Fabric

Fabric

Fabric (কাপড়) : টানা ও পড়েন ২ সিরিজ সুতা পরস্পর সমকোনে বন্ধনীর মাধ্যমে অথবা নিডিলের সাহায্যে লুপ তৈরী করে অথবা ফাইবার এর কীটকে জমাট বাঁধিয়ে বা আঠাল পদার্থ দ্বারা সন্নিবেশিত করে যে পাতলা শীট প্রস্তুত করা হয় তাকে কাপড় বলে।

Fabric cutting :

কাটিং টেবিলে বিছানো কাপড়ের উপর মার্কারে মার্কিং অনুযায়ী সঠিক সূক্ষ্ণ ও সুন্দরভাবে কাপড় কেটে পোশাকের অংশ আলাদা করাকে কাটিং বলে। কাপড় কাটার জন্য সাধারণতঃ কোন কাটিং মেশিনের সাহায্য নিতে হয়। কাপড় কাটা খুবই সূক্ষ্ম বিষয়। কাপড় কাটার ক্ষেত্রে কোন প্রকার ভুলত্রুটি হলে তা সংশোধন করা খুবই কঠিন। এক্ষেত্রে বহু মূল্যবান কাপড় নষ্ট বা বাতিল হতে পারে।

Fabric spreading

একই সঙ্গে একাধিক পোশাক প্রস্তুতের জন্য কাপড় কাঁটা হয়। মার্কারের দৈর্ঘ্য ও গ্রন্থ অনুযায়ী কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ নির্বাচন করা হয় অথবা কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ অনুযায়ী মার্কার প্রস্তুত করা হয়।

কাজেই, পরিকল্পনা অনুযায়ী কাপড়গুলোকে কাঁটিং টেবিলের উপর বিছানো হয়। কাপড় বিছানোর পর কাপড়ের স্তরসমূহের যে আকৃতি ধারণ করে উহাকে কাপড়ের লে বলে।

কাপড়ের লে-এর মধ্যে ২ থেকে শত শত পরতা কাপড় থাকতে পারে। কাপড় সুন্দর ও সঠিকভাবে কাঁটার স্বার্থে কাপড় বিছানোর মধ্যে বিভিন্ন কারিগরি ও কৌশলগত দিক জানা একান্ত আবশ্যক।

Face (ফেস)

কাপড়ের সঠিক দিক বা উপরের দিক (Right side) কে ফেস বলে ।

Facing (ফেসিং) 

পোশাকের কোন কোন অংশের প্রান্ত বরাবর নিচের দিক (ভিতরের দিকে) এক পরতা কাপড় সেলাই করে লাগানো হয় যাতে কাপড়ের প্রান্তের নিটেনিং এর কাজ সম্পন্ন করা যায়, এরুপ অংশকে ফেসিং বলে। ফেসিং সাধারণত পোশাকের প্রান্তে র আকৃতির (Shape) সাথে সামঞ্জস্য রেখে তৈরী করা হয়।

Faced cloth (ফেসড ক্লথ) 

কাপড়ের সঠিক দিক যদি বিপরীত দিক হতে ভিন্ন রকম হয় তবে তাকে ফেসড ক্লথ বলে। যেমন-পাইল ফেব্রিক, ফ্লানের ফেব্রিক ইত্যাদি।

Fall (ফল)

পোশাকের কলারের যে স্থান বরাবর ভাঁজ করা হয় ঐ স্থান হতে কলারের যে অংশ নিচের দিক কলারের প্রান্ত পর্যন্ত নেমে আসে ঐ অংশকে ফল বলে।

Fagot stitch (ফ্যাগোট স্টিচ) 

এটি এক ধরনের লক স্টিচ, যা এক ধরনের জিগজাগ স্টিচ মেশিনে উৎপন্ন করা হয় এবং দুটি কাপড়ের মধ্যে সামান্য ফাঁক রেখে জিগজাগ স্টিচের দ্বারা সংযুক্ত করা হয়।

Felting (ফেন্টিং)

The process of exposing wool fibers alone or in combination with other fibers to mechanical and chemical action, pressure, moisture, and heat so that they tangle, shrink, and mat to form a compact material.

পশমী অথবা অন্যান্য ফাইবার মিশ্রিত নিবিড় পাকানো চানও তৈরীর বিশেষ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় রাসায়নিক, যান্ত্রিক ক্রিয়া, আর্দ্রতা, চাপ, ইত্যাদির প্রভাবে তারা জট বাঁধে, সংকুচিত হয় যাতে মানুরের মত দৃঢ় বস্তু তৈরী হয়।

Felt (ফেন্ট)

উল, হেয়ার ও ফোর অথবা এগুলোর সংমিশ্রনে তৈরী পাকানো নন ওভেন চাদর বিশেষ। এই ফেণ্ট তৈরী প্রক্রিয়ায় রাসায়নিক ক্রিয়া, যন্ত্রকৌশল, চাপ, বায়ুর আর্দ্রতা, তাপ প্রভৃতির গুরুত্বপূর্ন ভূমিকা আছে।

Feel (ফল)

The end of a piece of fabric that is woven last. To join two pieces of material with the edges folded together using double needle stitching. কাপড়ের শেষপ্রান্ত যা শেষে বুনা হয়েছে। দুইটি সুই বিশিষ্ট সেলাইয়ের মাধ্যমে দুই পরতা কাপড় বা অন্য বস্তুর প্রাপ্ত ভাঁজ করে জোড়া লাগানো।

Fell

তাঁতে যে কাপড় তৈরী হয় সেই কাপড়ের শেষ প্রান্তকে ফেল বলে। The line of termination of the cloth in the loom formed by the last waft thread inserted.

Feeler Motion (ফিলার মোশন)

তাঁত চালু অবস্থায় শাটল এক বক্স থেকে অন্য বক্সে চলাচলের সময় যে মোশনের সাহায্যে শাটলের মধ্যে পড়েন সুতার উপস্থিতি অনুভব করা যায় সে মোশনকে ফিলার মোশন বলে।

Fents ফেন্টস হলো ছোট দৈর্ঘ্যের কাপড় যা পিচ আকারে কাটা হয়। Short lengths of fabric (Perfect or imperfect) cut from an end. piece, or lump. or fabric.

Festoon Dryer (ফেসটুন ড্রায়ার)

একধরনের ড্রায়ার যাতে কাপড়কে লুপের মত ঝুলিয়ে একসারি অনুভূমিক দন্ডের উপর উত্তপ্ত প্রকোষ্ঠের মধ্যে দিয়ে বহন করা হয়।

Fiber number(ফাইবার নাম্বার)

The liner density of a fiber expressed in units such as denier or tex. আঁশ এর রৈখিক ঘনত্ব যা বিভিন্ন একক যেমন ডেনিয়ার অথবা টেক্স এককে প্রকাশ করা হয়।

Fiber length (ফাইবার লেখ)

ক্রিম্প লেন্থ: বাহ্যিক চাপ সরানোর পর আঁশের প্রধান অক্ষ বরাবর যে দৈর্ঘ্য পাওয়া যায় তাকে ক্রিম্প লেন্থ বলে। Fiber fill (ফাইবার ফিল) উৎপাদিত আঁশ যা বিশেষভাবে প্রস্তুত করা হয় এবং যা দিয়ে বালিশ, লেপ, তোষক প্রভৃতি ভরার কাজে ব্যাবহৃত হয়। এ জন্য পলিস্টার আঁশ বিশেষ ভাবে ব্যবহৃত হয়।

Fiber Distribution (ফাইবার ডিসট্রিবিউশন)

In a web, the orientation (random o0r parallel) of fibers and the uniformity of their arrangement. ওয়েভ এ আশ গুলোর এলোমেলো বা সমান্তরাল বিন্যাস এবং তাদেও সমরুপ বিন্যাস।

Fibre strength (আঁশের শক্তি)

আশের শক্তি একটি অন্যতম গুরুত্বপূর্ণ শুন হিসেবে বিবেচিত হয়। যে পরিমান বল প্রয়োগে আঁশ ছিড়ে যায় তাকেই আঁশের শক্তি বলে। আঁশের শক্তি গুরুত্বপূর্ণ কারন আঁশের শক্তি দ্বারাই সুতার শক্তি নির্ধারিত হয়।

আঁশ দূর্বল হলে উৎপাদিত সুতাও দূর্বল হবে। আঁশের শক্তিকে টেনসাইল শক্তি দ্বারা প্রকাশ করা হয়। যার একক হচ্ছে গ্রাম/ টেক্স, গ্রাম/ডেনিয়ার কিংবা সেন্টিনিউটন/টেক্স। আঁশ অতিরিক্ত দূর্বল হলে তা দ্বারা সুতা তৈরী সম্ভব হয় না। এক কথায় বলা যায় শক্তিবিহীন আঁশের জন্য সমস্ত গুণাবলীই অর্থহীন।

Filament (ফিলামেন্ট)

লম্বা অবিচ্ছিন্ন ফাইবারকে ফিলামেন্ট বলে। ফিলামেন্ট দুভাবে ব্যবহার করা হয়। Mono-Filament, Multifilament.

Fibrillation (ফাইব্রিলেশন)

The act or process of forming fibrils. The act of breaking up a fiber, plastic sheet, or similar material into the minute fibrous elements from which the main structure is formed. ক্ষুদ্র তন্ত্র তৈরী করার পদ্ধতি। আঁশ, প্লাষ্টিক পাত বা এই জাতীয় বস্তুকে ভাঙলে যেসব বৃক্ষ তন্ত্র পাওয়া যায় তা দিয়ে প্রধান অবকাঠামো তৈরী হয় ।

What is fabric cutting?

Prepare Your Fabric Establish the Grainline Check your Pattern Sizing Pin your Patterns  CUTTING FABRIC.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *