পোশাক শিল্প

পোশাক শিল্প

পোশাক শিল্প Chest picce (চেষ্ট পিছ) : পোশাকের বক্ষ স্থান (Chest area) বরাবর এক বা একাধিক পরতা ইন্টারলাইনিং ব্যবহার করা হয় যাকে চেষ্ট পিছ বলে। পোশাকের বক্ষ স্থান বরাবর সেপ (Shape) সুন্দর করে, সেপ ধারণ করা ও শক্তি বৃদ্ধির জন্য এটি পোশাকের মধ্যে ব্যবহার করা হয়।

Closing (ক্লোজিং)

এটি একটি অপারেশন (Operation) যার দ্বারা পোশাকের সাইড ছিম সংযুক্ত করা হয় অথবা ফোরপার্ট (Forepart) এর সাথে লাইনিং সংযুক্ত করা হয়।

Clem (ক্লিম) : এটি অতি ছোট ডার্ট যা সেলাই করে সৃষ্টি করা হয় কিন্তু কাপড় কাটা হয় না।

CMT (সি.এম.টি)

এটি একটি এবরিভিয়েশন যার অর্থ হলো কাটমেইক টিম। অর্থাৎ পোশাকের অর্ডার সরবরাহকারী কাপড় ও ডিজাইন সরবরাহ করবে এবং পোশাক প্রস্ত তকারীর দায়িত্ব হলো উক্ত কাপড় কেটেও সেলাই করে সরবরাহকৃত ডিজাইন অনুযায়ী পোশাক বানিয়ে সরবরাহ করবে।

Collar (কলার) এটি পোশাকের একটি অংশ যা গলার চারদিকে বিস্তৃত থাকে।

Color change: রঙের স্থায়ীত্ব পরীক্ষনে রঙের বিভিন্ন গুনাবলীর পরিবর্তন যেমন হিউ, ক্রোমা উজ্জ্বলতার পরিবর্তন।

Color abrasion

পোশাকের নির্দিষ্ট কিছু অংশের রঙের পরিবর্তন যা সাধারন পোশাকের অন্য অংশের তুলনায় ঐসব অংশের ভিন্ন রকম ব্যবহারের কারনে হয়ে থাকে। Color changes in localized areas of a garment due to differential wear such as the knees of blue jeans.

Collar stand (কলার স্ট্যান্ড)

এটি কলালের একটি অংশ যা গলা বরাবর উপরের দিকে দাঁড়ানো থাকে। You sent Contour stitching (কন্টার স্টিচিং) স্বয়ংক্রিয়ভাবে পোশাকের কোন অংশে প্রান্তের অতি নিকট দিয়ে সূক্ষ্মভাবে সেলাই করাকে কন্টার স্টিচিং বলে।

Cone (কোণ) : এটি একটি কোণাকার ফর্ম যার উপর সুতা জড়িয়ে সুতার প্যাকেজ তৈরী করা হয় ।

Core-spun thread (কোর স্পান থ্রেড) : এটি বিশেষ এক ধরনের সেলাই সুতা যার কেন্দ্রে ফিলামেন্ট থাকে এবং বাহিরের দিকে স্টেপল ফাইবার থাকে।

Colour bleeding (কালার ব্রিডিং) : রঙিন কাপড় পানিতে অথবা সলভেন্ট এর মধ্যে ভিজালে কাপড়ের মধ্যস্থ রং যদি আংশিকভাবে পানিতে চলে যায়, অথবা একই কাপড়ের মধ্যে একস্থান হতে পাশ্ববর্তী স্থানে লেগে যায় তবে তাকে কালার রিডিং বলে।

Coverall (কভারঅল) : কাজের সময় পরিধানের জন্য এটি এক ধরনের পোশাক যার প্যান্ট ও শার্ট অংশ একত্রে পিছ হিসেবে গণ্য করা হয় এবং হাতের কব্জি ও পায়ের এঙ্কেল (ankle) বরাবর আটকানোর ব্যবস্থা থাকে।

Cop (কপ)

ইহা ছোট ও নলের আকৃতির এবং এর কোন ফ্লাঞ্জ নেই। সেলাই সুতা এর মধ্যে আড়াআড়ি জড়ানো হয়। কপের মধ্যে ১০০০-২৫০০ মিটার পর্যন্ত সুতা জড়ানো যায়।

Colour ( রং )

বিভিন্ন প্রকৃতির ফাইবারেই কিছু না কিছু রং এর হয়। উদাহরণ স্বরূপ সিল্ক এর রং হলুদ ও তামাটে, উল ফাইবারের রং সাদা, ধুসর কাল, কটন ফাইবারের রং ক্রিম্প সাদা ও হালকা বাদামী হয়ে থাকে।

বেশিরভাগ কৃত্রিম ফাইবারের রং হালকা ক্রিম্পি, হলুদাভ রং এর হয়। কাজেই সাদা ফাইবার পাওয়ার জন্য বেশির ভাগ আঁশকেই ব্লিচিং করা হয়। বিভিন্ন এলাকা বা বিভিন্ন দেশের আঁশের রং স্থানভেদে বিভিন্ন হয়ে থাকে।

One aspect of appearance; a stimulus based on visual response to light, consisting of the three dimensions of hue, saturation and lightness.

Color attribute : এটি হলো কালার মিশ্রন করার একটি পদ্ধতি ।

A three-dimensional characteristic of the appearance of an object. One dimension usually defines the lightness, the other two together define the chromaticity.

Color difference দুইটি রং করা স্যাম্পল এর মধ্যে কালারের এর পার্থক্য। The magnitude and character of the difference between two colors under specified conditions.

Target A WALLIS Color-matching functions:

এটি হলো একটি কালার ম্যচিং করার সিস্টেম । Relative amounts of three additive primaries required to match each wavelength of light. The term is generally used to refer to the CIE standard observer color-matching functions.

Cordelan fibre : কর্ডেনাল ফাইবারের মক্তি জেফরান টাইপ অ্যাক্রালিক ফাইবারের সমসাময়িক। এ ফাইবারের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা ভাল। স্থিতিস্থাপকতা ও রেসিলিয়েন্সি ক্ষমতাও

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *