Interfacial polymerization

Interfacial polymerization

Interfacial polymerization (ইন্টারফেসিয়াল পলিমারাইজেশন) দুইটা মনোমারকে দুইটা ভিন্ন সলভেল্টে দ্রবীভূত করে তাদের বিক্রিয়া উভয় তরলের সাধারন প্রষ্ঠ স্তরে হলে তাকে ইন্টারফেসিয়াল পলিমারাইজেশন বলে। Intarsia (ইন্টারসিয়া) Weft knitted plain, rib or purl fabrics containing design in two or more colors (texture) within the same coarse in which each are of color is knitted from a separate yarn. প্রত্যেকটি সুতা আলাদা ববিনে বা বাল ফরম এ প্যাচানো থাকে। পড়েন বুননে তৈরি প্লেইন, রিব বা পার্ল কাপড় যার একটি কোর্স দুই বা দুইয়ের অধিক রঙিন সুতার সুপ তৈরি করে।

Intensity

(ইনটেনসিটি) The amount of energy per unit (space, charge, time) the brilliance of a color. The brightness of light. তীব্রতা, আলোর তীব্রতা, গাঢ়তা।

International grew scale

(ইন্টারন্যাশনাল হিও স্কেল) A scale distributed through AATCC that is used as a comparison standard to rate degrees of fanding form 5 (negligible or no change) to 1 (severe excellent and I is poor এক ধরনের স্কেল যার মাধ্যমে রঙিন কাপড় কতটুকু বিবর্ন হলো বা কতটুকু রংয়ের ছোপ অন্য কাপড়ে লাগলো, তা চিহ্নিত স্কেলের মাধ্যমে পরিমাপ করে।

Aternal dye variability

The change from point to point in dye uniformity across thread diameter work along the length of the individual filaments, Affects appearance of the dyed product and is function of fiber, dye,, dyeing process. হাঁশ, রঞ্জক পদার্থ, রঞ্জক প্রক্রিয়া, ডাই বাথ ইত্যাদি যেকোন কারনে আঁশের প্রস্থ ও দৈর্ঘ্য বরাবর রং ধারনের তারতম্যকে বলা হয় ।

Termittent pattern

(ইন্টারমিটেড প্যাটার্ন) A pattern occurring in interrupted sequence অনির্দিষ্ট ধারাবাহিকতায় প্যাটার্ন তৈরী করা। Intermingling (ইন্টারমিগলিং) উচ্চ গতি সম্পন্ন বাতাসের মাধ্যমে বিরতিহীনভাবে উৎপন্ন ফিলামেন্ট সুতাকে লুপ তৈরী না করে জড়ানোর প্রক্রিয়া

Interlock double knitted fabric

(ইন্টারলক ডাবল নিটেড ফেব্রিক) A knitted fabric in which loops are locked to each other and its face are identical. This type of fabric has a bulky and soft handle and is used for asking men’s and women’s T shirts and also for producing furnishings. ইন্টারলক ডাবল নিটেড ফেব্রিক এই ধরনের কাপড়গুলোর উপর নিচ উভয় তলে দেখতে একই রকম এবং ইহা সাধারনত পুরু এবং মোলায়েম হয়।

lonomer

(আইওমার) A polymer having covalent bonds between the constituents of the long chain molecules and ionic bonds between the chains. যার লম্বা শিকলের উপাদানগুলোর মধ্যে সমযোজী বন্ধন এবং শিকলের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান এক প্রকারের পলিমার ।

Iron System

কোয়ালিটি ইন্সপেকশন এরপর পোশাক আয়রনম্যানের (যারা ইস্ত্রি করে) নিকট চলে যায়। আয়রনম্যানরা দক্ষতা ও উৎপাদন ক্ষমতা অনুযায়ী ভাগাভাগি করে আয়রন শুরু করে। আয়রনম্যান যদি দক্ষ না হয় তাহলে পোশাক ভালভাবে আয়রন হবে না।

পোশাক ভাল আয়রন না হলে পোশাক ভাল ফন্ডিং হবে না এবং সুন্দর দেখাবে না। আয়রন এবং ফল্ডিং ভাল না হলে বায়ার পছন্দ করবে না, সুতরাং আয়রনম্যানকে অবশ্যই দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে।

একজন দক্ষ এবং অভিজ্ঞ আয়রনম্যান কোয়ালিটি নিয়ন্ত্রন করে এক ঘন্টায় সর্বোচ্চ ৩৫-৪০টি শার্ট আয়রন করতে পারে। ঘন্টায় ৪০ এর উপর আয়রন করতে কোয়ালিটি ভাল হবে না, আবার ৩০টির কম আয়রন করলে বুঝতে হবে আয়রনম্যান অদক্ষ

Irradiance

(ইরাডিয়ান্স) Radiant power per unit area as a function of wavelength expressed as watts per square meter, W/m2. কোন নির্দিষ্ট ক্ষেত্রফলে কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যর ব্যাপ্তি ক্ষমতা যা ওয়াট মিটারে প্রকাশ করা হয়।

Isotropic

(আইসোট্রপিক ) Having the same physical properties in every direction in the plane of a fabric. It is related to the random distribution of fibers in nonwoven manufacture. সাধারনত ননওয়েভন সকল দিকে একই ভৌত, ব্যবহারিক ধর্ম প্রদর্শন করে।কাপড়ে সকল দিকে একই ধরনের সমমানের ব্যবহারিক ধর্ম ।

Isotherm

(আইসোথার্ম) কোন প্রক্রিয়ায় যদি প্রতিটি ধাপে তাপমাত্রা স্থির থাকে, তাকে আইসোথার্ম বলে ।

Isotactic Polymer

(আইসোটেকটিক পলিমার) A polymer structure in which there is a regular spatial or stereo relationship from one repeat unit to the next. পলিমারে যখন প্রতিটি সমদূরত্বে অবস্থিত মনোমারগুলোর ইউনিটের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক থাকে তখন তাকে আইসোটেকটিক পলিমার বলে।

Island in the sea

(আইল্যান্ড ইন সি সি) দুই বা ততোধিক পলিমার সম্পন্ন ফিলামেন্ট যেখানে ফিলামেন্ট গঠন কারী তন্তুগুলো বিভিন্ন তলে অবস্থান করে। এই তন্তুগুলোকে দ্বীপ এবং পুরো কাঠামোকে সমুদ্র হিসাবে তৈরীতে ব্যবহৃত করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *