ধাতব প্লেটে নির্দিষ্ট দূরত্বে নিডিল বসানো থাকে তাকে নিডল বেছ বলে ।

Needle (নিডল): A thin metal device. নিডল এর বাংলা অর্থ হলো সূঁচ।

Nutrient (নিউট্রিয়েন্ট): Any substance assimilated.

এটি ব্যবহৃত হয় পুষ্টিকর পদার্থ যা অনুজীবের ক্রমবিকাশ এবং জীবন ধারণের জন্য । Nun’s veilling (মানস্ ডিলিং): A soft, plain fabric.

সাদা-কালো রং হিসেবে পাওয়া যায় এক ধরনের নরম, হালকা, প্লেইন কাপড় তাকে নানস্ ভিলিং বলে ।

Nylon fiber (মাইবন ফাইবার): A manufactured fiber containing

synthetic polyanaide…

নাইলন এক প্রকার প্রস্তুতকৃত (Manufactured) ফাইবার যেখানে আঁশ তৈরির দ্রব্যসমূহ লং চেইন সিনথেটিক পলিঅ্যামাইড (Polyamide) যাতে কমপক্ষে ৮৫% অ্যামাইড লিংকেজ সরাসরি দুটি অ্যারোমেটিক রিং (Aromatic Ring) এর সাথে।সংযুক্ত থাকে। নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন নামক উপাদান রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে একটি যৌগ তৈরি করে এবং যা লং চেইন মালকূল করে রাসায়নিকভাবে পলিঅ্যামাইড নামে পরিচিত এবং শেষে এটি ফাইবার তৈরি করে। কেমিক্যালস সিনথেসিসের ওপর নির্ভর করে বিভিন্ন নামে নাইল ফাইবার পাওয়া যেমন- নাইলন ৪, নাইলন ৬, নাইলন ৬.৬, নাইলন ৬.১০ নাইলন ৬.১২, নাইলন ১০, নাইলন ১১ ইত্যাদি।

Nytril fiber

(নাইট্রিল ফাইবার): A manufactured fiber containing at least 85 percent by weight of a long chain polymer of vinylidene dinitrile. লম্বা শিকল এবং লম্বা চেইন পলিমারের তৈরি manufactured fiber কমপক্ষে ১৫ ভাগ vinylidene dinitrile থাকে তাকে নাইট্রিল ফাইবার বলে। Net (): An open fabric made by knotting the intersections of thread. জালের মত কাপড় তৈরি।

Netting

The process of knotting threads into meshes that will not ravel. যে প্রক্রিয়ার সুতাগুরো খুলে না যায় এবং যাতে সুতাগুলো নিটিং এর মাধ্যমে মেশ-এ পরিণত করা হয় তাকে নেটিং বলে ।

Neuron – absorbing fiber (নিউরন-এবসরবিং ফাইবার): Polyethylene fiber. এটি হলো কেন দ্বারা পরিবর্তিত পরিইথিলিন ফাইবার যা পারমানবিক ইচ নিউট্রনের সঞ্চারণ কমানোর জন্য ব্যবহার করা হয় ।

Ninon (নাইনন): A lightweight fabric of silk. এটি হলো এক ধরনের মেম কাপড় যা কৃত্রিম ফাইবার দিয়ে তেরি । Nip creases (নিপ ক্রিয়েসেস): Creases occurring at regular intervals along a fabric. প্যাডিং-এর সময় কাপড়ে যে ভাঁজ পড়ে তাকে নিপ ক্রিয়েসেস বলে । Nip (নিপ): নিপ হলো সুতার এক ধরনের ত্রুটি যা সুতার মধ্যে বিদ্যমান থাকে।

Nonfibrous content

(ননফাইবারাস কনটেন্ট): Products- tarches, yarn etc. ননফাইবারাস কনটেন্ট হলো বিভিন্নধরনের দ্রব্য পোশাকে প্রয়োগ করা। Notch (নচ): পোশাকের জন্য কর্তিত অংশসমূহের প্রান্ত বরাবর কোন কোন অংশে ছোট খাজ কাটা হয় যা অংশসমূহকে জোড়া লাগানোর জন্য নির্দেশক (Guide) হিসেবে কাজ করে, এরূপ খাঁজ কাটা অংশকে নচ বলে।

Non- cellulosic polymers fibres

এ ফাইবারসমূহ সিনথেসাইজড করে (Synthesized) বা বিভিন্ন ধরনের উপাদানসমূহ থেকে একটি বৃহৎ অনুতে পরিণত করা হয় যাকে লিনিয়ার পলিমার (Lenear Polymers) বলা হয়।

ফাইবারের মধ্যে এ ধরনের অণুগুলো সমান্তরালভাবে অথবা সারিতে সাজানো থাকে। আঁশের অণুগুলোর এ ধরনের সজ্জিতকরণকে (arrangement of molecules) মলিকুলার ওরিয়েন্টেশন (Molecular Orientation) বলা হয়।

এ ধরনের আঁশের গুণাবলি নির্ভর করে ব্যবহৃত পদার্থের উপাদান এবং মালিকুলার ওরিয়েন্টেশনের (Molecular Orientation) ওপর ।

বিভিন্ন প্রকার কৃত্রিম লং চেইন পলিমার (District varieties of synthetic long-chain polymers) পাওয়া যায়।

যেমন-

  • নাইলন (Nylon),
  • অ্যারামাইড (Aramid),
  • পলিয়েস্টার (Polyester),
  • এক্রাইলিক (Acrylic ),
  • মোড অ্যাক্রাইলিক (Mod acrylic ),
  • স্পানডেক্স (Spandex),
  • অলিফিন (Olefin),
  • স্যারন (Saran),
  • ভিনিয়ন (Vinyon),
  • নোভেলয়েড (Noveloid),
  • পলিকার্বনেট (Polycarbonate),
  • পলিবেনজামাইডাজল (Polybenzimidazole)
  • এলজিনেট (Alginate),
  • ক্লোরোকার্বন (Fluorocarbon),
  • মাট্রিক্স ফাইবার (Matrix Fibre),
  • গ্রাফট ফাইবার (Graft Fibre),
  • প্রোটিন ফাইবার (Protein Fibre),
  • রাবার ফাইবার (Rubber Fibre),
  • মেটালিক ফাইবার (Metallic Fibres ),
  • মিনারেল ফাইবার (Mineral Fibre),
  • গ্লাস ফাইবার (Glass Fibre),
  • সিরামিক ফাইবার (Ceramic Fibre),
  • গ্রাফাইট ফাইবার (Graphite Fibre)
  • ইতাি Non elastic oven type

(নন ইলাসটিক ওভেন টাইপ): A woven narrow fabric. নন ইলাসটিক ওভেন টাইপ এক ধরনের কাপড় যা প্রাকৃতিক বা কৃত্রিম ফাইবার দিয়ে তৈরি । Noil (নয়ে): A short fiber। কম্বিং প্রক্রিয়ায় সুতা তৈরির সময় যেসব ছোট ছোট ফাইবার আঁচড়ানোর মাধ্যমে ফেলে দেয়া হয় তাকে নয়েল বলে ।

Novoloid fiber

(নকলয়েড ফাইবার): A manufactured fiber. নভলয়েড ফাইবার হলো এক ধরনের কৃত্রিম আঁশ। Novelty yarn (নভেলটি ইয়ার্ন): A yarn produced for a special effect. নভেলটি ইয়ান হলো এ ধরনের বিশেষ গুণসম্পন্ন সুতা যা কাপড়ের মধ্যে ব্যবহার করা হয়।

Nucleation

নিউক্লিয়েশন): A process by which crystals are formed. নিউক্লিয়েশন একটি প্রক্রিয়া যার সাহায্যে ক্রিস্টাল তৈরি করা হয়।

Nub yarn

(নব ইয়ার্ন): A novelty yarn containing slubs, beads. ইচ্ছাকৃতভাবে প্লাব, বিড অথবা ফোলা যুক্ত করা হয় এক ধরনের নভেলটি ইয়ার্ন । N.S.A. (এন.এস.এ): No Seam Allowance যার অর্থ “কোন ছিম এলাইল নাই।” লিংকেজ (-CO-NH-) সরাসরি ২টি অ্যারোমেটিক রিং দ্বারা সংযোগ করা থাকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *