Hollow fiber

Hollow fiber

Hollow fiber হলো ফাইবার Manufactured fiber made with a hollow center. ফাঁপা আঁশ। আশের কেন্দ্রে শূণ্যস্থান থাকলে তাকে হলো ফাইবার বলে। Holland finish (হোলেন্ড ফিনিস) এক ধরনের তৈল বা স্থান পূর্নকারী পদার্থের ফিনিশিং য বস্তুকে স্বচ্ছ বা অস্বচ্ছ করে এবং যা বস্তুকে আলো অভেদ্য-অর্থভেদ্য করে। Holes (tow) (হোলস) In tow opening processes, partial or complete filament breakage within a confined spread of tow, usually circular or oval in shape. সিনথেটিক আঁশের ক্ষেত্রে টো খেলার সময় ফিলামেন্টের ভাঙন হয়ে টো এর মধ্যে গর্তের মতো মনে হয় যা গোলাকার বা ডিম্বাকার আকৃতির হয়ে থাকে। একে টো হোল বলা হয়।

Home spun

উল থেকে হাতে তৈরী করা সুতা যা দিয়ে হতে ২* ২ টুইল কাপড় তৈরী হয় যেখানে নরম পশমী কাপড়ের অনুভূতি থাকে।

Honan

(হোলান) A pongee-type fabric of the very best Chinese wild silk. Honan is sometimes woven with blue edges. চীনের বন্য রেশম হতে তৈরী হাতে বুনা কাপড়।

Hot pressing

A process for smoothing and possibly shaping textile products by applying mechanical pressure with heat, either dry or in the presence of moisture. যান্ত্রিক উপায়ে উচ্চ তাপ ও চাপের মাধ্যমে আর্দ্রতার উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে পোশাককে নির্দিষ্ট আকৃতি দিয়ে মসৃন করার প্রক্রিয়াকে হট প্রেসিং বলা হয়।

Hot melt adhesive

A pressing machine capable of generating high temperatures and pressures. Used for pressing and processing permanent-press fabrics. কঠিন পদার্থ যা তাপে গলে যায় ও আঠা জাতীয় বস্তুর মত কাজ করে কিন্তু ঠান্ডা হয়ে যন্ত্রকে শত্রু বন্ধনের সৃষ্টি করে তাকে হট মেল্ট এডসিড বলা হয়।

Hot head press

A pressing machine capable of generating high temperatures and pressures. Used for pressing permanent press fabrics. প্রেসিং মেশিনে উচ্চ তাপ ও চাপ দেওয়ার ক্ষমতাকে হট হেড প্রেসিং বলা হয় এর মধ্যে কাপড়ের স্থায়ী ইস্ত্রি করা হয়।

Hot air shrinkage

Generally, the reduction in the dimensions of a fabric, yarn, or fiber induced by exposure to dry heat. Specifically, a fundamental property of fibers. সাধারনভাবে শুষ্ক তাপ দিয়ে কাপড় বা সুতাকে বা তন্তুর আকৃতিকে সংকুচিত করার প্রক্রিয়াকে হট এয়ার ফ্রিঙ্কেজ বলে।

Hopsacking

A modification of plain weave in which two or more ends and picks weave as one. A coarse, open, basket-weave fabric that gets its name from the plain-weave fabric of jute or hemp used for sacking in which hops are gathered. একধরনের কাপড়ের টানা ও পড়েন সুতা গুলো বান্ডেল আকারে পরস্পর বিজড়িত থাকে ফলে বুনন পুরো ও ঢিলা হয় । ইহা সমতল বুননে তৈরী।

Hook reed

হোক রিড কটন সুতাকে মাড় দেবার সময় ব্যবহৃত একধরনের রিড যার প্রত্যেকটিতে হুক থাকে। এই হুকগুলো রিড একই দিকে আটকানো থাকে এবং এগুলো একই ওজনের হয়ে থাকে।

Humidity

বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকেই আর্দ্রতা বা হিউমিডিটি বলে।

Hue

যখন কোন বর্ণকে অন্যকোন বর্ণের অল্প পরিমানের সাথে মিশানো হয় তখন সৃষ্ট বর্ণকে প্রথম বর্ণের হিউ বলে। এই সংজ্ঞানুযায়ী খাটি লাল বর্ণের সাথে অল্প পরিমান কমলা মিশিয়ে আমরা লালের কমলা হিউ বর্ণ সৃষ্টি করতে পারি।

The first element in the color-order system, defined as the attribute by which we distinguish red from green, blue from yellow, etc.

Munsell defined five principal hues (ród, yellow, green, blue, and purple) and five intermediate hues (yellow red, green-yellow, blue-green, purple-blue, and red-purple.

These 10 hues (represented by their corresponding initials R, YR, Y, GY, G, BG, B, PB, P, and RP) are equally spaced around a circle divided into 100 equal visual steps, with the zero point located at the beginning of the red sector.

Adjacent colors in this circle may be mixed to obtain continuous variation from one hue to another. Colors defined around the hue circle are known as chromatic colors.

The attribute of color using which a color is perceived to be red, yellow, green, blue, purple, etc. White, black and gray possess no hue.

Hucka back

A heavy, serviceable toweling made with slackly twisted filling yarns to aid absorption. The cloth has a honeycomb effect. হানি কম্ব এর মত ডিজাইন যেখানে ঢিলাভাবে পাকানো পড়েন সুতা দিয়ে পুরু করে নকশা তৈরী করা হয় এবং কাপড়ের শোষন ক্ষমতা বাড়ানো হয়।

Hounds tooth check

A variation on the twill weave construction in which a broken check effect is produced by a variation in the pattern of interlacing yarns, utilizing at least two different colored yarns.

কমপক্ষে দুইটি পরস্পর বিজড়িত ভিন্ন রংয়ের সুতা দ্বারা টুইল গঠনে বিভিন্নতা ঘটিয়ে ভাঙ্গা চেক ইফেক্ট আনা হয়।

Hunka

শুকনা মূল এবং শক্ত বাকল মুক্ত না করলে এ রকম ত্রুটিপূর্ন আঁশ হয়। ত্রুটিপূর্ণ অংশ অবশ্যই কেটে নিতে হবে এবং নিম্নমানের সুতার জন্য ব্যবহার করা যায়।

Hydroxtractor

After dyeing and before drying by using centrifugal force excess water is removed in hydro extractor or centrifuge. It is a batch process which works on centrifuge principle. After hydro extraction the water content of fabric is reduced to 50 to 60 percent.

কাপড় রঞ্জনের পরে ও শুকানোর আগে অতিরিক্ত পানি কেন্দ্রাতিক বলের মাধ্যমে যে যন্ত্র থেকে পানি অপসারন করা হয় তাকে হাইড্রোক্সট্রাক্টর বা পানি অপসারক বলে।

Hydro entangling

Process for forming a nonwoven fabric by mechanically wrapping and knotting fibers in a web through the use of high- velocity jets or curtains of water. পানির জেট দিয়ে আঁশের ওয়েবকে বন্ধন করে নন ওয়েভ তৈরীর প্রক্রিয়াকে হাইড্রোইনটেংলিং বলা হয়।

Hybrid yarn

In aerospace textiles, a yarn having more than one component. দুই বা ততোধিক তন্তুর সমন্বয়ে গঠিত সুতা যা অধিক শক্তিশালী। ইহা বিমান ও নভোযান উড্ডয়নের সাথে জড়িত বস্ত্র তৈরীতে ব্যবহৃত হয়।

Hybrid fabric

Fabric for composite manufacture in which two or more different yarns are used in the fabric construction. This provides design flexibility to meet performance requirements and controls cost by permitting some lower priced fibers to be used. দুই বা ততোধিক সুতা দিয়ে তৈরী কাপড় যা প্রধানত নকশার বৈচিত্র্যতার উপযোগিতা মূল্যের গ্রহনযোগ্যতা ইত্যাদি সুবিধা বিবেচনা করে তৈরী করা হয়। এদের শংকর বস্তু বলা হয়।

Hybrid composite

(হাইব্রিড কম্পোজিট) Advanced composite with a combination of different high strength continuous filaments in the matrix. Also, composite in which continuous and staple fibers are used in the same matrix. বিভিন্ন উচ্চ শক্তি সম্পন্ন ফিলামেন্টের সংমিশ্রনে তৈরী যৌগিক পদার্থ ইহা ধারাবাহিক ও ষ্ট্যাপল ফিলামেন্ট থেকে তৈরী করা হয়।

Hysteresis

(হিস্টেরেসিস) In tensile testing, loss of linear recovery following repeated loading and relaxation. কোন বস্তুর প্রসারন যোগ্য শক্তি নির্নয়ে বারবার বস্তুর উপর ভর প্রয়োগে প্রলম্বিত করে আবার শিথিল অবস্থায় ফেরত নেয়া এবং এই প্রক্রিয়ায় পুনঃআবৃত্তি করতে থাকলে বস্তুর পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার ক্ষমতা হারায় একে হিস্টারেসিস বলে। Hygroscopic (হাইগ্ৰস্কপিক) কিছু রাসায়নিক পদার্থের পানি ধরে রাখার ক্ষমতাকে হাইগ্রাক্সোপিসিটি বলে।

Hydroxyl end group

(হাইড্রক্সিল ইনড গ্রুপ) পলিমার চেইনের প্রান্তে OH গ্রুপ থাকলে হাইড্রক্সিল ইনড গ্রুপ বলে।

Hydrostatic pressure

(হাইড্রস্টেটিক প্রেসার) কোন স্থানে পানি দ্বারা যে বল প্রয়োগ করা হয় তাকে হাইড্রস্টাটিক প্রেসার বলে। Hydrophobic (হাইড্ৰফবিক) Lacking affinity for the ability to absorb water. পানি শোষনের আশক্তিকে হাইড্রফবিসিটি বলে।

Hydrophilic

Having strong affinity for the ability to absorb water. পানি শোষনের তীব্র আসক্তিকে হাইড্রফিলিসিটি বলে। Hydrolysis (হাইড্রলাইসিস) A double decomposition reaction involving the addition of the elements of water and the formation of an acid and a base, and acid and an alcohol, or an acid and phenol.

কোন পলিমারের সাথে পানির রাসায়নিক বিক্রিয়ার ফলে বিয়োজনকে হাইড্রোলাইসিস বলা হয় । ইহার ফলে উৎপন্ন দ্রব্যে এসিড, ক্ষার বা এলকোহল জাতীয় দ্রব্য তৈরী হয়।

Hydrogenation

হাইড্ৰজেনাশন অসম্পৃক্ত রাসায়নিক পদার্থের মধ্য দিয়ে প্রভাবকের উপস্থিতিতে হাইড্রজেন চালনা করে তাকে সম্পৃক্ত করার প্রক্রিয়াকে হাইড্রজেনেশন বলে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *