Bilateral fibers এর কাজ কি

Bilateral fibers এর কাজ কি

Bilateral fibers এর কাজ কি

Bilateral fibers এর কাজ কি Bilateral fibers দুইটি ভিন্ন প্রজাতির ফাইবার পাশাপাশি সহবস্থানের মাধ্যমে যে নতুন ফাইবার তৈরী হয় ।

Two generic fibers or variants of the same generic fiber extruded in a side – by – side relationship.

Binder

এটি একটি আঠালো পদার্থ যা একটি উপযুক্ত দ্রাবকের সাথে ব্যবহার করে ফাইবারকে পরস্পরের সাথে সংযুক্ত করার মাধ্যমে শীট তৈরী করে । অথবা একটি শিটকে আরেকটি শিটের সাথে যুক্ত করে ।

An adhesive applied with a solvent or a softenable plastic melted to bond fibers together in a web or to bind one web to another.

Binder content

ফাইবারকে একসাথে যুক্ত করে শীট তৈরীর জন্য যে পরিমান আঠালো পদার্থ দরকার তাই হচ্ছে কনটেন্ট যা কাপড়ের ওজনের শতকরা হারে প্রকাশ করা হয় ।

The weight of adhesive used to bond the fibers of a web together . Usually expressed as percent of fabric weight.

Binder fibers

এই ফাইবার গুলো শিট এর ভিতর আঠালো পদার্থ হিসাবে কাজ করে কারন অন্যান্য ফাইবারের তুলনায় এদের সফ্টনিং পয়েন্ট কম থাকে ।

Fibers that can act as an adhesive in a web because their softening point is relatively low compared with that of the other fibers in the material.

Biochemical oxygen demand ( B.O.D )

এটি এরোবিক বায়োকেমিকাল একশন এ দূষিত পানিতে অবস্থিত জৈব অনু ভেঙ্গে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমান প্রকাশ করে।এটা একটি আদর্শ পরীক্ষা যা সরবরাহকৃত পানির দূষন মাত্রা সম্পর্কে ধারনা দেয় । এটা পানিতে অক্সিজেনের পরিমান প্রকাশ করে ।

A standard test for estimating the degree of contamination of water supplies . It is expressed as the quanitity of dissolved oxygen ( in mg / liter ) required during stabilization of the decomposable organic matter by aerobic biochemical action.

Birdseye

এটা ডবি লুমে তৈরী হওয়া কাপড়ের ক্ষেত্রে ব্যবহৃত একটি ডিজাইনের নাম ।

A generic term describing a cloth woven on dobby loom with a geometric pattern having a center dot resembling a birds eye. Originally Birdseye was made of cotton and used as diaper cloth because of its absorbent qualities but now the weave is made from a variety of fibers or fiber bends for many different end uses.

Birefringence

অধিক সুবন্যস্ত ফাইবারের বায়্যারফ্রিংগেঞ্জ ভেলু বেশী হয়ে থাকে । এটা আলোর গতিপথ নির্দেশক সঙ্গা যা দ্বিপ্রতিসরন বুঝায় । যে কোন ফাইবারের অনুগুলোর অবস্থান এবং তাদের অবস্থান বিন্যাস সম্পর্কিত ধারনা পাওয়ার পরীক্ষায় এটি ব্যবহৃত হয় ।

An optical term meaning double refraction , and used in examination of manufactured fibers to measure the degree of molecular orientation effected by stretching of drawing .

Bleaching ( রিচিং )

যে পদ্ধতির সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল দ্রব্য ( সুতা , কাপড় ) হতে প্রাকৃতিক রং দুর করে একে ধবধবে সাদা ও শোষন ক্ষমতা বৃদ্ধি করতঃ পরবর্তী প্রক্রিয়ার জন্য উপযোগী করা হয় তাকে ব্লিচিং বলে ।

Bleaching agent

বিভিন্ন জারক পদার্থ যেমনঃ সোডিয়াম অথবা ক্যালসিয়াম হাইপোক্লোরাইট , সোডিয়াম ক্লোরাইট , পারম্যাংগানেট , হাইড্রোজেন পারঅক্সাইড ও বিভিন্ন বিজারক পদার্থ যেমন সালফার ডাই অক্সাইড ও সোডিয়াম বাই সালফাইট বিরঞ্জক হিসাবে ব্যবহৃত হয় । বিরঞ্জক এটি একটি রাসায়নিক উপাদান যা বিরঞ্জন ঘটাতে সক্ষম ।

A chemical reagent capable of bleaching , e.g. oxidizing agents such as sodium or calcium hypochlorite , sodium chlorite , permanganates , hydrogen peroxide , and reducing agents such as sulphur dioxide and sodium bisulphate.

Blade ( ব্লেড ) 0

নিডিলের ছিদ্র হতে সোল্ডার পর্যন্ত যে লম্বা অংশ উহাকে ব্লেড বলে । ইহা নিডিলের সবচেয়ে লম্বা অংশ এবং এ অংশেই কাপড়ের সাথে বেশী ঘর্ষণ হয় ।

Blowing ( ব্লয়িং )

ভ্যাকুয়ামতে বাতাসের সাহায্যে গার্মেন্টস বা পোশাককে আয়রন করা হয় । Bluff Edge ( ব্লাফ এডজ ) পোশাকের শেষের দিকের সেলাই যেটিকে ব্লাফ এডজ বলে । The portion that lie outside the stitch line at the end of a apparel.

Black

কম সেসুরেশন এর রং কে ব্লেক বলে ।

In theory , the complete absorption of incident light ; the absence of any reflection . In practice , any color that is close to this ideal i.e. , a color of very low in a relative viewing situation saturation and very low luminance .

Blind stitch ( ব্লাইড স্টিচ )

এটি একটি বিষেশ ধরনের স্টিচ যা কাপড়কে সম্পূর্ণভাবে ভেদ করার পরিবর্তে আংশিকভাবে ভেদ করে কাপড় সেলাই করে । এ ধরনের সেলাইকৃত অংশে সেলাই সুতা কাপড়ের সন্মুখ ভাগ হতে দেখা যায় না কিন্তু পিছনের দিক হতে দেখা যায় ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *