Glass Fiber

Glass Fiber

Glass Fiber ইহা প্রাকৃতিক খনিজ জাতীয় ফাইবার গ্লাস ফাইবার মূলতঃ সিলিকা স্যান্ড, লাইম স্টোন, বোরাক্স ইত্যাদি সহযোগে অত্যাধিক তাপে গলিয়ে তৈরী। করা হয়। Glace (CU). A lustrous, glossy effect imparted to fabrics by finishing. ফিনিশিং প্রক্রিয়ার মাধ্যমে কাপড়ে উজ্জ্বল ও চকচকে ফলাফল প্রাপ্তিবস্থা।

Gossypium barbadense

প্রধানত মিশর এবং সুদানে এ তুলা গাছ জন্মে, যা সী আইল্যান্ড (Sea Island) তুলা নামে পরিচিত। ইহা উচ্চ মানের তুলা তবে উৎপাদন কম। গাছের উচ্চতা ৬ থেকে ১৫ ফুট এবং আঁশের দৈর্ঘ্য ১.২০ ইঞ্চি থেকে ২.৪০ ইঞ্চি।

Gossypium hirsutum

এ প্রজাতির গাছ প্রধানত উত্তর ও দক্ষিণ আমেরিকায় চাষ হয়ে থাকে। তবে ভারত, পাকিস্তান এবং রাশিয়াতেও এর চাষ করা হয়। ইহা ছোট দৈর্ঘ্যের আঁশ। আঁশের দৈর্ঘ্য ০.৫ ইঞ্চি থেকে ১.২০ ইঞ্চি এবং গাছ ৬ ফুট পর্যন্ত লম্বা হয়। এ প্রজাতির চাষ হয় প্রায় 50%

Gossypium arboreum

আমেরিকাতে এ তুলার চাষ সর্বাধিক। তবে ভারত, পাকিস্তান, চীন, রাশিয়াতেও চাষ হয়ে থাকে। আঁশের দৈর্ঘ্য ০.৫ ইঞ্চি থেকে ১.২০ ইঞ্চি । গাছের উচ্চতা ১০ ফুট থেকে ১৫ ফুট।

Gossypium herbaceum

এ প্রজাতি মূলত এশিয়াতে চাষ হয়ে থাকে যা দেশী তুলা নামে পরিচিত, ভারত, পাকিস্ত ান, চীন ও বাংলাদেশে জন্মে। আঁশের দৈর্ঘ্য ০.৮০ ইঞ্চি থেকে ১ ইঞ্চি এবং গাছের উচ্চতা ৩ ফুট থেকে ৬ ফুট ।

Grading (প্রোডিং)

ও পোশাকের মাষ্টার প্যাটার্ন হতে বিভিন্ন সাইজের প্যাটার্ন তৈরী করাকে গ্রেডিং বলে। মাস্টার প্যাটার্ন থেকে বেছে প্যাটার্ন এর সাইজ অনুযায়ী গ্রেডিং করা হয়। ক্রেতার চাহিদা অনুযায়ী প্যাটার্নসমূহ গ্রেডিং করা হয়। এ গ্রেডিং হাতে অথবা কম্পিউটারে করা হয়ে থাকে।

একটি মার্কার প্রানের জন্য যে গ্রেডিং করা হয় তা কম্পিউটারে সংরক্ষন করা থাকে। Grain (গ্রেইন) কাপড়ের টানার দিককে গ্রেইন বলে ।

Grain line (গ্রেইন লাইন)

প্রতিটি প্যাটার্ন পিছের উপর তীর চিহ্ন সহকারে লম্বা সরলরেখা টানা হয় যাকে গ্রেইন লাইন বলে। কাপড়ের গ্রেইন এর সাথে সমান্তরালভাবে প্যাটার্ন পিছের গ্রেইন লাইন কে মেচিং করে বসানোর জন্য এটি দিক নির্দেশ করে।

Grain Line

প্রতিটি প্যাটার্ন পিছের উপর তাঁর সহকারে লম্বা সরলভাবে একটা রেখা টানা হয়ে থাকে গ্রেইন লাইন বলে। কাপড়ের গ্রেইনের সহিত সমান্তরাল ভাবে প্যাটার্ন নিচের গ্রেইন লাইন ম্যাচিং করে বসানোর জন্য দিক নির্দেশ করে।

Graphite (গ্রাফাইট) ইহা এরোপ্লেন এবং রকেট এর বডি তৈরীতে ব্যবহৃত হয়।

Grading (গ্রেডিং)

পোশাকের মাষ্টার প্যাটার্ন হতে বিভিন্ন সাইজের প্যাটার্ন তৈরী করাকে গ্রেডিং বলে।

Gray scales (গ্রাই স্কেল) এই স্কেলের প্রতিটি ধাপে দুটি দাগাঙ্কিত অংশ পাশাপাশি অবস্থান করে। এই আয়াতাকৃতি জোড় এর একটির সাথে অন্যটির রংয়ের পার্থক্য বিদ্যমান।

An achromatic scale ranging from black through a series of successively lighter grays to white. Such a series may be made up of steps that appear to be equally distant from one another (such as the Munsell Value Scale), or it may be arranged according to some other criteria such as a geometric progression.

based on lightness. Such scales may be used to describe the relative amount of difference between two similar colors.

Grey Fabric

A fabric in the condition in which it leaves the loom or knitting machine, ie., before any bleaching, dyeing or finishing treatment has been given to it. যে কাপড় সবে মাত্র তাঁত থেকে বের করা হয়েছে এবং যা এখনো ট্রিটমেন্ট করা হয়নি। অর্থাৎ কোন ডায়িং, প্রিন্টিং, ফিনিশিং করা হয়নি তাই হচ্ছে যে ফেব্রিক।

Gripper Looms

These looms employ a projectile with a jaw that grips the end of the filling yarn during the insertion of the pick. মাতৃ বিহীন তাঁত। এই ধরনের লুম এ একটি বিশেষ ধরনের নিক্ষেপক থাকে যাতে আংটা যুক্ত থাকে। ওয়েফট সুতাকে আংটা যুক্ত এই নিক্ষপক একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। বহন করে নিয়ে যায়।

Grinning

ছিম বরাবর আড়াআড়ি শক্তি প্রয়োগের ফলে অথবা ত্রুটিপূর্ণ ছিম গঠনের করণে যদি ফাঁকের সৃষ্টি হয় তবে তাকে গ্রিনিং বলে। Gimp (জিম্প) বোতাম ঘর সেলাই করে তৈরী কার সময় সেলাইসমূহ উন্নিত করার জন্য বিশেষ এক ধরনের সুতা স্টিচের মধ্যে ব্যবহার করা হয় যাকে জিম্প বলে ।

Grex

A unit of linear density equal to the weight in grams of 10 kilometers of yarn, filaments, fiber, or other textile strand. Th system of yarn numbering based on the use of grex units.

লাইনার ডেনসিটি এর একক যা দিয়ে ১০ কিলোমিটার সুতার ওজন গ্রাম এককে এব করা হয়। অর্থাৎ যে কোন টেক্সটাইল ইয়ার্ন, ফিলামেন্ট অথবা ভম্ভর ১০। কিলোমিটা ওজন যত গ্রাম।

Green Tack

আঠালো পদার্থের সাহায্যে কিউরিং এর শুরুতে কাপড়ে একটি প্রাথমিক বন্ধন তৈরী করা হয়। এই ধরনের বন্ধন পুরোপুরি পাকাপোক্ত হয় না।

Grown on facing

কাপড়ের প্রাস্ত ভাঁজ করে ভিতরের দিকে (নিচের দিকে) ঢুকিয়ে ফেসিং তৈরী করাকে গ্রোন অন ফেসিং বলে। Ground color (গ্রাউন্ড কালার) A term describing the plain background color against which a design is created. এক রংয়ের কাপড় যার সমগ্র জমিনে একই রং ব্যবহার করা হয়েছে। অতঃপর ঐ জমিনের উপর বিভিন্ন রংয়ের ডিজাইন তৈরী করা হয়।

Grosgrain

A heavy fabric with prominent ribs, grosgrain has a dressy appearance and is used in ribbons, vestments, and ceremonial cloths. রিব প্রধান পরিপাটি মোটা কাপড় যা সাধারনত ফিতা, অন্তর্বাস এবং বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত পোষাকে ব্যবহার করা হয়।

Gorge (জর্জ)

এটি পোশাকের ফোরপার্ট এর প্রাপ্ত যার সাথে কলার স্ট্যান্ডকে সংযুক্ত করা হয়।. Gore (গোর) : পোশাকের নিচের দিকে অর্থাৎ হেম বরাবর পোশাকের বর্ধিত প্রস্থকে গোর বলে।

Godet (গডেট)

ও ছিমের পুরুত্ব (Thickness/ Fullness) বৃদ্ধির লক্ষ্যে ছিমের নিচের দিকে বৃত্তাকার কাপড়ের একটি টুকরা ব্যবহার করা হয় যাকে ডেট বলে।

Gusset (গাছেট)

পোশাকের কোন অংশের শক্তি বৃদ্ধির জন্য অথবা ফিটিং এর সুবিধার জন্য অথবা আকৃতি (Shape) সুন্দর করার জন্য একটি অতিরিক্ত কাপড়ের টুকরা ব্যবহার করা হয় তাকে গাছেট বলে।

Gun flap

ফ্রেঞ্জ কোটের কাঁধ (Shoulder) বরাবর অতিরিক্ত কাপড়ের পয়তা বিশেষ স্টাইল হিসেবে ব্যবহার করা হয় তাকে গান ফ্লাপ বলে ।

Guides (গাইডস) Fittings of various shapes for controlling the path of a thread line. বিভিন্ন আকৃতির সরঞ্জাম যা দ্বারা সুতার পরিচলন পথ নিয়ন্ত্রিত হয়।

Guide Bar

A mechanism on a warp-knitting machine that directs warp threads to the latch needles. ওয়াশ নিটিং এর নির্মাণ কৌশল যা ওয়ার্ল্ড গ্রেডকে লাং নিডল এর দিকে এগিয়ে নিয়ে যায়।

Gum গান শব্দ দিয়ে অনেক দ্রব্যাদিকেই বুঝানো হয়। গাম একধরনের উচ্চ পলিমারযুক্ত কার্বোহাইড্রোইড যা পানিতে দ্রবনীয় কিংবা পানিতে ছড়িয়ে পড়তে সক্ষম পদার্থ। এক ধরনের কাটার যন্ত্র যাতে একটি মাত্র ব্লেড থাকে যা দ্বারা ফাইবার, প্লাষ্টিক ইত্যাদি। Guillotine (খলিওটিন) ছোট ছোট আকৃতি করে কাটা যায় ।

educationallus থেকে সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News)ফিডটি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *