কোরিয়ান ভাষা বর্ণমালা

কোরিয়ান ভাষা বর্ণমালা
Rate this post

এক নজরে সব

কোরিয়ান ভাষা বর্ণমালা যে কোন দেশের ভাষায় লেখা পড়া শিখতে প্রথমেই ঐ দেশের বর্ণমালা শিখতে হয়। বর্ণমালা গুলো ভালভাবে আয়ত্ত করতে পারলে খুব সহজেই লেখা পড়া করা সম্ভব। কোরিয়ান বর্ণমালা যখন একটি ব্যঞ্জনবর্ণ এর নিচে আরো একটি ব্যঞ্জনবর্ণ দেখা যায়, তখন ঐ ব্যঞ্জনবর্ণকে বাচি্ছম বলে।

১৪ টি ব্যঞ্জনবর্ণ এর সবগুলো বাচি্ছম হিসেবে ব্যবহৃত হয়। আর যুক্ত ব্যঞ্জনর্ণ বাচি্ছম হিসেবে ব্যবহৃত হয়। বাচি্ছম অনেক সময় বাচি্ছম এর পরের বর্ণ এর কারণে বাচি্ছম অথবা পরের বর্ণটির উচ্চারণ পরিবর্তন হয়। 

উচ্চারণ পরিবর্তন কোরিয়ান বর্ণমালা কোরিয়ান ভাষার মোট বর্ণমালা ৪০ টি ১০টি স্বরবর্ণ ১১টি যুক্ত স্বরবর্ণ ১৪টি ব্যঞ্জনবর্ণ ৫টি যুক্ত ব্যঞ্জনবর্ণ।

ও কোরিয়ান ভৌগোলিক পরিচয় ১। দক্ষিণ কোরিয়ার মোট আয়তন ১৯২৯৯ কিলোমিটার। কোরিয়ার জনসংখ্যা ৪,৩৭,০০০০০ (চার কোটি সাইত্রিশ লক্ষ)। ৩। কোরিয়া ১৯৪৫ সালে জাপানের শাসন থেকে মুক্ত হয়। তাংকুন (Tangkun) দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠাতা। 

১৯৪৮ সালের ১৭ জুলাই মাসে কোরিয়াকে স্বাধীন ঘোষণা করা হয়। ১৯১০ থেকে ১৯৪৫ পর্যন্ত জাপানিরা কোরিয়াকে শাসন করেছিলো। সিউল (Seoul) কোরিয়ার রাজধানী। শতকরা ৫০.৩ জন পুরুষ এবং ৪৯.৭ জন মহিলা। শতকরা ৯৭.৭ জন চাকরিজীবী এবং ২.৩ জন বেকার।

 শিল্পোন্নত দেশগুলোর মধ্যে দশম এবং এশিয়া মহাদেশের মধ্যে কোরিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে। কোরিয়াতে কেবলমাত্র একটি ভাষা প্রচলিত কোরিয়ান ভাষা ।

 কোরিয়া বিভিন্ন দেশে সরাসরি ফোন করার জন্য প্রথমে ডায়াল করতে হয় ০০১ নম্বরে। ১১২ নম্বরে ফোন করলে কোরিয়ার সবগুলো প্রয়োজনীয় ফোন নং এবং ঠিকানা পাওয়া যায়। 

কোরিয়ান ভাষা বর্ণমালা

কোরিয়ান ভাষা বর্ণমালা

কোরিয়ান ভাষা বর্ণমালা

কোরিয়ার নির্দিষ্ট ছুটিগুলো হলো

1. National Foundation day-জাতীয় প্রতিষ্ঠা দিবস।

2. 15 August Liberation – মুক্তি দিবস ।

3. Independence Movement – স্বাধীনতা আন্দোলন দিবস। 

4. 1st January New years শুভ নববর্ষ পহেলা জানুয়ারি । 

5. 6 June, Veterans day — স্মরণীয় দিবস।

6. 17 July, Constitutions – গণতন্ত্র দিবস। 

কোরিয়ান ভাষা বর্ণমালা

7. Chusok চুসক । 

8. 1st On March – পহেলা মার্চ। 

9. 5th May, Childrens day – শিশু দিবস।

কোরিয়ান ভাষায় বার মাসের নাম 

 বাংলা  –    ইংরেজী  – কোরিয়ান  

জানুয়ারী -January  –   ইর উয়ল 

ফেব্রুয়ারী – February –  ই উয়ল 

মার্চ          – March  –      সাম উয়ল 

এপ্রিল      – April     –    সা উয়ল 

মে           –  May       –    উ উয়ল 

জুন        –   June –          ইউ উয়ল 

জুলাই      –  July    –       সির উয়ল 

আগষ্ট         -August  –    ফার উয়ল 

সেপ্টেম্বর    -September-  কো উয়ল 

অক্টোবর    –  October –     সি উয়ল 

নভেম্বর       – November – সিব উয়ল

ডিসেম্বর  –     December-     সিব উয়ল 

কোরিয়াতে মাত্র চারটি ঋতু বিরাজমান

 বাংলা –     ইংরেজী –    কোরিয়ান 

গ্রীষ্মকাল-   Summery –  ইয়রম 

শরৎকাল – Autumn –  কা অল 

শীতকাল –   Winter কি উয়ল 

বসন্তকাল –   Spring –   বম

আরো পড়ুন= গোপনে কে আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করেছে জেনে নিন|১০০% সুরক্ষিত উপায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *