এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩

এমবি-ট্রান্সফার-করার-নিয়ম-২০২৩
Rate this post

এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩ প্রতিটি মোবাইল অপারেটরের জন্য ভিন্ন হতে পারে। তবে সাধারণত এমবি ট্রান্সফার করার পাঁচটি পদক্ষেপ হলো:

১. সঠিক কোড দিয়ে বাকি টাকা জানতে হবে: প্রথম পদক্ষেপ হলো আপনার মোবাইল অপারেটরের সঠিক কোড জানতে হবে। কোডটি সাধারণত এমবি ট্রান্সফার সেন্টার বা কাস্টমার কেয়ার বিভাগে পাওয়া যায়।

২. ট্রান্সফারের জন্য যোগ্যতা নিশ্চিত করুন: সাধারণত এমবি ট্রান্সফার করার জন্য আপনার একাউন্টে যথাযথ পরিমান বা এমবি থাকতে হবে। কিছু অপারেটর সীমাবদ্ধতা রয়েছে এমবি ট্রান্সফারের জন্য, সেই সীমাবদ্ধতাগুলি পরীক্ষা করুন।

৩. ট্রান্সফার করার সঠিক পদক্ষেপ নিন: ট্রান্সফার করার জন্য সাধারণত আপনার মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বিভাগে যো

রবি এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার

=> ১০ এম.বি পার করতে হলে ডায়াল করুন ১৪১&৭১২১১* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #

=> ২৫ এম.বি পার করতে হলে ডায়াল করুন ১৪১&৭১২৯* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #

=> ৬০ এম.বি পার করতে হলে ডায়াল করুন ১৪১&৭১২৪* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #

=> আরো জানতে *141*1#

জিপিতে এমবি ট্রান্সফার করার নিয়ম

জিপি থেকে জিপি বিভিন্ন এমবির প্যাকেজ উপহার দিতেন পারেন, জিপি সিমে ব্যলেন্স ট্রান্সফার এর মত এমবি ও ট্রান্সফার করতে পারবেন ।

জিপি টু জিপি নাম্বার এ যে ভাবে এমবি ট্রান্সফার করবেন তা নিচে দেওয়া হলঃ

৭৫ এমবি = gift 75mb receiver’s no senders name

২৫০ এমবি= gift 250mb receiver’s no senders name

১ জিবি =gift 1gb receiver’s no senders name

Smart Plan 299 = gift sp299 receiver’s no senders name

৪ এমবি = gift 4mb receiver’s no senders name

পাঠিয়ে দিবেন ৫০০০ এ।

বাংলালিংক এমবি ট্রান্সফার করার নিয়ম

বাংলালিংক থেকে বাংলালিংকে এমবি ট্রান্সফার করতে পারবেন খুব সহজে।এজন্য আপনার যা থাকতে এবং করতে হবে তা হল

১। একটা বাংলালিংক সিম কার্ড থাকতে হবে।

২। সিমটি অবশ্যই বাংলালিংক প্লে প্যাকেজে থাকতে হবে।(প্রথমে P লিখে 9999 নাম্বারে প্লে প্যাকেজ করে নেন আগের প্লে প্যাকেজ করা থাকলে করতে হবেনা )

৩। যাকে এমবি ট্রান্সফার করবেন তার ও বাংলালিংক প্লে প্যাকেজ থাকতে হবে

৪। বাংলালিংক এ ৫ এমবি গিফট এর জন্য ডায়াল করুন 132*15 যে নাম্বারে mb ট্রান্সফার করবেন ঐ নাম্বার #।মনে করি এমবি ট্রান্সফার করবেন 01966xxxxxx এই নাম্বারে।তাহলে এইভাবে ডায়েল করুন *132*15*01966xxxxxx# এবার আপনার নাম্বার থেকে ২ টাকা কেটে নেয়া হবে এবং ঐ নাম্বারে গিফট হিসেবে ৫ এমবি চলে যাবে।

৫। MB ইউজেস এর পরিমান জানতে ডায়াল করুন*222*3#

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *