Ease

Ease

ease meaning in Bengali Ease (ইজি) হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ সহজে নাড়াচাড়া করার সুবিধার্থে ও পোশাক ব্যবহারে আরাম বৃদ্ধির উদ্দেশ্যে শরীরের মাপের থেকেও আরো অতিরিক্ত কাপড় পোশাকের অংশের সাথে ব্যবহার করাকে ইজি বলে ।

Effect of Acid( অম্লের প্রতি ক্রিয়া )

টেক্সাইল দ্রব্যের উপর বিভিন্ন ক্ষেত্রে এসিড ব্যবহার করা হয়। কাজেই বিভিন্ন অবস্থায় এসিডের ক্রিয়া যেমন গুরুত্বপূর্ণ তেমনি টেক্সটাইল দ্রব্যের উপর এসিডের ক্রিয়া জানাও প্রয়োজন।

Effect of Alkalies (ক্ষারের প্রতি ক্রিয়া)

কাপড় ধোয়ার কাজে কিংবা স্কাওরিং, মার্সেরাইজিং সহ বিভিন্ন কাজে ক্ষার ব্যবহৃত হয়ে থাকে। কাজেই বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রকার আঁশের উপর ক্ষারের ক্রিয়া সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন।

Effect of different chemicals ( বিভিন্ন রাসায়নিক দ্রব্যের প্রতি ক্রিয়া)

আধুনিক প্রযুক্তিতে টেক্সাইল দ্রব্য যেমন কাপড়, সুতা ইত্যাদি প্রক্রিয়াজাত করনের সময় বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় । যেমন- বিরঞ্জক দ্রব্য, ডিটারজেন্ট, রং করার সময় বিভিন্ন রাসায়নিক দ্রব্য, ফিনিশিং এর সময় বিভিন্ন রাসায়নিক দ্রব্য ইত্যাদি। টেক্সাটাইল দ্রব্য এমন হওয়া প্রয়োজন যাতে এই সমস্ত রাসায়নিক দ্রব্য উহার কোন ক্ষতি করতে না পারে।

End কাপড়ের মধ্যে লম্বালম্বি যে সুতা থাকে তাকে এন্ড বা ওয়ার্ল্ড ইয়ার্ণ বলে ।

English Cotton Count (Ne) :

১ পা: সুতার মধ্যে ৮৪০ গজের যতগুলো হ্যাংক থাকে ততই তার English Count বা Cotton কাউন্ট। এর ফর্মুলা নিচে দেওয়া হল :

সুতার দৈঘ্য (গজে) ১ পা ৮৪০ গজ সুতার ওজন (পাউন্ড)

Elastic Recovery (ইলাস্টিক রিকভারী):

/ Elasticity (স্থিতিস্থাপকতা) কোন জ্বর উপর বল প্রয়োগে উহার দৈর্ঘ্য বৃদ্ধি এবং বল অপসারন করলে দৈর্ঘ্য পূর্বের অবস্থায় ফিরে যাবার ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। টেক্সটাইল ফাইবারের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা একটি সুবিধাজনক গুন হিসেবে বিবেচিত হয়।

Electromagnetic spectrum : এটা দ্বারা ওয়েভ লেন্থ মেজার করে।

The massive band of electromagnetic waves that pass through the air in different sizes, as measured by wavelength.

Different wavelengths have different properties, but most are invisible- and some are completely undetectable to human beings. Only – wavelengths that are between 380 and 720 nanometers are visible, producing light. Waves outside the visible spectrum include gamma rays, x-rays, microwaves, and radio waves.

Easing-in (ইজিং-ইন)

ছিম তৈরীর সময় একটি কাপড় ছিম বরাবর কিছুটা বেশি ব্যবহার করে ঐ স্থান বরাবর পোশাকের ফুলনেছ আকৃতি ইত্যাদি সৃষ্টি করাকে ইজিং ইন বলে।

Emissive object – An object that emits light. Emission is usually caused by a chemical reaction, such as the burning gasses of the sun or the heated filament of a light bulb.

Epaulet (ইপলেট)

কাঁধ (Shoulder) বরাবর কোট, জ্যাকেট, স্পোর্টস শাট, ইত্যাদিতে যে ফিতা (Strap) ব্যবহার করা হয় তাকে ইপলেট বলে। কাঁধ বরাবর পোশাকের অযাচিত সম্প্রসারণকে রোধ করতে সহায়তা করাই ইপলেট এর মুল কাজ।

Extract

উদকে যখন অন্য কোন আশ যেমন তুলার সাথে ব্লেন্ড করে সুতা বা কাপড় তৈরী করা হয় এবং ঐ সমস্ত কাপড় থেকে সংগৃহীত উল হচ্ছে এক্সটার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *