সমাজবিজ্ঞান ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন HSC ২০২৩- ২০২৪

সমাজবিজ্ঞান ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন HSC ২০২২
সমাজবিজ্ঞান ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন HSC ২০২২

সমাজবিজ্ঞান ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন HSC ২০২৩

এইচএসসি পরীক্ষা- ২০২৩ শেষ মুহুর্তের প্রস্তুতি

সমাজবিজ্ঞান-১ম পত

সমাজবিজ্ঞান – প্রথম পত্র বিষয়ের যে অধ্যায়গুলো পরীক্ষায় আছে

গুরুত্বপূর্ণ সাজেশন 

অধ্যায়ঃ     ১০        বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ  
অধ্যায়ঃ ১ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ  
অধ্যায়ঃ ৪ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় অধ্যায় এখানে অধ্যায় আছে-৮টি প্রশ্ন আসবে ১১টি উত্তর দিতে হবে মাত্র ৪টি
অধ্যায়ঃ ৫ সামাজিক প্রতিষ্ঠান  
অধ্যায়ঃ ৬ সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান  
অধ্যায়ঃ ৭ সামাজিকীকরণ প্রক্রিয়া  
অধ্যায়ঃ ৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা  
অধ্যায়ঃ ১১ সামাজিক পরিবর্তন  

 

এখান থেকে যেকোনো ২/৩টি অধ্যায় বাদ দিলেও সহজেই ৪টি প্রশ্ন কমন পড়বে। তাই যার কাছে যে অধ্যায়গুলো কঠিন লাগে, সেখান থেকে কমপক্ষে ২/৩টি অধ্যায় বাদ দিতে পারব

‘ক’ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ (জ্ঞানমূলক যায়) প্রশ্ন

১ম অধ্যায়: সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ

১। সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান’-উক্তিটি কার?

উত্তর: উক্তিটি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের

২। Sociology শব্দটি সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে ব্যবহৃত হয়?

উত্তর: ১৮৩৯ খ্রিস্টাব্দে ।

৩। কোন দুটি শব্দ থেকে Sociology শব্দের উৎপত্তি হয়েছে?

উত্তর: ল্যাটিন শব্দ Socius এবং গ্রিক শব্দ Logos-এর সমন্বয়ে শব্দের উৎপত্তি হয়েছে।

৪। সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে – সংজ্ঞাটি কোন সমাজবিজ্ঞানীর?

উত্তর: সংজ্ঞাটি স্কটিশ সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের।

৫। সমাজবিজ্ঞান কী?

উত্তর: বিজ্ঞানের যে শাখা মানবাচরণ ও সম্পর্কে পঠন-পাঠন এবং গবেষণা করে তাই

সমাজবিজ্ঞান।

৬। সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য কী?

উত্তর: সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য হলো সামাজিক সম্পর্ক বিশ্লেষণ।

৭। । সমাজবিজ্ঞানের 

প্রধান আলোচ্য বিষয় কী?

উত্তর: সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সমাজবদ্ধ মানুষের বিভিন্ন ধরনের সামাজিক

সম্পর্ক।

৮। সমাজবিজ্ঞানের জনক কে?

উত্তর: সমাজবিজ্ঞানের জনক ফরাসি দার্শনিক ও সমাজতাত্ত্বিক অগাস্ট কোঁৎ।

৯। সমাজবিজ্ঞানের আদি জনক কে?

উত্তর: সমাজবিজ্ঞানের

আদি জনক চতুর্দশ শতকের দার্শনিক ইবনে খালদুন।

১০। শব্দটি সর্বপ্রথম কোন গ্রন্থে ব্যবহার করা হয়?

উত্তর: Sociology শব্দটি সর্বপ্রথম ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ রচিত “The Nite Positive

Philosophy’ গ্রন্থে ব্যবহার করা হয়। হয়।

১১। ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান- উক্তিটি কার?

উত্তর: উক্তিটি সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁতের

১২। ল্যাটিন ‘Socius” শব্দ এর অর্থ কী?

উত্তর: Socius’-শব্দ এর অর্থ Companion বা সঙ্গী।

৪র্থ অধ্যায়: জবিজ্ঞানের মৌ প্রত্যয়।

১। সমাজকাঠামো কী?

উত্তর: সমাজের প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীর যৌগিক সমন্বয়ে যে কাঠামো গড়ে ওঠে তাই

সমাজকাঠামো।

২। প্রথা কী?

উত্তর: সমাজ স্বীকৃত আচরণবিধি বা কার্যপ্রণালিকে প্রথা বলে।

৩। লোকরীতি কী?

উত্তর: লোকরীতি হচ্ছে সমাজের আদর্শ বা মানসম্মত আচরণ যা সমাজের

আদর্শ বা মানসম্মত আচ

স্যদের জন্য

অবশ্য পালনীয়।

৪। সামাজিক নিয়ন্ত্রণ কী?

 উত্তর: সামাজিক নিয়ন্ত্রণ হলো সেই শক্তি যা ব্যক্তিকে নির্ধারিত ও স্বীকৃত পন্থায় আচরণ করতে উৎসাহিত করে।

৫। সমাজবিজ্ঞানী হাবার্ট স্পেন্সার বসতির ভিত্তিতে সমাজকে কয় ভাগে বিভক্ত করেছেন?

উত্তর: তিন ভাগে ভাগ করেছেন।

৬। সমাজকাঠামোর ধারণাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?

উত্তর: ইংরেজ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার।

 ৭। উঁচু-নীচু শ্রেণির ক্রমানুসার সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতাই সামাজিক

স্তরবিন্যাস’-উক্তিটি কার?

উত্তর: উক্তিটি রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান সমাজবিজ্ঞানী পিতিরিম সরোকিনের।

৮। সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয় হিসেবে বিবেচিত হয় কোনটি?

উত্তর: সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয় হিসেবে বিবেচিত হয় সমাজকাঠামো প্রত্যয়টি

ত হিসেবে বিবেচিত হয় সম

৯। সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ কোনটি?

উত্তর: সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ দাসপ্রথা।

১০। জাতিবর্ণ প্রথা কী?

উত্তর: জন্মসূত্রে নির্ধারিত হিন্দু সমাজের সামাজিক ও ধর্মীয় স্তরবিন্যাস হচ্ছে জাতিবর্ণ প্রথা।

১১। সামাজিক নিয়ন্ত্রণের মূল লক্ষ্য কী?

উত্তর: সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সংহতিকে জোরদার করা ।

১২। সামাজিক নিয়ন্ত্রণের প্রথম বাহন কোনটি?

উত্তর: সামাজিক নিয়ন্ত্রণের প্রথম বাহন পরিবার

১৩। Caste কী?

উত্তর: Caste শব্দের অর্থ বংশ বা বংশগত গুণাবলি। এর দ্বারা জাতিবর্ণ প্রথাকে বোঝায়। 

 ১। একটি শিশুর সামাজিকীকরণের র প্রধান মাধ্যম কোনি

উত্তর: একটি শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম হলো পরিবার

৫ম অধ্যায়: সামাজিক প্রতিষ্ঠান

২। সম্প্রদায় কী?

উত্তর: নির্দিষ্ট একটি অঞ্চলে একটি জনগোষ্ঠীর সুসংহত জীবনযাপনকে সম্প্রদায় হিসেবে

আখ্যায়িত করা হয়। ৩। জ্ঞাতিসম্পর্ক কী?

উত্তর: জ্ঞাতিসম্পর্ক বলতে আত্মীয়-স্বজন বা জ্ঞাতি জনে মধ্যকার সম্পর্ককে বোঝায়।

৪। মাতৃসূত্রীয় পরিবার কী?

উত্তর: যে পরিবারের সন্তান-সন্ততির ওপর বংশনাম বা মর্যাদা ও সম্পত্তি মাতার দিক থেকে বর্তায় তাই মাতৃসূত্রীয় পরিবার।

৫। কোন সমাজে বহুস্বামী বিবাহ প্রচলিত রয়েছে?

উত্তর: দক্ষিণ ভারতের টোডা উপজাতি এবং তিব্বতীয়দের মধ্যে বহুস্বামী বিবাহ প্রচলিত রয়েছে।

৬। জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতিই জ্ঞাতিসম্পর্ক-উক্তিটি কার?

উত্তর: উক্তিটি ব্রিটিশ নৃবিজ্ঞানী রিভার্স-এর। সুজি জাতি সম্পর্ক-উকি

৭। জতিসম্পর্ক প্রধানত কত প্রকার

উত্তর: জ্ঞাতিসম্পর্ক প্রধানত চার প্রকার।

 ৮। শ্বশুর-শাশুড়ি কোন ধরনের জ্ঞাতিসম্পর্ক?

উত্তর: শ্বশুর-শাশুড়ির বৈবাহিক জ্ঞাতিসম্পর্ক।

৯। ‘একক পরিবারের প্রভাবেই রক্ত সম্পর্কীয় জ্ঞাতির সৃষ্টি হয়েছে-উক্তিটি

উত্তর: উক্তিটি এডওয়ার্ড ওয়েস্টারমার্কের। OB

১০। ‘Kinship’ অর্থ কী?

উত্তর: ‘Kinship’ অর্থ জ্ঞাতিসম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক।

১১। কোন ধরনের জ্ঞাতিসম্পর্ক উদ্দেশ্য প্রণোদিত?

উত্তর: কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক উদ্দেশ্য প্রণোদিত।

১২। বৈবাহিক জ্ঞাতি বলতে কী বোঝ?

উত্তর: যারা বৈবাহিক সূত্রে সম্পর্কযুক্ত তাদেরকে বলা হয় বৈবাহিক জ্ঞাতি।

১৩। কোনটি সমাজ সংগঠনের মূল প্রতিপাদ্য বিষয়?

উত্তর: জ্ঞাতিসম্পর্ক সমাজ সংগঠনের মূল প্রতিপাদ্য বিষয় ।

১৪ । একক বিবাহ কী?

উত্তর: যখন একজন পুরুষ একজন নারীকে বিবাহ করে তখন তাকে একক বিবাহ বলে।

১৫। গ্রামীণ রাজনৈতিক কর্মকান্ডে কোন সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা বিশেষ গুরুত্বের দাবিদার?

উত্তর: গ্রামের রাজনৈতিক কর্মকান্ডে জ্ঞাতিসম্পর্কের ভূমিকা বিশেষ গুরুত্বের দাবিদার ।

১৬। সামাজিক নৃবিজ্ঞানের জনক কে?

উত্তর: সামাজিক নৃবিজ্ঞানের জনক হলেন আমেরিকান সামাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গ্যান।

৮ম অধ্যায়: সামাজিক স্তরবিন্যাস ও অসমতা।

১। জেন্ডার কী?

উত্তর: জেন্ডার হলো নারী-পুরুষের মধ্যে অনুভূত পার্থক্যের ভিত্তিতে গঠিত সামাজিক সম্পর্ক।

। আমাদের দেশে কাদের প্রবীণ বলে গণ্য করা হয়?

প্রবীণ বলে

উত্তর: আমাদের দেশে সাধারণত ষাটোর্ধ্ব মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয়।

তম রূপ কোনটি?OB ১। সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ কোনটি?

উত্তর: সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ দাসপ্রথা।

৪। বয়সবৈষম্যবাদ কী?

উত্তর: বয়স বৈষম্যবাদ বলতে কেবল বয়সের কারণে কোনো বয়স-গোষ্ঠী বা তার কোনো সদস্যদের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও বৈষম্যমূলক আচরণ করাকে বুঝায় ।

৫। অবসর গ্রহণ তত্ত্বের উদ্ভাবক কে?

উত্তর: অবসর গ্রহণ তত্ত্বের উদ্ভাবক আমেরিকান সমাজবিজ্ঞানী কামিং ও হেনরি।

৬। ‘Ageism’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘Ageism’ শব্দের অর্থ বয়স বৈষম্যবাদ।

৭। সক্রিয়তা তত্ত্বের মূল কথা কী ?

উত্তর: সক্রিয়তা তত্ত্বের মূলকথা হচ্ছে সব বয়সের সব লোকের জন্য সামাজিক কাজকর্ম হচ্ছে মানবজীবনের অস্তিত্বের স্বাক্ষর।

৮। জাতিসংঘ কত সাল থেকে ‘International Day of Older Persons’ পালন করে আসছে?

উত্তর: ১৯৯০ সাল থেকে।

৯। এস্টেট প্রথা কী?

উত্তর: এস্টেট প্রথা হলো ভূমির ওপর ভিত্তি করে গড়ে ওঠা মধ্যযুগের একটি বিশেষ সামাজিক স্তরবিন্যাস। 

১০। শ্রেণি কী?

উত্তর: শ্রেণি বলতে একই আয় ও একই ধরনের সুযোগ-সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বুঝায় ।

১১। বাংলাদেশের বিচারপতিদের অবসরের সময়সীমা কত?

উত্তর: ৬৭ বছর।

 ১১ অধ্যায: সামাজিক পরিবর্তন।

 ১। সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও

উত্তর: সামাজিক পরিবর্তন হলো মানুষের জীবনপ্রণালির পরিবর্তন।

২। সামাজিক পরিবর্তন সমাজকাঠামো ও কার্যাবলির পরিবর্তন’-উক্তিটি কার?

উত্তর: উক্তিটি আমেরিকান সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের।

৩। সামাজিক পরিবর্তন প্রধানত কয় প্রকার হতে পারে?

উত্তর: দুই প্রকার হতে পারে।

৪। সামাজিক পরিবর্তনকে কী হিসেবে গণ্য করা হয়?

উত্তর: সামাজিক পরিবর্তনকে সামাজিক সংস্কার হিসেবেও গণ্য করা হয়।

৫। কোনটি মানুষের প্রকৃতি ও আচরণে পরিবর্তন আনে?

উত্তর: শিক্ষা মানুষের প্রকৃতি ও আচরণে পরিবর্তন আনে ।

উত্তর: মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার, পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় উত্তরণই সামাজিক প্রগতি। 

৬। সামাজিক প্রগতি কী?

৭। কার্ল মার্কসের মতানুযায়ী সমাজ পরিবর্তনের আদর্শ স্তর কোনটি?

উত্তর: জার্মান দার্শনিক কার্ল মার্কসের মতানুযায়ী সমাজ পরিবর্তনের আদর্শ স্তর হচ্ছে সাম্যবাদী

সমাজ ।

৮। কোন সমাজবিজ্ঞানী মানুষের আকাঙ্ক্ষিত মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ পরিবর্তনকে প্রগতি

বলেছেন?

উত্তর: সমাজবিজ্ঞানী হবহাউস।

৯। কার মতে, সমগ্র মানব ইতিহাস শাসক এলিট শ্রেণির উত্থান-পতনের ইতিহাস?

উত্তর: ইতালীয় দার্শনিক ও সমাজবিজ্ঞানী ভিলফ্রেডো প্যারোটোর মতে।

১০। কোন মতবাদ অনুসারে সামাজিক কিংবা প্রাকৃতিক কারণে সমাজে পরিবর্তন ঘটে?

উত্তর: অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ অনুসারে

১১। রৈখিক মতবাদ কী?

তবাদ অনুযায়ী সামাজিক পা

উত্তর: সামাজিক পরিবর্তনের যে মতবাদ অনুযায়ী সামাজিক পরিবর্তন কোনো বাঁকা পথে না হয়ে একটি সরল পথে সম্পন্ন হয়, সেটিই রৈখিক মতবাদ ।

১২। মার্কসের মতে, সমাজ পরিবর্তনের পঞ্চম স্তর কোনটি?

উত্তর: মার্কসের মতে, সমাজ পরিবর্তনের পঞ্চম স্তর হলো সাম্যবাদী স্তর।

১৩। কোন তত্ত্বে সামাজিক পরিবর্তনকে একটি আবদ্ধ লাইন হিসেবে মনে করা হয়?

উত্তর: লিনিয়ার তত্ত্বে।

১৪। জৈবিক নিয়ন্ত্রণবাদ কাকে বলে?

উত্তর: মানবদেহের বিভিন্ন বৈশিষ্ট্যসমূহের ভিত্তিতে সামাজিক পরিবর্তনের ব্যাখ্যাক

জৈবিক

নিয়ন্ত্রণবাদ বলে। ১৫। কার্ল মার্কসের দৃষ্টিতে সমাজে পরিবর্তনের উপাদান হিসেবে কোন বিষয় দুটি অতিমাত্রায়

মূল্যবান?

উত্তর: কার্ল মার্কসের দৃষ্টিতে সমাজে পরিবর্তনের উপাদান হিসেবে মৌল কাঠামো ও উপরি কাঠামো বিষয় দুটি অতিমাত্রায় মূল্যবান । 

‘খ’ নম্বরের জন্য- (অনুধাবনমূলক প্রশ্ন)

১ম অধ্যায়: সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ

১। শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কী বোঝ

২। ‘সমাজবিজ্ঞান হলো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান’- ব্যাখ্যা করো।

৩। সমাজবিজ্ঞান একটি বিশ্লেষণধর্মী বিজ্ঞান” ব্যাখ্যা করো।

৪। ‘সমাজবিজ্ঞানের বিকাশের মূলে জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ”-ব্যাখ্যা করো।

৫। সমাজবিজ্ঞান হলো সমাজকাঠামোর অধ্যয়ন’- ব্যাখ্যা করো।

৬। ‘সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ-বুঝিয়ে দাও ।

৭। সমাজবিজ্ঞানকে সামাজিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক পাঠ বলা হয় কেন?

৮। সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে ইতিহাসের দর্শনের গুরুত্ব ব্যাখ্যা করো।

ও বিকাশে ইতিহাসের দর্শনের।

৪র্থ অধ্যায়: সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়

১। ‘পরিবার একটি প্রাথমিক দল ব্যাখ্যা করো। ২। দাসপ্রথা বলতে কী বোঝ?

৩। সমাজকাঠামোর ভাব বিনিময় ব্যবস্থা বলতে কী বোঝায়?

৪। পরিবার সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম বাহন’ বুঝিয়ে লেখো। ৫। সমাজকাঠামো প্রত্যয়টি ব্যাখ্যা করো।

৬। সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য ব্যাখ্যা করো।

৭। পরিবার একটি অনৈচ্ছিক দল’-বুঝিয়ে লিখ। ৮। সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন-ব্যাখ্যা করো।

৯। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়?

৫ম অধ্যায়: সামাজিক প্রতিষ্ঠান

“শিশুর রক্ষণাবেক্ষণ পরিবারের অন্যতম কাজ বুঝিয়ে দাও ।

। ‘পরিবার একটি সর্বজনীন প্রতিষ্ঠান-ব্যাখ্যা করো। ৩। কাল্পনিক জ্ঞাতি বলতে কী বোঝ?

৪। ছেলের সাথে বাবার সম্পর্ক কোন ধরনের জ্ঞাতিসম্পর্ককে নির্দেশ করে? ৫। প্রথাগত জ্ঞাত কী? বুঝিয়ে লেখো।

৬। বিবাহের গুরুত্ব ব্যাখ্যা করো।

৭। বর্ণনামূলক জ্ঞাতিসম্পর্ক বলতে কী বোঝায়?

৮ম অধ্যায়: সামাজিক স্তরবিন্যাস ও অসমতা

১। সামাজিক বৈষম্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

২। বয়স সামাজিক অসমতার অন্যতম নির্ধারক – ব্যাখ্যা করো।

৩। প্রবীণদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা

সম্পর্কে ধারণা দাও।

৪। বয়স বৈষম্যবাদ বলতে কী বোঝায়? ৫। নারী-পুরুষের সাংস্কৃতিক বিভাজন বলতে কী বোঝায়?

৬। প্রবীণরা হীনম্মন্যতায় ভোগেন কেন? ৭। ক্ষমতাগত অসমতা বলতে কী বোঝায়? বোঝায়? 

১১ অধ্যায়: সামাজিক পরিবর্তন

১। সকল সামাজিক পরিবর্তন উন্নয়ন নয় বুঝিয়ে লেখো

২। ‘সংস্কৃতি সামাজিক পরিবর্তন ঘটায় ব্যাখ্যা করো। ৩। সামাজিক আচরণের রূপান্তর বলতে কী বোঝায় ?

৪। সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ৫। সামাজিক পরিবর্তনে অর্থনৈতিক কার ভূমিকা পালন

করে? ব্যাখ্যা করো। ৬। সামাজিক পরিবর্তন সম্পর্কিত সরোকিনের চক্রাকার মতবাদটি ব্যাখ্যা করো।

৭। অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ বলতে কী বোঝায় ? ৮। সামাজিক পরিবর্তনে জৈবিক উপাদানের প্রভাব ব্যাখ্যা করো।

৯। কাঙ্খিত পরিবর্তন বলতে কী বোঝায়?

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *