Fleece Fabric

Fleece Fabric

Fleece fabric অল্প ওজনের কাপড় যা ভারী এবং ঘন লোমের মত আবরনযুক্ত। এটা হতে পারে স্তূপাকৃতির আবরন অথবা আঁশযুক্ত কাপড় যা ওভেন অথবা নিটেড গঠনের হতে পারে।

what is fleece fabric?

The wool shorn from any sheep, or from any animal in the wool category. ভেড়া বা অন্য প্রানী শ্রেনী কর্তৃক উল বা উলের শ্রেনী বিশিষ্ট ।

Flexibility (অক্সিবিলিটি)

কোন বস্তু ভেঙ্গে না গিয়ে বারবার নমনীয় অথবা বাকা হওয়ার সামর্থ্য। কাপড়ের একটি বৈশিষ্ট্য যা সহজে ভাঁজ হওয়া নির্দেশ করে যে এটার সীমা নমনীয়তা হাই থেকে লো পর্যন্ত ।

Flexural rigidity (ফ্লেক্সিয়াল রিজিডিটি)

The measure of a material’s resistance to bending is calculated by multiplying the material’s weight per unit area by the cube of its bending length. একটি বস্তুর বেন্ডিং রেসিসট্যান্স এর পরিমাপ যা একক ক্ষেত্রফলে বস্তুর ওজনের সাথে বেনডিং লেনথ এর ঘন গুন করলে পাওয়া যায়।

Flat knit fabric (ফ্লাট নিট ফেব্রিক)

A fabric made on a flat-knitting machine, as distinguished from tubular fabrics made on a circular-knitting machine. While tricot and Milanese warp-knit fabrics(non-run).

are knit in flat form, the trade uses the term flat knit fabric to refer to weft-knits fabrics made on a flat machine, rather than warp-knit fabrics. ফ্লাট নিটিং মেশিনে তৈরী কাপড় যা সারকুলার মেশিন থেকে তৈরী কাপড় আলাদা। পক্ষান্তরে ট্রাইকট ও মাইলেন্স, ওয়ার্প, নিট এবং ফেব্রিক তৈরী হয় যা ফ্লাট আকারে।

Flat card (ফ্লাট কার্ড)

বিশেষ ধরনের কার্ড যা তুলা বা তুলা জাতীয় দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। এই ধরনের নাম হয়েছে ফ্লাট ওয়ার ব্রাশেস এর কারনে। Flannel Generally, a cotton or wool fabric, which has been napped on one or both sides.

(usually both) followed by a bleaching, dyeing or printing process and then brushed or return through the napping machine to revive the nap. ব্লিচিং, ডাইং অথবা প্রিন্টিং এর পরে কটন ও উল জাতীয় কাপড়ের একপাশ বা উভয় পাশে ন্যাপিং করা হয়। তারপর নেপকে দূর করার জন্য ব্রাশ করা হয়।

Flax 

The plant from which the cellulosic fiber linen is obtained. Linen is used in apparel, accessories, draperies, upholstery, tablecloths, and towels.যে উদ্ভিদ থেকে সেলুলুজিক ফাইবার লিনেন পাওয়া যায়। লিনেন সাধারনত পোষাক, এক্সেসরিজ, ড্রাপেরিস, আপহোলস্টারী, টেবিলক্লথস এবং টাওয়েল ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।

Flexural fatigue (ফেন্সিয়াল ফেটিশ)

একটি ফিজিকাল প্রপার্টি যা একটি দ্রব্য কত সময়ে নিজেই একটি নির্দেশিত কোনে বাঁকা হয় তা নির্দেশ করে। আর এটি পরিমাপ করা হয় বস্তুটি ভেঙ্গে যাওয়া অথবা পুনরুদ্ধার করার ক্ষমতা হারানোর আগ পর্যন্ত।

Float 

The portion of warp or filling yarn that extends over two or more adjacent fillings picks or warp ends in weaving for the purpose of forming certain designs. ওয়েভিং প্রক্রিয়ায় কিছু ডিজাইন তৈরীর জন্য দুই বা তিন পিক পর্যন্ত ওয়াপ সুতার অংশ। নিট কাপড়ের মধ্যে যে অংশে সুতা নিটিং করা ছাড়াই অর্থাৎ লুপ তৈরী না করে সোজা অবস্থায় থাকে।

Flocking 

A method of cloth ornamentation in which adhesive is printed or coated on a fabric, and finely chopped fibers are applied all over by means of dusting, air blasting, or electrostatic attraction. কাপড়কে সৌন্দর্য্য মন্ডিত করার একটি পদ্ধতি যাতে রং এর ছাপা অথবা আস্তরন দেওয়া হয়। ডাস্টিং অথবা এয়ার ব্লাস্টিং অথবা স্থির তড়িৎ আকর্ষনের দ্বারা সূক্ষভাবে কর্তিত আঁশগুলোর সর্বত্র ছড়িয়ে দেয়া হয় ।

Flock

Very short fibers intended for application to a substrate as a partial or complete surface covering or filler. The material obtained by reducing textile fibers to fragments by cutting or grinding. খুব ছোট আঁশ যা কোন টেক্সটাইল দ্রব্যের পৃষ্ঠে আংশিক বা পুরোপুরি আবরনের কাজে ব্যবহৃত হয়।

Fluffing 

কার্পেট তৈরী হওয়ার পর আলগা আঁশগুলো বের করে পৃষ্ঠকে উপযোগী করা। এটা ত্রুটি নয়। এটা নতুন কার্পেটের সাধারন বৈশিষ্ট। যা পরবর্তীতে বায়ুশূন্য করার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়।

Flexural fatigue (ফেন্সিয়াল ফেটিশ)

একটি ফিজিকাল প্রপার্টি যা একটি দ্রব্য কত সময়ে নিজেই একটি নির্দেশিত কোনে বাঁকা হয় তা নির্দেশ করে। আর এটি পরিমাপ করা হয় বস্তুটি ভেঙ্গে যাওয়া অথবা পুনরুদ্ধার করার ক্ষমতা হারানোর আগ পর্যন্ত।

Float  The portion of warp or filling yarn that extends over two or more adjacent fillings picks or warp ends in weaving for the purpose of forming certain designs. ওয়েভিং প্রক্রিয়ায় কিছু ডিজাইন তৈরীর জন্য দুই বা তিন পিক পর্যন্ত ওয়াপ সুতার অংশ। নিট কাপড়ের মধ্যে যে অংশে সুতা নিটিং করা ছাড়াই অর্থাৎ লুপ তৈরী না করে সোজা অবস্থায় থাকে।

Flocking 

A method of cloth ornamentation in which adhesive is printed or coated on fabric and finely chopped fibers are applied all over using dusting, air blasting, or electrostatic attraction.

কাপড়কে সৌন্দর্য্য মন্ডিত করার একটি পদ্ধতি যাতে রং এর ছাপা অথবা আস্তরন দেওয়া হয়। ডাস্টিং অথবা এয়ার ব্লাস্টিং অথবা স্থির তড়িৎ আকর্ষনের দ্বারা সূক্ষভাবে কর্তিত আঁশগুলোর সর্বত্র ছড়িয়ে দেয়া হয় ।

Flock 

Very short fibers intended for application to a substrate as a partial or complete surface covering or filler. The material is obtained by reducing textile fibers to fragments by cutting or grinding.

খুব ছোট আঁশ যা কোন টেক্সটাইল দ্রব্যের পৃষ্ঠে আংশিক বা পুরোপুরি আবরনের কাজে ব্যবহৃত হয়। Fluffing (ফ্লাফিং) কার্পেট তৈরী হওয়ার পর আলগা আঁশগুলো বের করে পৃষ্ঠকে উপযোগী করা। এটা ত্রুটি নয়। এটা নতুন কার্পেটের সাধারন বৈশিষ্ট। যা পরবর্তীতে বায়ুশূন্য করার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়।

Fly front (ফ্লাই ফ্রন্ট)

পোশাকের যে স্থান বরাবর খোলা হয় ঐ স্থানে বোতাম বা জিপার ঢেকে রাখার জন্য কাপড়ের দ্বারা তৈরী পোশাকের অংশটিকে ফ্লাই ফ্রন্ট বলে। Folding এ পদ্ধতিতে কাপড়ে প্রয়োজন অনুসারে ভাঁজ দেওয়া হয় বা রোল তৈরী করা হয়।

F.O.B (এফ.ও.বি.)

বিক্রিত মালের পরিবহন খরচসহ মালামালের মূল্য ইনভয়েসে উল্লেখ বা দাবী করা হয় তখন তাকে এফ.ও.বি বলে।

Fore part (ফোর পার্ট) দেহের উপরের অংশের জন্য যে পোশাক ব্যবহার করা হয় তার সন্মুখের অংশসমূহকে ফোর পার্ট বলে। Folding: ফাইনাল ইন্সপেকশন শেষ করে পোশাকগুলো আয়রনিং করে ফোল্ডিং করা হয় অর্থাৎ ভাঁজ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী পলিপ্যাক করা হয়।

Folding system

ফল্ডিং শব্দের অর্থ হচ্ছে ভাঁজ করা, যারা ভাঁজ করে তাদেরকে বলা হয় ফন্ডিংম্যান। পোশাক আয়রন করার পর ফন্ডিংম্যানের কাছে দেওয়া হয়।

একজন আয়রনম্যান যতটুকু দক্ষ তার চেয়ে বেশি দক্ষ হতে হবে Foldingmen কে। একজন ফল্ডিংম্যানকে অবশ্যই একজন ভাল আয়রনম্যান হতে হবে।

কারণ ফন্ডিং করার আগে ফন্ডিংম্যান বলতে পারবে আয়রন ভাল হয়েছে না খারাপ হয়েছে। সুতরাং ফন্ডিং করার জন্য পোশাক অবশ্যই ভাল আয়রন হতে হবে আর এ ব্যাপারে ফল্ডিংম্যানের দায়িত্ব অপরিসীম।

Frost marks (ফ্রস্টমার্কস)

A defect of woven fabric consisting of surface highlights that give a frosted appearance. Frost marks are caused by improper sizing or insufficient warp tension as a result of uneven bending of some warp ends over the picks. ওভেন কাপড়ে একধরনের ত্রুটি যা কাপড়ের পৃষ্ঠে ঝাপসা বহিরাবরন নির্দেশ করে।

Frieze (ফাইল)

A term is applied when the pile of velvet, plush, velour or other pile fabric is uncut. A frieze fabric is sometimes patterned by shearing the loops at different lengths.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *