Block print design

Block print design
Rate this post

Block print design

Block print design কাপড়ে রঙিন নকশা ছাপার একটি পদ্ধতি যেখানে নকশা খোদাই করা কাঠ বা ধাতব ব্লক ব্যবহার করা হয় । এ পদ্ধতিতে রঙের কাদাটে মিশ্রন কাটা ব্লক এ লাগিয়ে দেওয়া হয় ।

Bloom

এটা হচেছ দৃশ্যতঃ রঙিন কাপড়ের উজ্জ্বলতা যা অনুভূত হয় সরাসরি উপর থেকে কাপড়টির দিকে তাকালে ।

The appearance of brightness of a dyed fabric when the fabrics is viewed across the top while held at eye level.

Blow-Room

ব্লো- শব্দের আভিধানিক অর্থ বাতাস প্রবাহ এবং রুম অর্থ কক্ষ । কাজেই আভিধানিক অর্থ অনুযায়ী যে কক্ষে বাতাস প্রবাহিত করা হয় তাই ব্রো রুম । তবে টেক্সটাইল – এর ভাষায় ব্রো – রুম অন্য অর্থ বহন করে ।

Blow-Room

কোন নির্দিষ্ট মেশিনের নাম নয় । পর পর সাজিয়ে রাখা কতগুলো মেশিনের সমষ্টিকে ব্রো – রুম লাইন বলা হয় । যেখানে প্লাকার , ওপেনিং ও ক্লিনিং মেশিন সমূহ , মিক্সিং / ব্লেন্ডিং মেশিন , ল্যাপ ফরমিং ইউনিট বা চুট ইত্যাদি বিদ্যমান ।

Blow-down

দূষন রোধে পর্যায়ক্রমিক বা ধারাবাহিকভাবে কোন মিশ্রন প্রয়োগ করা ।

Periodic or continuous draw – off of a mixture from a system to prevent building up of contaminants.

Blue wool light fastness standard

এই পদার্থ গুলোর অস্থায়ী ধর্মের কারনে এরা তাপ ও আর্দ্রতার উপরও সংবেদনশীল এবং এটা দেখা যায় পরীক্ষার আগে ও পরে এবং মেজারমেন্ট এর আগে ।

Bodkin ( বডকিন )

কাপড়ের মধ্যে ছিদ্র করার ছোট যন্ত্রকে বড়কিন বলে ।

Box pleat (বক্স প্লেট)

কাপড় ভাজ করে একটি বিশেষ আকৃতি দেওয়া হয় যার ফলে ঐ স্থান বরাবর কাপড় সম্প্রসারিত হতে পারে , এরুপ অংশকে প্লিট বলে । প্লিটের একটি বিশেষ স্বরুপকে বক্স প্লেট বলে ।

Bodice ( বডিছ )

neck এর নিচ হতে waist পর্যন্ত অংশকে বড়িছ বলে । The Portion of the ladies apparel from the neck down to waist .

Boardy

খুব শক্ত কাপড় বর্ননা করার ক্ষেত্রে এই নামকরন ব্যবহার করা হয় ।

A team used to describe a fabric with a very stiff hand.

Box Motion ( বস মোশন )

কাপড়ের মধ্যে বিভিন পড়েন সুতা ব্যবহার করে কাপড়কে অলংকৃত করার জন্য যে মোশন এর সাহায্যে দুই বা ততোধিক বক্সকে চালনা করা হয় তাকে বক্স মোশন বলে ।

Bobbin

সিলিন্ডার আকৃতির অথবা কিছুটা কোনাকৃতির টিউব যার দুইপাশে ফ্লাঞ্জ থাকতে পারে আবার নাও পারে । এর মধ্যে রোভিং বা সুতা জড়ানো হয় । A cylindrical or slightly tapered barrel with or without flanges for holding slubbings  rovings  or yarns.

Bobtex / ics yarn system

যেখানে ফিলামেন্ট সুতার সাথে প্রত্যেকটি আলাদা আলাদা ফাইবারকে থার্মোপ্লাস্টিক , অথবা এডহেসিভ কোটিং দ্বারা দৃঢ়ভাবে যুক্তভাবে যুক্ত করে দেয়া হয় । একটি স্পান ইয়ার্ন উৎপাদন পদ্ধতি

BOD

পানিতে অবস্থিত দূষন সৃষ্টিকারী জৈবযৌগ ব্যাক্টেরিয়া কর্তৃক ভেঙে দিতে যে পরিমান অক্সিজেনের প্রয়োজন হয়।পুর্ন নাম বায়ো – কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ।

Body

যা কাপড়ের মূল এবং বিস্তৃত অংশ একটি কাপড়ের জমিন । The compact , solid , or firm feel of a fabric.

Boiling water shrinkage এই পরীক্ষা রশি , সুতা অথবা উচ্চ সংকোচনশীল ফাইবারের ক্ষেত্রে প্রযোজ্য যা তার সংকোচন পরিমাপ করে । A test designed to measure shrinkage in a cord , yarn , or high shrinkage fiber when it is immersed in boiling water while under a tension of 0.05 grams / denier.

Bolt

বিভিন্ন দৈর্ঘ্যর কাপড়ের রোল বা টুকরো । A roll or piece of fabric of varying length .

Bonded fabric

এই কাপড়ের দুই বা ততোধিক স্তর থাকে যারা পরস্পরের সাথে রেজিন , রাবার , ফোম অথবা এডহেসিভ দ্বারা যুক্ত হয়ে এক স্তর বিশিষ্ট কাপড় তৈরী করে ।

A fabric containing tow or more layers of cloth joined together with resin , rubber , foam or adhesive to form one ply.

Bonding

কাপড় – ফোম বন্ডিং এর জন্য তাপ পদ্ধতি এবং কাপড় – কাপড় বন্ডিং এর জন্য আঠা পদ্ধতি ব্যবহার হয়।দুই বা ততোধিক কাপড়কে অথবা একটি কাপড়ের সাথে একটি প্লাস্টিক ফোমের এডহেসিভ দ্বারা সংযুক্ত হওয়াকে বন্ডিং বলে ।

A process for adhesive laminating two or more fabrics or fabric and a layer of plastic foam . There are two methods : the flame method used for bonding foam and the adhesive method used for bonding face and backing fabrics.

Bonding with binder fibers

নিম্ন তাপমাত্রায় গলন সম্পন্ন বিশেষ ধরনের ফাইবারের সাথে অন্যান্য ফাইবারের একটি ওয়েবের মধ্যে মিশ্রিত হওয়া , যার ফলে নিম্ন তাপমাত্রাতেই একটি সুষম বন্ডিং তৈরী হয় ।

Bond strength

যে পরিমান বলের প্রয়োজন হয় ওভেন অথবা নিটিং কাপড়কে তার সাথে বন্ড দ্বারা যুক্ত অন্য কোন কাপড় থেকে খুলে আনতে । কিছু অবুনন কাপড়ের ক্ষেত্রে তার ফিউশন পয়েন্ট অতিক্রম করতে যে শক্তি দরকার হয় তাকে বন্ড স্ট্রেনথ বলে।

Bonded fabric

এটা একাধিক স্তর বিশিষ্ট কাপড় যার সম্মুখদিকের কাপড়ের স্তর পিছনের দিকের কাপড়ের স্তরের সাথে এডহেসিভ দ্বারা এমন ভাবে যুক্ত থাকবে যা কাপড়ের পুরুত্বের তেমন কোন পরিবর্তন ঘটবে না।

Book cloth

এটা প্রিন্ট্রের কাপড় যা পাইরক্সিলিন অথবা স্টার্চ বা গাম দ্বারা বই বাধানোর কাজে ব্যবহৃত হয়।

Print cloth treated with pyroxylin or starch and clay and used in bookbinding.

Boron Fiber

উড়োজাহাজ এবং মহাকাশ গবেষনা এ কাজে ব্যবহারের জন্য এই ফাইবার তৈরী হয় । A vapor deposited filament made by depositing boron on a heated tungsten wire. These fibers are being developed for use in aircraft and space applications They can be woven into fabrics .

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *