Dwr

Dwr

Durable water Repellent DWR (ডিওরেবল ওয়াটার রিপ্লেন্ট) Fabrics that retain their durability and their ability to repel water after wearing, washing, and cleaning. Typically involves a fabric with a coating. কোন কাপড়কে পরিধান করলে, ধোলাই বা পরিষ্কার করলে ও যদি তা পানিকে বিকর্ষন করার ক্ষমতা ধরে রাখে। সাধারনত এই ধরনের কাপড় কোটিং করা থাকে।

durable water repellent

Dummy (ডামি) : এটি মানুষের শরীরের হুবহু আকৃতির একটি মডেল যা একটি স্ট্যান্ডের পর দাঁড় করানো থাকে। পোশাকের ফিটিং পরীক্ষা করে দেখার জন্য এটি প্রায়ই ব্যবহার করা হয়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের জন্য বিভিন্ন সাইজের ডামি পাওয়া

Durable press (ডিউরেলব প্রেস) :

এটি একটি বিশেষ ধরনের ফিনিশিং ট্রিটমেন্ট যার ফলে কাপড়ের বা পোশাকের নির্দিষ্ট আকৃতি, আয়তন, ভাঁজ ও প্লিট ইত্যাদি স্থায়ী করে দেওয়া হয় এবং পোশাক ব্যবহার বা ধৌত করলেও উক্ত গুণাগুণ নষ্ট হয় না।

Dust resistant ডাস্ট রেসিসট্যান্ট

এই শব্দটি ঐ কাপড়কে নির্দেশ করে যা খুব নিরেট ভাবে বুনন করা যার ফলে তার ধূলাবালি ভিতরে প্রবেশ করতে প্রতিরোধ করে। A term applied to a fabric that has been tightly woven so that it ressis dustpenetration.

Dyeing

যে প্রক্রিয়ায় ডাই বা পিগমেন্ট অর্থাৎ রঞ্জক দ্রব্যকে আনুসঙ্গিক রাসায়নিক দ্রব্য সহযোগে টেক্সটাইল দ্রব্যে (যেমন আঁশ, সুতা, কাপড় ও পোশাক) প্রয়োগ করে এর ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটানো হয়ে থাকে এবং এই পরিবর্তনের ফলে রঞ্জিত দ্রব্যের উপর আলো প্রতিফলিত হয়ে রঙিন দ্রব্য হিসেবে আমাদের চোখে পতিত হয়, তাকে ডাইং বলে। অন্যভাবে টেক্সটাইল দ্রব্য (যেমন- আঁশ, সুতা কাপড় ও পোশাক) রং দ্রবনে ডুবাইয়া উক্ত দ্রব্যের সর্বত্র একই বর্নের রং ফুটাইয়া তোলার প্রক্রিয়াকে ডাইং বলে।

Dye or dye stuff 

বং বহনকারী ক্রোমোফোর ও অক্সোক্রোম গ্রুপ বিশিষ্ট যে রাসায়নিক যৌগ দ্বারা কোন দ্রব্যে রং ফুটিয়ে তোলা হয় তাকে ডাই বা ডাই ষ্টাফ বলে। অর্থাৎ ভাই হলো একটি রাত্নক পদার্থ যা কোন বস্তুকে রঞ্জিত করে। ডাই বা রং এর মধ্যে দু’টি যৌগ থাকে A soluble colorant • as opposed to pigment, which is insoluble.

Dwr

Dynamic range

এটির মাধ্যমে মান নিরুপন করা হয়। An instrument’s range of measurable values, from the lowest amount it can detect to the highest amount it can handle.

Dye Fleck (ডায় ফ্লেক)

An imperfection in fabric caused by residual undissolved dye. A defect caused by small sections of uncrown thermoplastic yarn that dye deeper that the drawn yarn. অদ্রবনীয় রংয়ের কারনে সংঘটিত কাপড়ের এক ধরনের ত্রুটি। একধরনের ত্রুটি যা আনড্রন থার্মোপ্লাস্টিক সুতার অংশে দেখা যায়।

Dye liquor

রঞ্জনকারী রং দ্রবনকে ডাই লিকার বলে। ডাই লিকারে ডাইষ্টাফ, পানি, কেমিক্যাল ও অক্সিলারিজ থাকে। এখানে পানি দ্রাবক হিসেবে কাজ করে কেমিক্যাল ডাই এর সাথে বিক্রিয়া করে রং স্থায়ী করে এবং অক্সিলারিজ গুলো রং (Dyeing) এর কাজ সম্পাদনে সহায়তা করে।

Dwell time. (ডয়েল টাইম)

The time during a process in which a particular substance remains in one location (e.g., the time during which molten polymer remains in a spinning pack.)

যে কোন প্রক্রিয়ায় কোন একটি নির্দিষ্ট বস্তু একটি স্থান থেকে ভ্রমন করে আবার ঐখানে পৌঁছাতে যে সময় লাগে।

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *