Ceramic fiber

Ceramic fiber

ceramic fiber এ ধরনের ফাইবার বিশেষ বৈশিষ্ট্যে উৎপাদিত হচ্ছে যাদের প্রাকৃতিক ফাইবারের সাথে তুলনা করা যায়। রেয়ন ফাইবার বহুল পরিমাণে শিল্প দ্রব্য (Industrial Product) হিসেবে ব্যবহৃত হয়।

Ceramic fiber

এটি ১২০০° সে তাপমাত্রায় উত্তপ্ত করে তৈরী করা হয়। এই ধরনের আঁশ ১ সে.মি. পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং অধিক শক্তিশালী। An aluminum silicate fiber made by heating aluminum fluoride at 1000-1200°C with silica and water vapor.

Centrifuge: refractory ceramic fiber

এটি এমন এক যন্ত্র যা কাপড় থেকে অতিরিক্ত পানি বের করে দিতে কেন্দ্রাপসারী বল প্রয়োগ করে। A machine that employs centrifugal force to remove excess liquid from fabrics.

Cellulose degradation (সেলুলোজ ডিগ্রেডেশন)

পোকা মাকড়ের আক্রমনে অথবা অধিক মাত্রায় কীটনাশক ব্যবহার করলে কীটনাশক তুলায় লেগে গেলে তুলার সেলুলোজ নষ্ট হয়ে যায়।

C.F. Line (সি.এফ. লাইন)

শার্টের সন্মুখের দিকে কলার হতে নিচ পর্যন্ত যে রেখা বরাবর বোতাম লাগানো হয় ঐ রেখাকে সি.এফ. লাইন বলে ।

Chroma/chromaticity বিভিন কালারের ক্রোমা বিভিন্ন হয়। ক্রোমাই হলো কালারের মুল বিষয়।

The intensity or saturation level of a particular hue, defined as the distance of departure of a chromatic color from the neutral (gray) color with the same value.

In an additive color mixing environment, imagine mixing a neutral gray and a vivid red with the same value.

Starting with the neutral gray, add small amounts of red until the vivid red color is achieved. The resulting scale obtained would represent increasing chromna.

The scale begins at zero for neutral colors, but has no arbitrary end. Munsell originally established 10 as the highest chroma for a vermilion pigment and related other pigments to it. Other pigments with higher chroma were noted, but the original scale remained.

The chroma scale for normal reflecting materials may extend as high as 20, and for fluorescent materials it may be as high as 30.

Cohesion (কোহেসন)

একটি আঁশের সাথে অন্য আঁশের জড়িয়ে বা লেগে থাকার প্রবণতাকেই Cohesion প্রবনতা বলে। যে কোন তন্তু থেকে সূতা তৈরীর ক্ষেত্রে তন্তুর Cohesion গুন থাকা প্রয়োজন।

Cohesion গুন সুতা তৈরীতে যেমন সহায়তা করে তেমনি তৈরীকৃষ্ণ সুতাকে শক্তিদানে সাহায্য করে। প্রাকৃতিক আঁশে প্রকৃতিগতভাবে এই শুন বিদ্যমান; কিন্তু কৃত্রিম আঁশের বেলায় তন্তুতে ক্রিম্প দিয়ে এই গুন আনয়ন করা হয়। তবে ফিলামেন্ট এর ক্ষেত্রে এই গুন তেমন তাৎপর্যপূর্ণ নয়।

Chromaticity coordinates (CIE):

The ratios of each of the three tristimulus values X, Y and Z in relation to the sum of the three-designated as x, y and z respectively.

They are sometimes referred to as the trichromatic coefficients. When written without subscripts, they are assumed to have been calculated for illuminant C and the 2° (1931) standard observer unless specified otherwise.

If they have been 21obtained for other illuminants or observers, a subscript describing the observer or illuminant should be used. For example, x10 and y10 are chromaticity coordinates for the 10° observer and illuminant C.

Chromaticity diagram (CIE)

A two-dimensional graph of the chromaticity coordinates (x as the abscissa and y as the ordinate), which shows the spectrum locus (chromaticity coordinates of monochromatic light, 380- 770nm). It has many useful properties for comparing colors of both luminous and non-luminous materials.

CIE :

এটা হলো কালার এবং কালার পরিমাপ করার প্রাথমিক/আদি অরগানাইজেশন। (Commission Internationale de l’Eclairage) The International Commission on Illumination, the primary international” organization concerned with color and color measurement.

CIE 1976 L*a*b* color space – A uniform color space utilizing an Adams-Nickerson cube root formula, adopted by the CIE in 1976 for use in the measurement of small color differences. CIE 1976 L*u*v* color space – A uniform color space adopted in 1976. Appropriate for use in additive mixing of light (e.g… color TV).

Ceramic fiber

CIE chromaticity coordinates – See chromaticity coordinates

(CIE).

CIE chromaticity diagram – See chromaticity diagram (CIE).

CIE daylight illuminants – See daylight illuminants (CIE). !

CIE luminosity function (y)-See luminosity function (CIE).

CIE standard illuminants – See standard illuminants (CIE).

CIE standard observer – See standard observer (CIE).

CIE tristimulus values – See tristimulus values (CIE).

Chalk (চক)

পাইপ (Pipe clay) বা খড়িমাটির পাতলা ক্রিকোণাকৃতির বা চতুর্ভুজ আকৃতির টুকরা যা কাপড়ের উপর মার্কিং এর জন্য ব্যবহার করা হয়, এরুপ পদার্থকে চক বলে ।

Check spikes (চেক স্পাইক) :

এটি ইস্পাতের তৈরী ১৫-২০ সেন্টিমিটার লম্বা পিন যা চেক কাপড়ে স্প্রেডিং করার সময় কাপড়ের চেক মেচিং এর জন্য ব্যবহার করা হয়।

Channel (চ্যানেল) :

পোশাকের মধ্যে একাধিক পরতা কাপড় দ্বারা চিকন ও লম্বা পেছেজ (Passage) তৈরী করা হয় তাকে চ্যানেল বলে। সাধারণত কর্ড (Cord) বা ঐ জাতীয় কোন পদার্থকে উক্ত পেছেজ এর মধ্যে স্থাপনের জন্য চ্যানেল তৈরী করা হয়।

Cheese (চিজ) :

এটি সিলিন্ডার আকৃতির সুতার প্যাকেজ, যার মধ্যে আড়াআড়িভাবে (Cross-Wound)। সুতা জড়ানো হয় এবং উক্ত প্যাকেজের কোন ফ্রেন্ড থাকে না।

Chroma (ক্রোমা) :

ক্রোমা শব্দটি বা পরিভাষাটি ব্যবহার করে কোন একটি রং এর নিরপেক্ষ অবস্থার তুলনায় গভীরতা বা গাঢ়ত্ব বুঝানো হয়ে থাকে ।

what is ceramic fiber?

এটি ১২০০° সে তাপমাত্রায় উত্তপ্ত করে তৈরী করা হয়। এই ধরনের আঁশ ১ সে.মি. পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং অধিক শক্তিশালী। An aluminum silicate fiber made by heating aluminum fluoride at 1000-1200°C with silica and water vapor.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *