D65 light source meaning

D65 light

D65 light source meaning D65 এটি হলো একটি লাইট সোর্স যা দিয়ে ডাইড করা স্যাম্পুল দেখা হয় । The CIE standard illuminant that represents a color temperature of 6504K. This is the color temperature most widely used in graphic arts industry viewing booths.

Damp cotton ভিজা তুলা

ভিজা আবহাওয়ায় বীজ তুলা তুলে আনলে তুলা ভিজা থাকার সম্ভাবনা থাকে। যা ভালভাবে শুকিয়ে নেয়া দরকার।

Damage:-

যাহা রপ্তানী করার অনুপযোগী পোশাক। পোশাক (Garments ) তৈরীর আগে কাপড় Reject / Damage হইতে পারে যেমন কাপড় বুননের পর রং অথবা শুকানোর জন্য বৈদ্যুতিক গোলযোগ বা কেমিক্যাল জাতীয় গোলযোগের জন্য কাপড় খারাপ হইতে পারে।

আবার পোশাক তৈরী করার পর অসাবধানতার জন্য সুতা কাটার সময় কেটে যেতে পারে অথবা অন্য কোথাও লেগে ছিঁড়ে যেতে পারে। মেশিনের বেল্টে লেগে কালি লাগতে পারে যার জন্য পোশাক খারাপ হতে পারে।

ইস্ত্রি করার পর পোশাক পলিতে ঢোকানোর সময় যদি পানি থেকে যায় বা ভিজা থাকে তাহলে, ছত্রাক বা ফ্যাংগাসের সৃষ্টি হতে পারে এবং এই জন্য পোশাক খারাপ হতে পারে যাহা রপ্তানী করার অনুপযোগী।

Daylight illuminants (CIE):

এটা হলো ডাইং স্যাম্পল চেক করার জন্য আলো । Series of illuminant spectral power distribution curves based on measurements

in 1965. Values are defined for the wavelength region 300 to 830nm. They are described in terms of the correlated color temperature. The most important is D65 because of the closeness of its correlated color temperature to that of illuminant C, 6774K. D75 bluer than D65 and D55 yellower than D65 are also used.

Darning (ডার্নিং)

সুই ও সুতার সাহায্যে কাপড়ের অথবা পোশাকের মধ্যস্থ ত্রুটিসমূহ দূর করাকে ডার্নিং বা মেন্ডিং বলে ।

Dart (ডার্ট)

একটি পোশাকের পৃষ্ঠ হাত ওয়েডজ (Wedge) আকৃতি অপসারণের জন্য সেলাই করে, অথবা কাপড় কেটে এবং সেলাই করে, কাঙ্খিত আকৃতি দেওয়াকে ডার্ট বলে।

Dampening

তুলনামূলক ক্ষমতা শক্তি শোষন এবং এক্সসাইটেশন পরবর্তী স্পন্দন প্রশমিত করার । Damask এটি মসৃন জ্যাকার্ড নকশার কাপড় ।

Dead fibre (মৃত আঁশ)

আঁশ পাকার পূর্বে যদি আঁশ মারা যায় তবেই মৃত আঁশের উৎপত্তি ঘটে। পোকার আক্রমনে বা পড়ের কোন অসুখের কারনে এটা ঘটতে পারে। যা ভাল আঁশের সাথে মিশে যাবার সম্ভাবনা থাকে।

 

Dead wool

মাংশের জন্য জবাই করা ছাড়া অন্য কোন কারনে (যেমন বয়স পূর্ণতার কারনে, কোন রোগ বা দূর্ঘটনা ইত্যাদি) কারনে যখন পশু মারা যায় এবং সেই পশু থেকে যে উল পাওয়া যায় তাকে ডেড উল বলে।

Defect

ত্রুটি বলতে আমরা দোষকে বুঝে থাকি। পোশাক প্রস্তুত করার সময় পোশাকে বিভিন্ন ত্রুটি লক্ষ্যনীয় হয়। ত্রুটি হল পণ্যের ঐ সমস্ত বৈশিষ্ট্য যা তার ব্যবহার যোগ্যতা বা বিক্রয়যোগ্যতা নষ্ট করে।

(ডিফেক্ট বা ত্রুটি হল পণ্যে একটি অপ্রয়োজনীয় বৈশিষ্ট্যের উপস্থিতি অথবা একটি প্রয়োজনীয় বৈশিষ্ট্যের অনুপস্থিতি বা প্রয়োজনীয় বৈশিষ্ট্যের বিকৃত বা ভুলভাবে উপস্থিতি। পোশাকে ময়লা, ছিদ্র, ভুল সেলাই, ডিজাইনের মত সেলাই না করা ইত্যাদি হল পণ্যের ত্রুটি।)

Dent

রিড বা শানার মধ্যে প্রত্যেকটি ফাঁককে ডেন্ট বলে। The unit of a reed, comprising, a reed wire and a space between abjacent wires.

Density (ডেনসিটি)

The mass per unit volume (usually expressed as germs per cubic centimeter). একক আয়তনের ভর।

Denting (cat)

টানার সুতাকে রিড বা সানার ডেন্ট এর মধ্য দিয়ে টেনে নিয়ে যাবার পদ্ধতিকে ডেন্টিং বলে ।

Denier Count (ডেনিয়ার কাউন্ট)

৯০০০ মিটার সুতার ওজন যত গ্রাম উক্ত সুতার ডেনিয়ার তত। এই পদ্ধতি নাইলন, পলিয়েষ্টার সুতার কাউন্ট নিরূপন করা হয়। নিম্নে এর Formula দেওয়া হলো

Derier 

সুতার ওজন (গ্রাম) ৯০০০ মিটার Denier = ১ গ্রাম সুতার দৈর্ঘ্য (মিটার) Denim(ডেনিম) রঙিন টানা সুতার সাথে পড়েন সুতার ব্যবহার করে বুননকৃত ২x১ বা ৩x১ টুইল-এর দৃঢ় বুনন যার মধ্যে প্রায়শই ঈষৎ সাদাটে আভা থাকে।

Desizing (ডিসাইজি)

যে রাসায়নিক পদ্ধতির মাধ্যমে কাপড় হতে স্টার্চ জাতীয় পদার্থ (Size material) দূর করে কাপড়ের পানি শোষন ক্ষমতা বৃদ্ধি এবং পরবর্তী প্রক্রিয়ার উপযোগী করা হয়, তাকে ডি-সাইজিং বলে। The process removal of size materials from greige (gray) fabric to prepare for dyeing. রং  করার প্রস্তুতি হিসাবে গ্রে কাপড় থেকে মাড়ের উপাদান দূর করার প্রক্রিয়া।

D65 light

Density (ঘনত্ব

কোন বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ইহাকে সাধারণত গ্রাম/ সিঃ সিঃ দ্বারা প্রকাশ করা হয়। কোন তন্তুর ঘনত্ব এবং 4°C তাপমাত্রায় পানির ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলে।

আঁশের ঘনত্বের উপর উহা দ্বারা তৈরীকৃত কাপড়ের ওজন অনেকাংশে নির্ভর করে। প্রাকৃতিক আঁশের মধ্যে অ্যাসবেসটস ফাইবারের জনাব খুব বেশী। তুলার ঘনত্বও বেশী। রেশম অপেক্ষাকৃত হালকা তন্ত্র। অলিফিনই একমাত্র ফাইবার যা পানির চেয়ে হালকা।

Deregistering(crimp) (ডিরেজিস্টারিং)

Process of descordering or disaligning the crimp in tow band to produce bulk. টু বেড এর আকার বাড়ানোর জন্য কিম্পর্কে অনুবন্ধ বা অসি প্রক্রিয়া।

Depth (ডেপথ)

The colour quality (q.v.), an increase in which associated present, all other conditions (viewing, etc.) remaining the same. রং একটি গুন; যা অন্য সব অবস্থাকে ঠিক রেখে রংয়ের উপস্থিতির পরিমাপ বেশি হওয়াকে বুঝায়।

Dents/inch (জেন্টস)

A unit of measure which denotes the number of reed wires and spaces between adjacent wires in one inch. প্রতি ইঞ্চিতে রিডের তার ও পরপর দুইটি তারের মধ্যকার ফাঁকা জায়গাকে প্রকাশ করার একটি পরিমাপ একক।

Deep Dyeing variants (ডিপ ডায়িং ভেরিয়ান্টস)

রং করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য রাসায়নিক ভাবে রুপান্তরিত পলিমার। এর দ্বারা তৈরী তন্তু এবং কাপড় খুব গাঢ় রং করা হয়।

Delayed deformation (ডিলেইট ডিফরমেশন)

যে বিলম্বিত বিকৃতি সময়ের উপর নির্ভরশীল এবং নিরন্তন বল প্রয়োগে বস্তু এটা প্ৰদৰ্শন করে। প্রয়োগকৃত বল প্রত্যাহার করলে তা পূনরুদ্ধার করা যেতে পারে।

Degumming (ডিগামিং)

The removal of gum from silk by boiling in a mildly alkaline solution. Usually accomplished on the knit or woven fabric. হালকা ক্ষারীয় দ্রবনে ফুটিয়ে রেশম থেকে আঠা দূর করার প্রক্রিয়া। এটি সচরাচর নিট বা ওভেন কাপড়ে করা হয়।

Degree of polymerization (ডিগ্রি অফ পলিমারিজেশন)

একটি পলিমারের মধ্যে মনোমারের সংখ্যাকে বুঝায়। এটিকে প্রক্রিয়াজাত করনের সময় নিয়ন্ত্রন করা যায় যা সর্বশেষ উৎপন্ন দ্রব্যের বৈশিষ্ট্যকে প্রভাবিত করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *