Gauge

Gauge

Gauge (গজ) এটা একটি সাধারন নাম যা সাধারনত বিভিন্ন পরিমাপক যন্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয়।নিটিং মেশিনের প্রতি নির্দিষ্ট দুরত্বের মধ্যে অবস্থিত সুইয়ের সংখ্যা যেমন প্রতি ইঞ্চিতে মোট সুইয়ের সংখ্যা। Gabardine (গাবারডাইন) A firm and tightly woven; twilled, durable, warp-faced fabric showing a decided twill ling, usually a 45° or 63° right-hand twill. Wool gabardine is known as a year-round fabric for business suiting.

একটি দৃঢ় ও আটসাট টুইন ওভেন ফেব্রিক যার টুইল লাইন গুলো ওয়ার্প এর দিকে বিস্তৃত থাকে। এই ধরনের কাপড়ের পিছন দিকে মসৃন এবং সামনের দিকে তীর্যক রেখা সমূহ টানা সুতার সাথে কিছুটা আড়াআড়ি অবস্থান করে। রিব এবং ইন্টারলক নিটিং মেশিনের ডায়াল এবং সিলিন্ডারের সুই সমুহের পারস্পারিক দুরত্ব।

Gathering

কাপড়কে ছোট ছোট ভাঁজ বা কুচি করে কাপড়ের দৈর্ঘ্য কমিয়ে সেলাই করাকে গেদারিং বলে। মেশিনের সাহায্যেও গেদারিং এর কাজ সম্পন্ন করা হয়।

Gaiting

একটি শক্ত কার্যক্রম, ওয়ার্ল্ড ইফেক্ট, ফাইভ সাফট, লেফ্‌ট হ্যান্ড, টুয়াল ওয়েভ ফেব্রিক যা সাধারনত তুলা কিংবা তুলার সাথে অন্য আশের মিশ্রনে তৈরী করা হয়।

Galatea

তিন ধরনের সেলুলুজ এর মধ্যে গামা সেলুলুজ একটি। Garneting (পানেটিং) একটি প্রক্রিয়া যা দ্বারা আঁশ থেকে বিভিন্ন ধরনের অপদ্রব্য দূর করা হয়। এই প্রক্রিয়ায় ফাইবারকে গার্নেট মেশিনের ভেতর দিয়ে চালিত করা হয় যা অনেকটা কার্ডিং প্রক্রিয়ার মত।

Garment (গার্মেন্ট)

A shaped article of textile fabric, or other flexible sheet material, intended to cover portions of the human body. বস্ত্র দ্বারা তৈরী নির্দিষ্ট আকৃতির পন্য অথবা আন্তও যা দিযে মানবদেহের বিভিন্ন অংশ আবৃত করা হয়।

Gaments label

পোশাক ব্যবহারের ফলে পোশাক ময়লা বা নোংরা হয়ে যায় এবং এটাই স্বাভাবিক। ময়লা পোশাক পরিস্কার এবং আয়রনিং করে পুনরায় ব্যবহার উপযোগী করা হয়।

পোশাকের এই পরিচর্যা সঠিকভাবে সম্পন্ন করার জন্য কিছু নিয়মাবলি বা ইনস্ট্রাকশন সাংকেতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, যাকে কেয়ার কোড (Care Code) বলে। পোশাকের মধ্যে যে লেবেলের উপর এই কেয়ার কোড থাকে, তাকে কেয়ার লেবেল কোড (Care Label Code) বলে ।

Garments symbols

গার্মেন্টস লেবেলিং কোডঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কেয়ার লেবিলিং কোড মূলত ৫টি চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। গার্মেন্টস শিল্পে বিভিন্ন সংকেতিক চিহ্নের সাহায্যে পোশাকের আকার অর্থাৎ সাইজ ধৌতকরণ পদ্ধতি শুকানো পদ্ধতি পোশাকের ধরন পোশাক তৈরির কোন আশেঁর সুতা ব্যবহার করা হয়েছে তা লিপিবদ্ধ থাকে। এই সাংকেতিক চিহ্নের মাধ্যমে যে কোন ভাষার লোকেরা এটা বুঝতে সক্ষম হয়।

  •  স্মল (Small) অর্থাৎ ছোট। এই ছোট আকারের পোশাকের সংকেত চিহ্ন বুঝাতে “S” লেখা হয় ।
  • মিডিয়াম (Medium) অর্থাৎ মধ্যম। মধ্যম আকারের পোশকের সংকেত চিহ্ন বুঝাতে “M” লেখা হয়।
  • লার্জ (Large) অর্থাৎ বড়। বড় আকারের পোশাকের সংকেত চিহ্ন বুঝাতে “L” লেখা হয়।
  • এক্সট্রা লার্জ (Extra Large) অর্থাৎ বড় থেকে আরো বড়। বড় থেকেও বড় সংকেত চিহ্ন বুঝাতে “XL” লেখা হয়।
  • ডাবল এক্স লার্জ (Double Ex-large) অর্থাৎ সবচেয়ে বড়। সবচেয়ে বড় পোশাকের সংকেত চিহ্ন বুঝাতে ” XXL” লেখা হয়

Gauge

Garmat Machine

what is gauge in knitting?

১টি ববিন কেস ব্যবহৃত হয়।

২। নিডেল মেশিন (Two Needle) ইঞ্চিতে ১০-১১টি স্টীচে থাকিলে সুতা লাগে ৫ ইঞ্চি।

৩। ওভার লক মেশিন (Over Lock) ৩ সুতার ওভারলক মেশিনে সুতা লাগে ১১ ইঞ্চি।

৪। ওভার লক মেশিন (Over Lock) : ৪ সুতার ওভার লক মেশিনে প্রতি ইঞ্চিতে সুতা লাগে ১৬ ইঞ্চি।

৫। ওভার লক মেশিন (Over Lock) ৫ সুতার ওভার লক মেশিনে প্রতি ইঞ্চিে সুতা লাগে ২১ ইঞ্চি।

৬। ফ্লাট লক (Flat Leok) । এই মেশিনে প্রতি ইঞ্চিতে সুতা লাগে যদি স্টীচ ৯-১০ হয় তবে ১৭ ইঞ্চি ।

৭। ব্যাক টেপ মেশিন (Back Tab)  প্রতি ইঞ্চিতে সুতা লাগে ১৬ ইঞ্চি। Gauge Wire (গজ ওয়ার) কাপড়ের পাইল হাইট নিয়ন্ত্রন করার জন্য ওয়েভিং এর সময় এই ধরনের ওয়্যার অতিরিক্ত ওয়েফট আর্ন এর সাথে ব্যবহার করা হয়।

Gel spinning

A spinning process in which the primary mechanism of solidification is the gelling of the polymer solution by cooling to form a gel filament consisting of precipitated polymer and solvent. একধরনের স্পিনিং পদ্ধতি যেখানে পলিমার সলিউশনকে ঠান্ডা করে ঘন জেল লাইক ফিলামেন্ট তৈরী করা হয়।

Georgette

একধরনের পাতলা এবং স্বচ্ছ প্রকৃতির কাপড় যা সাধারনত রেশম কিংবা কৃত্রিম তন্তু যেমনঃ পলিস্টার দিয়ে তৈরী করা হয়। এ ধরনের কাপড় কিছুটা কোঁকাড়ানো থাকে যা সচরাচর মেয়েদের পোষাক তৈরীতে ব্যবহার হয়।

Geogrid (জিওগ্রিড) কৃত্রিম পলিমারের গঠন কৌশল যেখানে বড় ফাঁকা অংশ দেখা যায়। এটা নিম্নোক্ত উপায়ে তৈরী করা যায়ঃ ১) ওভেন কিংবা নিট কাপড়ে কোটিং দিয়ে জালি তৈরী এবং ওয়েল্ডিং এর মাধ্যমে তৈরিকৃত জালি।

Geo-textiles

বিভিন্ন গঠনের কাপড় যা সাধারনত পুরকৌশল এর কাজে ব্যবহৃত হয়। এই ধরনের কাপড় অন্যান্য কাজেও ব্যবহার করা যায়। Gingham (জিংসাম ) A medium weight plain weave fabric characterized by a block or check effect produced by weaving in dyed yarns at fixed intervals in both the warp and the filling.

Mainly used for dresses, shirts, and curtains. একধরনের মাধ্যম ওজনের প্লেইন বিধাব ফেব্রিক যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রঙিন সুতা ব্যবহার করে নতুন বুনন করা হয়। ফলস্রুতিতে বিশেষ বৈশিষ্ট্যর ব্লক কিংবা চেক নকশার কাপড় তৈরী করা হয়।

Gilling

A system of drafting in which the movement of the fibres relative to one another in a sliver is controlled by pin. Itns also called pin drafting. একধরনের ড্রাফটিং সিস্টেম যেখানে কোন সিলভার এর মধ্যেস্থিত তন্তু সমূহ পরস্পরের সাপেক্ষে এগিয়ে যায় যা পিন এর সাহায্যে নিয়ন্ত্রন করা হয়।

Ginning

গাছ থেকে তুলা সংগ্রহের পর বীজতুলা থেকে বীজ ও তুলাকে পৃথক করার পদ্ধতিকে জিনিং বলে। তুলার আঁশের কোন প্রকার ক্ষতি না করে এবং কোন প্রকার বীজ না ভেঙ্গে তুলা ও বীজ পৃথক করাই হল উত্তম জিনিং।

কিন্তু বাস্তবে জিনিং-এর সময় কিছু আঁশ ছিঁড়ে যায়, কিছু বীজ ভেঙ্গে যায় এবং কিছু নেপের (Neps) সৃষ্টি হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *