Final inspection report

Final inspection report

final inspection report একটি পোশাক তৈরি করার পর ইহার যাবতীয় পরীক্ষা করে দেখা হয় এবং ত্রুটি থাকলে ত্রুটিমুক্ত করা হয় (যদি সম্ভব হয়)। প্রতিটি পোশাক শেষবারের মত পরীক্ষা করাকেই ফাইনাল ইন্সপেকশন বলা হয়। Fitting (ফিটিং) : একটি পোশাক পরিধান করে তা দেহের সাথে ঠিকমতো মানানসই হয়েছে কি না বা পোশাকটি পরিধানে স্বাচ্ছন্দ্য বোধক হচ্ছে কি না তাকে ফিটিং বলে।

Filing (ফিপিং)

In a woven fabric, the yarn running from selvage to selvage at right angles to the warp, normally it run perpendicularly to warp, normally it run perpendicularly to warp or length of fabric. ওভেন কাপড়ের ক্ষেত্রে যে সুতাটা একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আসা করে। সাধারনত এটি ওয়ার্প অথবা কাপড়ের দৈর্ঘ্য বরাবর লম্বভাবে দেওয়া হয়।

Filter aid (ফিস্টার এইড)

A powder added to a solution to be filtered that forms a porous bed to improve filtration. একধরনের গুড়া যা দ্রবনে যোগ করা হয় এবং ছিদ্র যুক্ত বেড থাকে এবং যা ছাঁকুনির কাজ করে।

Filler

A non fabrious material added to a fabric to increase its weight or to modify its appearance or hand. আঁশ নয় এমন বস্তু কোন কাপড়ের সাথে যুক্ত করে তার ওজন বৃদ্ধি করার কাজে অথবা বহিরাবরন অথবা স্পর্শের অনুভব পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়।

Finish (ফিনিস)

A substance or mixture of sub stances added to textile materials to impart desired properties. A process, physical or chemical, performed on textile materials to produce a desired effect.

কাঙ্খিত ধর্ম পাওয়ার জন্য টেক্সটাইল দ্রব্যের সাথে কোন মিশ্রিত যৌগ যোগ করা একটি প্রক্রিয়া যা কাঙ্খিত ফল পাওয়ার জন্য টেক্সটাইল দ্রব্যের উপর প্রয়োগ করা হয়।

Finishing supervisor Incharge

গার্মেন্টস এর পরিভাষায় ফিনিশিং অর্থ কোন পোষাককে রপ্তানীযোগ্য পণ্যে পরিণ করা। ফিনিশিং সুপার ভাইজার বা ইনচার্জ এর কাজ হচ্ছে লাইন থেকে পোষাক বাহির হইলে সুতা কাটা ও কোয়ালিটি চেকের পর উক্ত পোষাকগুলিকে বায়ারের অর্ডার অনুযায়ী ফিনিশিং ম্যাটেরিয়াল ও আয়রন ফোল্ডিং করে কার্টুন করে রপ্তানীযোগ্য পণ্যে রূপান্ত করা।

Fine structure (ফাইন স্ট্রাকচার)

Orientation, crystallinity, and molecular morphology polymers, including fiber-forming polymers. পলিমার এবং আঁশ তৈরীর পলিমারের আনবিক গঠন, বিন্যাস ও কেলাস গঠনের ধার প্রভৃতি নির্দেশ করে। Fines (ফাইনস) Particles or dust of polymer formed during the process of cuttin to produce chip. চিপ তৈরীর জন্য পলিমারের চূর্ন বা টুকরা যা কাটার সময় তৈরী হয়।

Fineness ফাইননেস) (সূক্ষ্মতা

যে কোন বস্তুর সূক্ষ্মতা তার ব্যাস বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা একক দৈর্ঘ্যের ওজনের সাথে সম্পর্কযুক্ত। আঁশের একক দৈর্ঘ্যের ওজন দ্বারা সূক্ষ্মতা প্রকাশ করা যায়।

যা মাইক্রোনিয়ার ভ্যালু নামে পরিচিত। প্রতি ইঞ্চি আঁশে ওজন যত মাইক্রো গ্রাম তার মাইক্রোনিয়ার ভ্যালু তত। ফলে এই মান যত কম হবে, আঁশ তত সুক্ষ্ম হবে। আঁশ যত সুক্ষ্ম হবে সুতা তৈরীর ক্ষেত্রে উহা ততই সুবিধাজনক তুলার ক্ষেত্রে আঁশের দৈর্ঘ্য বাড়লে উহার সূক্ষ্মতা বৃদ্ধি পায় কিন্তু উলের ক্ষেত্রে উল্টা।

Findings (ফাইন্ডিংস পোষাক ও জুতা তৈরীর সময় বিবিধ সামগ্রী লাগানো হয়। যেমন : বোতাম, হুক, টি- বোতাম প্রভৃতি।

Fine End(ফাইন ইনডস)

ছোট ব্যাস বিশিষ্ট চিকন সুতা যা ওয়ার্ন বা টানা সুতা হিসাবে কাপড়ের ব্যবহৃত হয়। সিল্ক টানা সুতার মধ্যে চিকন অংশ থাকলে এই ত্রুটি বুঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়।”

Finger Mark (ফিদার মার্ক)

একটি ত্রুটি, যা সীমিত কাপড়ে প্রতি ইঞ্চিতে পিক সুতার সংখ্যার পার্থক্য অনিয়মিত স্থান পরিলক্ষিত হয়।

Finishing turns (ফিনিশিং টার্নস)

The actual degree of twist in the final yarn product. সুতার মধ্যে প্রকৃত পাকের পরিমান।

Finishing spot (ফিনিশিং স্পট) A discolored area on a fabric caused by foreign material such as dirt, grease, or rust. বহিরঙ্গীয় বস্তু যেমনঃ ময়লা, চর্বি, মরিচার কারনে কাপড়ের প্রান্তে সৃষ্ট রংচটা ক্ষেত্র।

Fixing (ফিক্সিং)

প্রিন্টিং করা কাপড়কে বিভিন্ন তাপমাত্রায় হিট সহযোগে ( স্টিম) ডিজাইন অনুসারে রং স্থায়ী করাকেই ফিক্সিং বলে। Finishing bar (ফিনিশিং বার) A noticeable streak across the entire width of a fabric, usually caused by machine stoppage during processing. কাপড় তৈরীকালীন সময়ে মেশিন বন্ধ হলে কাপড়ের প্রস্থ বরাবর উল্লেখযোগ্য দাগ। Finishing (ফিনিশিং) : ডাইং ও প্রিন্টিং করা কাপড়কে বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ফিনিশিং করা হয়।

Finishing 

টেক্সটাইল শিল্পে ফিনিশিং বলতে টেক্সটাইল দ্রব্য সামগ্রীকে বাজারজাত করার উপযোগী করে তোলার কার্যক্রমগুলোর সম্বন্বয়কে বুঝায়।

অর্থাৎ তাঁত বা নিটিং মেশিন হতে গ্রেকাপড় বের হবার পর উহার উপর পর্যায়ক্রমে চালিত যান্ত্রিক ও কেমিক্যাল ক্রিয়াগুলোর সবগুলোই ব্যাপক অর্থে ফিনিসিং তথাপি কাপড়কে ডাইং ও প্রিন্টিং করার পর সেগুলোকে ক্রেতার নিকট আকর্ষনীয় করার জন্য যে পদ্ধতিগুলো ব্যবহৃত হয় সে পদ্ধতিগুলোর সমস্টিকে ফিনিশিং বলে।

এছাড়াও বিশেষ কিছু গুনাগুন আরোপ করার জন্য বা বিশেষ ব্যবহার উপযোগী করার জন্য বিশেষ কিছু প্রক্রিয়া করা হয়, এগুলোও ফিনিসিং।

যেমন- হার্ড ফিনিশিং, সফট ফিনিশিং, ওয়াটার প্রুফিং, ফায়ার প্রুফিং ইত্যাদি।

Finished Fabric (ফিনিসড ফেব্রিক)

A fabric that has gone through all the necessary finishing processes, and is ready to be used in the manufacturing of garments. These processes include bleaching, dyeing, printing, heat setting, etc.

সেই কাপড় যা পোষাক তৈরীর উপযোগী প্রয়োজনীয় সমস্ত ফিনিশিং প্রক্রিয়া সম্পন্ন করে । এই সব প্রক্রিয়ার মধ্যে ব্লিচিং, ডাইং, প্রিন্টিং, হিট সেটিং রয়েছে।

Fireproof (ফায়ার শ্রুত)

To render a textile incapable of propagating flame beyond the edges of a charred area produced by the application of a specific test flame. কোন টেক্সটাইলজাত পন্যকে দ্রুত প্রজ্জ্বলনশীল থেকে সহনশীল হওয়ার যোগ্য করে তোলা।

Fixation (ফিক্সেশন)

The process of setting a dye after dyeing of printing, usually by steaming or other heat treatment. ডাইং অথবা প্রিন্টিং এর পর ডাই সমূহকে বাষ্পকরনের অথবা হিট ট্রিটমেন্টের মাধ্যেমে স্থায়িত্ব দান করে ।

First order transition temperature (ফার্স্ট অর্ডার ট্রান্সেশন টেম্পারেচার)

The temperature at which a polymer freezes or melts. যে তাপমাত্রায় কোন একটি পলিমার জমে যায় অথবা গলে যায়। Flame resistance (ফ্রেইম রেসিস্ট্যান্স) একটি বস্তু ধীরে ধীরে জ্বললে অথবা প্রজ্জ্বলনের বাহ্যিক উৎস সরিয়ে ফেললে নিজে নিজে নির্বাপিত হওয়া বুঝাতে এই শব্দ ব্যবহৃত হয়।

Flake yarn (ফ্লেক ইয়ার)

Yarn in which roving or short, soft staple fibers are inserted at intervals between long filament binder yarns. দীর্ঘ মিহি সূতা যা বাঁধার কাজে ব্যবহৃত হয় তাতে রোভিং এবং ছোট দৈর্ঘ্যের আঁশ একটি পর পর প্রবেশ করানো থাকে।

Flammability test (ফ্লামাবিলিটি)

Many procedures have been developed for assessing the flame resistance of textiles. টেক্সটাইল দ্রব্যের অগ্নি প্রতিরোধ করার ক্ষমতা পরিমাপের জন্য অনেক কার্য প্রনালী উদ্ভাবন করা হয়েছে।

Flat (ফ্লাট)

কার্ডিং মেশিনের একটি যন্ত্রাংশ যা সিলিন্ডারের উপরের অংশে আংশিকভাবে আবৃত থাকে, এতে একটি প্রান্তহীন চেইন আছে যার নাম রিভোগিং ফ্লাট কার্ড, ঢালাই লোহার তৈরী

Flap (ফ্লাপ) 

পকেটের খোলা মুখ ঢেকে রাখার জন্য যে অংশ টি ব্যবহার করা হয়। তাকে ফ্লাপ বলে।

Flappy or fluffy

অসতর্কভাবে আঁশ ছাড়ালে আঁশগুলি একটা থেকে আর একটা আলাদা হয়ে যায় উচ্চমানের পাটের সাথে মিশ্রিত করে ব্যবহার করা যায়।

Flare (ফ্লেয়ার)

উপর থেকে নিচের দিকে বিস্তৃত করার ডিজাইনকে ক্লেয়ার বলে ফলে নিচের দিকে কাপড়ের মধ্যে অতিরিক্ত প্রস্থ (Width) সংযোজিত হয়, যেমন-স্কার্ট, ফ্রক ইত্যাদি ।

Flat spotting (ফ্লাট স্পটিং)

টায়ার কর্ড এর একটি অবস্থা। এটা সব বস্তুর মধ্যেই ঘটে কিন্তু নাইলন বা নাইলন জাতের দ্রব্যের জন্য এটি বেশি উল্লেখযোগ্য।

Flat Pointed Drafting (ফ্লাট পয়েন্টেড ড্রাফটিং)। এই ধরনের ড্রাফটিং এর ফর্মূলা : ১,২,৩, ৪, ৫, ৫, ৪, ৩, ২,১,

Flat knitting machine (ফ্লাট নিটিং মেশিন)

A weft-knitting machine with needles arranged in a straight line in a flat plate called the bed. The yarn travels alternately back and forth, and the fabric may be shaped or varied in width, as desired, during the knitting process. loow to moto

একটি ওয়েফট নিটিং মেশিন যাতে সুইগুলো সমতল চ্যাপ্টা প্লেট-এ সাজানো থাকে। সুতা সামনে থেকে পিছনে পালাক্রমে যাওয়া আসা করে এবং কাপড় নির্দিষ্ট প্রস্থ বিশিষ্ট অথবা ইচ্ছানুযায়ী সেপিং করে নিটিং করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *